অলকানন্দা রায়, ঢাকা
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার। …
—রবীন্দ্রনাথ ঠাকুর
আজ ভালোবাসার দিন। এই দিনে ভালোবাসার মানুষটিকে উপহার দিতে ভালোবাসেন প্রায় সবাই। অন্তহীন ভালোবাসার মানুষটির জন্য দারুণ কিছু উপহার কিনে দেওয়ার জন্য আপনার মনটিও নিশ্চয় আনচান করে।
আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বেড়েছে অনেকখানি। দিনভর বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার দেখলেই সেটা বোঝা যায়। এ কারণে প্রিয় মানুষটিকে কোনো একটি গ্যাজেট উপহার দিয়ে তাঁর জীবনে স্বচ্ছন্দ আনতে সাহায্য করতে পারেন।
মোবাইল ফোন
উপহার হিসেবে মোবাইল ফোনের তুলনা খুব কমই আছে। যাঁকে দিচ্ছেন, তাঁর কাজের ধরন, রুচি অনুযায়ী কিংবা সে মানুষটি পছন্দ করে এমন একটি মোবাইল ফোন উপহার দিতে পারেন। প্রিয়জনের ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে মোবাইল কভারও উপহার দিতে ভুলবেন না।
ভিআর হেডসেট
ভার্চুয়াল রিয়েলিটির জনপ্রিয়তাও বেড়েছে। সম্প্রতি মেটাভার্সের ঘোষণার পরে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আগ্রহ বেড়েছে আরও। এ সময় প্রিয় মানুষটিকে উপহার হিসেবে দিতে পারেন একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
পোর্টেবল স্পিকার
যেকোনো জায়গায় গান শোনা কিংবা ভিডিও দেখার কাজ আরও উপভোগ্য করে তুলতে পারে একটি পোর্টেবল স্পিকার। ব্লুটুথের মাধ্যমে এই স্পিকারগুলো স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়।
প্রিয় মানুষটি যদি গান শুনতে ভালোবাসেন, তবে তাঁকে উপহার দিন একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার।
স্মার্টওয়াচ
স্বাস্থ্য সচেতনতার এই সময়ে স্মার্টওয়াচ হতে পারে দারুণ উপহার। প্রতিদিন ব্যবহার করা সামগ্রী হওয়ার কারণে প্রিয় মানুষটির সঙ্গে সব সময় থাকার দুর্লভ সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। বাজারে এখন অনেক ব্র্যান্ডের ফ্যাশনেবল ডিজাইনের স্মার্টওয়াচ পাওয়া যায়। ফিচার বেছে সুন্দর ডিজাইনের একটি স্মার্টওয়াচ উপহার দিন প্রিয়জনকে।
ডিজিটাল ফটো ফ্রেম
ডিজিটাল ফটো ফ্রেম এখন স্মার্ট উপহার। নিজেদের কাটানো দারুণ সব স্মৃতি ধরে রাখা যাবে এই ডিজিটাল অ্যালবামে। নিজেদের সব সুখময় স্মৃতি ভালোবাসা হয়ে ভেসে উঠবে এসব ফ্রেমে।
বই পড়ার ডিভাইস
যাঁরা বই পড়তে পছন্দ করেন, তাঁদের উপহার দেওয়া যেতে পারে বই পড়ার বিভিন্ন ডিভাইস। বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস পাওয়া যায় বাজারে। এগুলোর মধ্যে আছে আমাজনের কিন্ডলে, অ্যাপলের আইপ্যাড, বার্নস এবং নোবেলসের নুক, অনিক্স বক্স, পকেট বুক। এ ছাড়া আছে কোবোর বিভিন্ন মডেলের ই-রিডার, যেমন ক্লারা, ফরমা, লিবরা এইচ২ ও, নিয়া ইত্যাদি।
সেলফি স্টিক ও গিম্বলডেটে গিয়ে সেলফি বা কোনো ছবি তোলেন না এমন কাপলের দেখা মেলা ভার। সব কাপলই চান তাঁদের দেখা করার দিনগুলো ছবিতে ধরে রাখতে। আবার অনেক কাপল আছেন, যাঁরা সেলফি তুলতে ভালোবাসেন। মুহূর্তগুলো বৈচিত্র্যময় করে ধরে রাখার জন্য চাইলে সেলফিস্টিক আপনার ভালো অনুষঙ্গ হতে পারে। তা ছাড়া এখন যুগটা হলো ভিডিওর। তাই উপহার দেওয়ার তালিকায় থাকতে পারে গিম্বল। এ গ্যাজেট ভিডিও করার বিষয়টি আরও মসৃণ করে তুলতে পারে খুব সহজে।
অ্যাপল হোম পড
অ্যাপল হোম পডে পেয়ে যাবেন দুর্দান্ত সাউন্ড। বাড়িতে স্মার্ট ডিভাইস কানেক্ট করার ইচ্ছা থাকলে এই স্মার্ট স্পিকার আপনার প্রিয় মানুষটির জন্য একটি আদর্শ উপহার হয়ে উঠতে পারে। থাকছে টাচ কন্ট্রোল ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
সনির ওয়াকম্যান
আপনার প্রিয় মানুষটি যদি নব্বইয়ের দশকের হন, তবে আপনার ভালোবাসা দিবসের উপহার সনির ওয়াকম্যান তাঁকে শৈশবে নিয়ে যাবে। ওয়াকম্যানে ইন্টারনেট থেকে গান নামিয়ে শোনার সুবিধা দিচ্ছে সনি। নতুন ওয়াকম্যান চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। এতে থাকছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা। ফলে ইন্টারনেট থেকে পছন্দের গান নামিয়ে শোনা যায়। শুধু তা-ই নয়, অনলাইন মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই বা ইউটিউব থেকে সরাসরি গানও শোনা সম্ভব। ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ওয়াকম্যানটি আসলে ডিজিটাল মিউজিক প্লেয়ার। কারণ, এতে এসডি কার্ডও ব্যবহার করা যায়।
মিউটক মাইক্রোফোন
ভিডিও গেম খেলার সময় নিজের অজান্তেই জোরে চিৎকার করেন অনেকে। আবার ইউটিউবাররা ভিডিও করার সময় কথা বলেন সব সময়। এসব কারণে আশপাশে থাকা ব্যক্তিরা বেশ বিরক্ত হন। আপনার প্রিয় মানুষটির এসব অভ্যাস থাকলে নিরুৎসাহিত না করে বরং উপহার দিন মিউটক নামের এ মাইক্রোফোনটি। এটি মুখের সঙ্গে যুক্ত করে যত জোরেই শব্দ করুক না কেন, কেউ শুনতে পাবে না।
সনির ভ্লগিং ক্যামেরা
আপনার ভালোবাসার মানুষটি যদি ঘরে বসে খাবার-রূপচর্চা ইত্যাদির ভিডিও তৈরির পাশাপাশি ভ্রমণের ভ্লগিং করেন, তবে তাঁকে উপহার দিতে পারেন জেভি-ওয়ানএফ মডেলের নতুন ভ্লগিং ক্যামেরা।
এসব ছাড়াও উপহার হতে পারে পাওয়ার ব্যাংক, ইয়ার বাড, ব্লুটুথ হেডফোন, ট্রিমার, ব্লুটুথ গেমপ্যাড, স্যামসাং টি৭ শিল্ড, পাসওয়ার্ডসহ পেন ড্রাইভ, স্মার্ট গগলস ইত্যাদি।
তোমারেই যেন ভালোবাসিয়াছি
শত রূপে শত বার
জনমে জনমে, যুগে যুগে অনিবার। …
—রবীন্দ্রনাথ ঠাকুর
আজ ভালোবাসার দিন। এই দিনে ভালোবাসার মানুষটিকে উপহার দিতে ভালোবাসেন প্রায় সবাই। অন্তহীন ভালোবাসার মানুষটির জন্য দারুণ কিছু উপহার কিনে দেওয়ার জন্য আপনার মনটিও নিশ্চয় আনচান করে।
আমাদের দৈনন্দিন জীবনে প্রযুক্তির ব্যবহার বেড়েছে অনেকখানি। দিনভর বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার দেখলেই সেটা বোঝা যায়। এ কারণে প্রিয় মানুষটিকে কোনো একটি গ্যাজেট উপহার দিয়ে তাঁর জীবনে স্বচ্ছন্দ আনতে সাহায্য করতে পারেন।
মোবাইল ফোন
উপহার হিসেবে মোবাইল ফোনের তুলনা খুব কমই আছে। যাঁকে দিচ্ছেন, তাঁর কাজের ধরন, রুচি অনুযায়ী কিংবা সে মানুষটি পছন্দ করে এমন একটি মোবাইল ফোন উপহার দিতে পারেন। প্রিয়জনের ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে মোবাইল কভারও উপহার দিতে ভুলবেন না।
ভিআর হেডসেট
ভার্চুয়াল রিয়েলিটির জনপ্রিয়তাও বেড়েছে। সম্প্রতি মেটাভার্সের ঘোষণার পরে ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আগ্রহ বেড়েছে আরও। এ সময় প্রিয় মানুষটিকে উপহার হিসেবে দিতে পারেন একটি ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট।
পোর্টেবল স্পিকার
যেকোনো জায়গায় গান শোনা কিংবা ভিডিও দেখার কাজ আরও উপভোগ্য করে তুলতে পারে একটি পোর্টেবল স্পিকার। ব্লুটুথের মাধ্যমে এই স্পিকারগুলো স্মার্টফোন ও অন্যান্য ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়।
প্রিয় মানুষটি যদি গান শুনতে ভালোবাসেন, তবে তাঁকে উপহার দিন একটি পোর্টেবল ব্লুটুথ স্পিকার।
স্মার্টওয়াচ
স্বাস্থ্য সচেতনতার এই সময়ে স্মার্টওয়াচ হতে পারে দারুণ উপহার। প্রতিদিন ব্যবহার করা সামগ্রী হওয়ার কারণে প্রিয় মানুষটির সঙ্গে সব সময় থাকার দুর্লভ সুযোগ হাতছাড়া করাটা ঠিক হবে না। বাজারে এখন অনেক ব্র্যান্ডের ফ্যাশনেবল ডিজাইনের স্মার্টওয়াচ পাওয়া যায়। ফিচার বেছে সুন্দর ডিজাইনের একটি স্মার্টওয়াচ উপহার দিন প্রিয়জনকে।
ডিজিটাল ফটো ফ্রেম
ডিজিটাল ফটো ফ্রেম এখন স্মার্ট উপহার। নিজেদের কাটানো দারুণ সব স্মৃতি ধরে রাখা যাবে এই ডিজিটাল অ্যালবামে। নিজেদের সব সুখময় স্মৃতি ভালোবাসা হয়ে ভেসে উঠবে এসব ফ্রেমে।
বই পড়ার ডিভাইস
যাঁরা বই পড়তে পছন্দ করেন, তাঁদের উপহার দেওয়া যেতে পারে বই পড়ার বিভিন্ন ডিভাইস। বিভিন্ন ব্র্যান্ডের ডিভাইস পাওয়া যায় বাজারে। এগুলোর মধ্যে আছে আমাজনের কিন্ডলে, অ্যাপলের আইপ্যাড, বার্নস এবং নোবেলসের নুক, অনিক্স বক্স, পকেট বুক। এ ছাড়া আছে কোবোর বিভিন্ন মডেলের ই-রিডার, যেমন ক্লারা, ফরমা, লিবরা এইচ২ ও, নিয়া ইত্যাদি।
সেলফি স্টিক ও গিম্বলডেটে গিয়ে সেলফি বা কোনো ছবি তোলেন না এমন কাপলের দেখা মেলা ভার। সব কাপলই চান তাঁদের দেখা করার দিনগুলো ছবিতে ধরে রাখতে। আবার অনেক কাপল আছেন, যাঁরা সেলফি তুলতে ভালোবাসেন। মুহূর্তগুলো বৈচিত্র্যময় করে ধরে রাখার জন্য চাইলে সেলফিস্টিক আপনার ভালো অনুষঙ্গ হতে পারে। তা ছাড়া এখন যুগটা হলো ভিডিওর। তাই উপহার দেওয়ার তালিকায় থাকতে পারে গিম্বল। এ গ্যাজেট ভিডিও করার বিষয়টি আরও মসৃণ করে তুলতে পারে খুব সহজে।
অ্যাপল হোম পড
অ্যাপল হোম পডে পেয়ে যাবেন দুর্দান্ত সাউন্ড। বাড়িতে স্মার্ট ডিভাইস কানেক্ট করার ইচ্ছা থাকলে এই স্মার্ট স্পিকার আপনার প্রিয় মানুষটির জন্য একটি আদর্শ উপহার হয়ে উঠতে পারে। থাকছে টাচ কন্ট্রোল ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
সনির ওয়াকম্যান
আপনার প্রিয় মানুষটি যদি নব্বইয়ের দশকের হন, তবে আপনার ভালোবাসা দিবসের উপহার সনির ওয়াকম্যান তাঁকে শৈশবে নিয়ে যাবে। ওয়াকম্যানে ইন্টারনেট থেকে গান নামিয়ে শোনার সুবিধা দিচ্ছে সনি। নতুন ওয়াকম্যান চলবে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে। এতে থাকছে তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুবিধা। ফলে ইন্টারনেট থেকে পছন্দের গান নামিয়ে শোনা যায়। শুধু তা-ই নয়, অনলাইন মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই বা ইউটিউব থেকে সরাসরি গানও শোনা সম্ভব। ৩২ গিগাবাইট ধারণক্ষমতার ওয়াকম্যানটি আসলে ডিজিটাল মিউজিক প্লেয়ার। কারণ, এতে এসডি কার্ডও ব্যবহার করা যায়।
মিউটক মাইক্রোফোন
ভিডিও গেম খেলার সময় নিজের অজান্তেই জোরে চিৎকার করেন অনেকে। আবার ইউটিউবাররা ভিডিও করার সময় কথা বলেন সব সময়। এসব কারণে আশপাশে থাকা ব্যক্তিরা বেশ বিরক্ত হন। আপনার প্রিয় মানুষটির এসব অভ্যাস থাকলে নিরুৎসাহিত না করে বরং উপহার দিন মিউটক নামের এ মাইক্রোফোনটি। এটি মুখের সঙ্গে যুক্ত করে যত জোরেই শব্দ করুক না কেন, কেউ শুনতে পাবে না।
সনির ভ্লগিং ক্যামেরা
আপনার ভালোবাসার মানুষটি যদি ঘরে বসে খাবার-রূপচর্চা ইত্যাদির ভিডিও তৈরির পাশাপাশি ভ্রমণের ভ্লগিং করেন, তবে তাঁকে উপহার দিতে পারেন জেভি-ওয়ানএফ মডেলের নতুন ভ্লগিং ক্যামেরা।
এসব ছাড়াও উপহার হতে পারে পাওয়ার ব্যাংক, ইয়ার বাড, ব্লুটুথ হেডফোন, ট্রিমার, ব্লুটুথ গেমপ্যাড, স্যামসাং টি৭ শিল্ড, পাসওয়ার্ডসহ পেন ড্রাইভ, স্মার্ট গগলস ইত্যাদি।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে