অনলাইন ডেস্ক
এই বছরের মাঝামাঝিতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন উন্মোচন করতে পারে স্যামসাং। কিছুদিন আগেই মডেল দুটির বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনগুলোর সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গেল।
বইয়ের মতো ফোল্ডিং নকশার গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি তিন রঙে পাওয়া যেতে পারে। আর ক্ল্যামশেল মডেল (ঝিনুকের মতো নকশার) গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি চারটি রঙে আসতে পারে।
এক্স প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং দাবি করেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি গাড় নীল, হালকা গোলাপি ও রুপালি রঙে পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি হালকা নীল, হালকা সবুজ, রুপালি ও হলুদ রঙে পাওয়া যাবে।
এর আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি ক্রিম, আইসি ব্লু বা নীল ও কালো রঙে পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেল ক্রিম, গ্রাফাইট (এক ধরনের ধূসর), ল্যাভেন্ডার (এক ধরনের হালকা বেগুনি) ও মিন্ট (পুদিনা পাতার মতো সবুজ রং)।
গত সপ্তাহে ফাঁস হওয়ার তথ্য অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বাইরেন স্ক্রিন ৬ দশমিক ২ ইঞ্চি হবে ও ভেতরের স্ক্রিন ৭ দশমিক ৬ ইঞ্চি হবে। এর আয়তন হবে ১৫৩.৫ x ১৩২.৫ x ৬.১ এমএম। অপরদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর কভার প্যানেল হবে ৩ দশমিক ৯ ইঞ্চি হবে। গ্যালাক্সি এআই ফিচারও নতুন ফোল্ডিং মডেলগুলোয় অন্তর্ভুক্ত হতে পারে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ বক্সের মতো ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। এই ডিজাইন বড় বাইরের ও ভেতরের বড় স্ক্রিনকে নির্দেশ করে। এগুলো সেলফি ক্যামেরা জন্য ভেতরে ডিসপ্লেতে ক্যামেরা হোল পাঞ্চ থাকবে ও ফোনের বাইরে তিনটি ক্যামেরা থাকবে।
এই বছরে জুলাই বা আগস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন দুটি আসতে পারে। ফোন দুইটি উন্মোচন অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে হতে পারে।
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০
এই বছরের মাঝামাঝিতে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন উন্মোচন করতে পারে স্যামসাং। কিছুদিন আগেই মডেল দুটির বিভিন্ন স্পেসিফিকেশন ফাঁস হয়েছে। এবার ফোনগুলোর সম্ভাব্য রঙ সম্পর্কে জানা গেল।
বইয়ের মতো ফোল্ডিং নকশার গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি তিন রঙে পাওয়া যেতে পারে। আর ক্ল্যামশেল মডেল (ঝিনুকের মতো নকশার) গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি চারটি রঙে আসতে পারে।
এক্স প্ল্যাটফর্মে গত বৃহস্পতিবার প্রযুক্তি বিশ্লেষক রস ইয়াং দাবি করেন, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ মডেলটি গাড় নীল, হালকা গোলাপি ও রুপালি রঙে পাওয়া যাবে। অপরদিকে গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ মডেলটি হালকা নীল, হালকা সবুজ, রুপালি ও হলুদ রঙে পাওয়া যাবে।
এর আগের গ্যালাক্সি জেড ফোল্ড ৫ মডেলটি ক্রিম, আইসি ব্লু বা নীল ও কালো রঙে পাওয়া যায়। গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ মডেল ক্রিম, গ্রাফাইট (এক ধরনের ধূসর), ল্যাভেন্ডার (এক ধরনের হালকা বেগুনি) ও মিন্ট (পুদিনা পাতার মতো সবুজ রং)।
গত সপ্তাহে ফাঁস হওয়ার তথ্য অনুসারে, গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর বাইরেন স্ক্রিন ৬ দশমিক ২ ইঞ্চি হবে ও ভেতরের স্ক্রিন ৭ দশমিক ৬ ইঞ্চি হবে। এর আয়তন হবে ১৫৩.৫ x ১৩২.৫ x ৬.১ এমএম। অপরদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ এর কভার প্যানেল হবে ৩ দশমিক ৯ ইঞ্চি হবে। গ্যালাক্সি এআই ফিচারও নতুন ফোল্ডিং মডেলগুলোয় অন্তর্ভুক্ত হতে পারে।
গ্যালাক্সি জেড ফোল্ড ৬ বক্সের মতো ডিজাইন করা হয়েছে বলে জানা যায়। এই ডিজাইন বড় বাইরের ও ভেতরের বড় স্ক্রিনকে নির্দেশ করে। এগুলো সেলফি ক্যামেরা জন্য ভেতরে ডিসপ্লেতে ক্যামেরা হোল পাঞ্চ থাকবে ও ফোনের বাইরে তিনটি ক্যামেরা থাকবে।
এই বছরে জুলাই বা আগস্টে গ্যালাক্সি জেড ফোল্ড ৬ ও গ্যালাক্সি জেড ফ্লিপ ৬ ফোল্ডিং ফোন দুটি আসতে পারে। ফোন দুইটি উন্মোচন অনুষ্ঠান ফ্রান্সের প্যারিসে হতে পারে।
তথ্যসূত্র:গ্যাজেটস ৩৬০
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে