নওরোজ চৌধুরী
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। এ সময় সাহ্রি কিংবা ইফতার করাসহ ধর্মীয় বিভিন্ন কাজ করতে হয়। এসব কাজে আপনার সহায়ক হতে পারে কিছু মোবাইল অ্যাপ। এগুলোর কিছু অ্যাপ আপনাকে সাহ্রি ও ইফতারের সময় জানিয়ে দেবে। জেনে নেওয়া যাবে দেশের বিভিন্ন জেলাভিত্তিক সাহ্রি ও ইফতারের সময়।
মাহে রমজান ২০২৩
রমজানের যেসব অ্যাপ রয়েছে, এগুলোর মধ্যে মাহে রমজান ২০২৩ অ্যাপটিতে ১৪৪৪ হিজরি সনের রমজানের সময়সূচি দেওয়া আছে। সেখানে বিভিন্ন দোয়া পড়া ও শোনা যাবে। তা ছাড়া রোজা ভাঙার ও মাকরুহ হওয়ার কারণ, রোজার নিয়তসহ ইফতারের দোয়া, তারাবিহর নিয়ত, মোনাজাত ও নিয়মের সঙ্গে চার রাকাত দোয়া পড়ে দেওয়া আছে। চাইলে অ্যাপ থেকেই যে কেউ তসবিহ গুনতে পারবেন। সেটিংস থেকে যে কেউ যেকোনো জেলার সময়সূচি জানতে চাইলে সেটিও নির্বাচন করতে পারবেন। অ্যাপটি সাহ্রি ও ইফতারের ১০ মিনিট আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে। এটি ৪ দশমিক ৯ রেটিং পাওয়া একটি অ্যাপ।
মুসলিম প্রো
বিশ্বব্যাপী মুসলমানদের কাছে একটি জনপ্রিয় অ্যাপ মুসলিম প্রো। অ্যাপটিতে নামাজের সময়সূচি এবং কেবলা নির্ধারণের জন্য কম্পাস রয়েছে। এতে কোরআন তিলাওয়াতের অডিও সংস্করণ শোনা যাবে। অ্যাপটিতে ৪০টির বেশি ভাষায় কোরআন শরিফের অনুবাদ পাওয়া যাবে এবং যা ইন্টারনেট-সংযোগ না থাকলেও পড়া যাবে।
মুসলিম’স ডে
অ্যাপটিতে রয়েছে সাহ্রি, ইফতারের ক্যালেন্ডার এবং কাউন্টডাউন টাইমার। পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি ও কাউন্টডাউন টাইমার। এ ছাড়া ৪ দশমিক ৯ রেটিং পাওয়া এই অ্যাপে সাজানো হয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দোয়া, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে নির্ভরযোগ্য আলেমদের গবেষণালব্ধ প্রবন্ধ, মাসলা-সুন্নাহসম্মত আমল, সমাজে প্রচলিত ভুল, কুসংস্কারসহ মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় দিয়ে। বিশ্বের যেকোনো জায়গা থেকে অ্যাপটি চালু করলে ওই জায়গার নামাজের সময়, নফল নামাজের সময় এবং সাহ্রি, ইফতারের সময়সহ সবকিছু হোম পেজে প্রদর্শিত হবে। ব্যবহারকারীকে শুধু জিপিএস লোকেশন চালু করতে হবে।
রমজানের আমল ও ফজিলত
এই অ্যাপে পবিত্র রমজানের ৩০ দিনের আমল ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এখানে পাওয়া যাবে মুসাফির ও অসুস্থ ব্যক্তির রোজা পালনের নিয়মসহ আরও নানান বিষয়ের মাসলা-মাসায়েল। প্লে-স্টোরে ৪ দশমিক ৬ রেটিং পাওয়া ৬ দশমিক ৫ মেগাবাইটের এই অ্যাপ ইতিমধ্যে ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।
নূর অ্যাপ
নূর অ্যাপে পবিত্র কোরআন, হাদিস, নামাজ, হজ ও রোজার নিয়মাবলি, সাহ্রি ও ইফতারের সময়সূচি, তসবিহ গণনা এবং প্রয়োজনীয় ইসলামিক তথ্য রয়েছে। এতে আরও রয়েছে ইসলামিক গান, ভিডিও, রিংটোন, ওয়ালপেপার ও অ্যানিমেশন। এতে ব্যবহারকারীরা পবিত্র কোরআন তিলাওয়াত, নামাজের সময়সূচি, নিকটবর্তী মসজিদের অবস্থান এবং কম্পাস ফ্রি দেখতে পারবেন। সাবস্ক্রিপশন করে প্রতিদিন মাল্টিমিডিয়া কনটেন্ট ফ্রি ডাউনলোড করা যাবে।
আল কোরআন বাংলা অর্থসহ অডিও
এই অ্যাপে আল কোরআনের বাংলা অনুবাদ পাওয়া যাবে। কেউ কোরআনের বাংলা অনুবাদ পড়তে চাইলে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে হবে।
বছর ঘুরে আবারও দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। এ সময় সাহ্রি কিংবা ইফতার করাসহ ধর্মীয় বিভিন্ন কাজ করতে হয়। এসব কাজে আপনার সহায়ক হতে পারে কিছু মোবাইল অ্যাপ। এগুলোর কিছু অ্যাপ আপনাকে সাহ্রি ও ইফতারের সময় জানিয়ে দেবে। জেনে নেওয়া যাবে দেশের বিভিন্ন জেলাভিত্তিক সাহ্রি ও ইফতারের সময়।
মাহে রমজান ২০২৩
রমজানের যেসব অ্যাপ রয়েছে, এগুলোর মধ্যে মাহে রমজান ২০২৩ অ্যাপটিতে ১৪৪৪ হিজরি সনের রমজানের সময়সূচি দেওয়া আছে। সেখানে বিভিন্ন দোয়া পড়া ও শোনা যাবে। তা ছাড়া রোজা ভাঙার ও মাকরুহ হওয়ার কারণ, রোজার নিয়তসহ ইফতারের দোয়া, তারাবিহর নিয়ত, মোনাজাত ও নিয়মের সঙ্গে চার রাকাত দোয়া পড়ে দেওয়া আছে। চাইলে অ্যাপ থেকেই যে কেউ তসবিহ গুনতে পারবেন। সেটিংস থেকে যে কেউ যেকোনো জেলার সময়সূচি জানতে চাইলে সেটিও নির্বাচন করতে পারবেন। অ্যাপটি সাহ্রি ও ইফতারের ১০ মিনিট আগে ব্যবহারকারীকে নোটিফিকেশন দেবে। এটি ৪ দশমিক ৯ রেটিং পাওয়া একটি অ্যাপ।
মুসলিম প্রো
বিশ্বব্যাপী মুসলমানদের কাছে একটি জনপ্রিয় অ্যাপ মুসলিম প্রো। অ্যাপটিতে নামাজের সময়সূচি এবং কেবলা নির্ধারণের জন্য কম্পাস রয়েছে। এতে কোরআন তিলাওয়াতের অডিও সংস্করণ শোনা যাবে। অ্যাপটিতে ৪০টির বেশি ভাষায় কোরআন শরিফের অনুবাদ পাওয়া যাবে এবং যা ইন্টারনেট-সংযোগ না থাকলেও পড়া যাবে।
মুসলিম’স ডে
অ্যাপটিতে রয়েছে সাহ্রি, ইফতারের ক্যালেন্ডার এবং কাউন্টডাউন টাইমার। পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি ও কাউন্টডাউন টাইমার। এ ছাড়া ৪ দশমিক ৯ রেটিং পাওয়া এই অ্যাপে সাজানো হয়েছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক দোয়া, সমসাময়িক বিষয়বস্তু নিয়ে নির্ভরযোগ্য আলেমদের গবেষণালব্ধ প্রবন্ধ, মাসলা-সুন্নাহসম্মত আমল, সমাজে প্রচলিত ভুল, কুসংস্কারসহ মুসলিম সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় দিয়ে। বিশ্বের যেকোনো জায়গা থেকে অ্যাপটি চালু করলে ওই জায়গার নামাজের সময়, নফল নামাজের সময় এবং সাহ্রি, ইফতারের সময়সহ সবকিছু হোম পেজে প্রদর্শিত হবে। ব্যবহারকারীকে শুধু জিপিএস লোকেশন চালু করতে হবে।
রমজানের আমল ও ফজিলত
এই অ্যাপে পবিত্র রমজানের ৩০ দিনের আমল ও ফজিলত সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এখানে পাওয়া যাবে মুসাফির ও অসুস্থ ব্যক্তির রোজা পালনের নিয়মসহ আরও নানান বিষয়ের মাসলা-মাসায়েল। প্লে-স্টোরে ৪ দশমিক ৬ রেটিং পাওয়া ৬ দশমিক ৫ মেগাবাইটের এই অ্যাপ ইতিমধ্যে ১০ হাজারের বেশি ডাউনলোড হয়েছে।
নূর অ্যাপ
নূর অ্যাপে পবিত্র কোরআন, হাদিস, নামাজ, হজ ও রোজার নিয়মাবলি, সাহ্রি ও ইফতারের সময়সূচি, তসবিহ গণনা এবং প্রয়োজনীয় ইসলামিক তথ্য রয়েছে। এতে আরও রয়েছে ইসলামিক গান, ভিডিও, রিংটোন, ওয়ালপেপার ও অ্যানিমেশন। এতে ব্যবহারকারীরা পবিত্র কোরআন তিলাওয়াত, নামাজের সময়সূচি, নিকটবর্তী মসজিদের অবস্থান এবং কম্পাস ফ্রি দেখতে পারবেন। সাবস্ক্রিপশন করে প্রতিদিন মাল্টিমিডিয়া কনটেন্ট ফ্রি ডাউনলোড করা যাবে।
আল কোরআন বাংলা অর্থসহ অডিও
এই অ্যাপে আল কোরআনের বাংলা অনুবাদ পাওয়া যাবে। কেউ কোরআনের বাংলা অনুবাদ পড়তে চাইলে অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে হবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩৮ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে