অনলাইন ডেস্ক
বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলার সুযোগ করে দিল ইউটিউব। প্ল্যাটফর্মটির ‘ইউটিউবস প্লেবলস’ ফিচারের আওতায় গেমগুলো রয়েছে। এর ফলে ইউটিউবেই এসব গেম খেলা যাবে। খেলার জন্য গেমগুলো ডাউনলোড করার প্রয়োজনীয়তাও নেই।
স্মার্টফোন বা ডেস্কটপ ডিভাইস থেকে বিনা মূল্যে এসব গেম খেলা যাবে। গেমগুলো ডিভাইসের খুব বেশি জায়গা দখলও করবে না। এক ব্লগ পোস্টে ফিচারটি সম্পর্কে বলা হয়, ‘ফ্রি গেমের একটি সংগ্রহ ইউটিউবে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে সরাসরি খেলা যাবে।’
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেবলস’ প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। এবার সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। তবে পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
প্লেবল সেকশনে গেলে ৭৫টি গেমে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এগুলো সবই ছোট ছোট গেম। এসব গেমের মধ্যে রয়েছে—অ্যাংরি বার্ডস শ্যাডো, ওয়ার্ডস অব ওয়ান্ডার, কাট দ্য রোপ, টম্ব অব মাস্ক ও ট্রিভিয়া ক্র্যাকের মতো জনপ্রিয় গেম।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেমগুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
ব্যবহারকারীরা প্লেবলসে গেম যত লেভেল পর্যন্ত খেলবেন, সে ডেটা বা তথ্য সংরক্ষণ করে রাখবে ইউটিউব।
সম্প্রতি অ্যাড ব্লকার বন্ধে আরও কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একদম শেষের দিকে চলে যাবে। এ ছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করে কোনোভাবে ভিডিও দেখতে পেলেও এর অডিও শোনা যাবে না।
বিনা মূল্যে ৭৫টির বেশি গেম খেলার সুযোগ করে দিল ইউটিউব। প্ল্যাটফর্মটির ‘ইউটিউবস প্লেবলস’ ফিচারের আওতায় গেমগুলো রয়েছে। এর ফলে ইউটিউবেই এসব গেম খেলা যাবে। খেলার জন্য গেমগুলো ডাউনলোড করার প্রয়োজনীয়তাও নেই।
স্মার্টফোন বা ডেস্কটপ ডিভাইস থেকে বিনা মূল্যে এসব গেম খেলা যাবে। গেমগুলো ডিভাইসের খুব বেশি জায়গা দখলও করবে না। এক ব্লগ পোস্টে ফিচারটি সম্পর্কে বলা হয়, ‘ফ্রি গেমের একটি সংগ্রহ ইউটিউবে যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে প্ল্যাটফর্ম থেকে সরাসরি খেলা যাবে।’
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেবলস’ প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। এবার সব ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। তবে পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
প্লেবল সেকশনে গেলে ৭৫টি গেমে খেলতে পারবেন ব্যবহারকারীরা। এগুলো সবই ছোট ছোট গেম। এসব গেমের মধ্যে রয়েছে—অ্যাংরি বার্ডস শ্যাডো, ওয়ার্ডস অব ওয়ান্ডার, কাট দ্য রোপ, টম্ব অব মাস্ক ও ট্রিভিয়া ক্র্যাকের মতো জনপ্রিয় গেম।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেমগুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
ব্যবহারকারীরা প্লেবলসে গেম যত লেভেল পর্যন্ত খেলবেন, সে ডেটা বা তথ্য সংরক্ষণ করে রাখবে ইউটিউব।
সম্প্রতি অ্যাড ব্লকার বন্ধে আরও কয়েকটি নতুন পদক্ষেপ নিয়েছে প্ল্যাটফর্মটি। এখন অ্যাড ব্লকার ব্যবহার করলে ইউটিউবের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে একদম শেষের দিকে চলে যাবে। এ ছাড়া অ্যাড ব্লকার ব্যবহার করে কোনোভাবে ভিডিও দেখতে পেলেও এর অডিও শোনা যাবে না।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে