অনলাইন ডেস্ক
পরিবহন সেবার জন্য উবার অ্যাপ সারা বিশ্বেই জনপ্রিয়। গাড়ি ও বাইক ডাকার জন্য এই অ্যাপ ব্যবহারের জন্য ব্যক্তিগত তথ্য দিতে হয়। এসব তথ্য ব্যবহার করে অ্যাপ থেকে বের হওয়ার পরও উবার আপনাকে ট্র্যাক করতে পারে। সেই সঙ্গে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ডেটাও ব্যবহার করতে পারে।
নিজের গোপনীয়তার লঙ্ঘনের ঝুঁকি এড়াতে গুগল অ্যাপেই বেশ কিছু ফিচার ব্যবহার করা যায়। উবার অ্যাপে নিজের ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য নিচের বিষয়গুলোর দিকে নজর দিতে পারেন—
লোকেশন অ্যাকসেস বন্ধ করে দিন
লোকেশন ডেটা অ্যাকসেস দেওয়া ছাড়াও উবার অ্যাপ ব্যবহার করা যায়। উবারকে জিপিএসের অনুমতি না দিলে শুধু একটি সমস্যার সম্মুখীন হতে হবে। তা হলো—প্রতিবার পিক আপ করার জন্য লোকেশন ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তবে এই ক্ষেত্রে ঠিকানাটি সঠিকভাবে টাইপ করতে হবে। কারণ জিপিএস ব্যবহারে অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে।
যেভাবে লোকেশন অ্যাকসেস বন্ধ করবেন
১. উবার অ্যাপের নিচে অ্যাকাউন্ট অপশনে প্রবেশ করুন।
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. স্ক্রল করে ডিভাইস লোকেশন অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এরপর ‘ইউওর ডিভাইস সেটিংসে’ অপশনে ট্যাপ করুন ও অ্যাপ পারমিশন থেকে লোকেশন অপশনটি বন্ধ করে দিন।
প্রায় একইভাবে আইফোনেও লোকেশনের অ্যাকসেস বন্ধ করে দেওয়া যাবে।
ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন কমিয়ে ফেলুন
যখন আপনি উবারের মাধ্যমে কোনো যাত্রায় থাকবেন তখন অ্যাপটি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপনগুলো আপনার লোকেশন, যাত্রা বা ট্রিপস, অ্যাপ ইউসেজ স্টোরি, ফুড অর্ডার ও আরও বেশ কিছু বিষয়ের ডেটা সংগ্রহ করে। সম্পূর্ণভাবে এসব বিজ্ঞাপন বন্ধ করতে না পারলেও ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন কমিয়ে ফেলা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. উবার অ্যাপে প্রবেশ করুন ও নিচের দিকে বাম পাশের অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করুন।
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. স্ক্রল করে ‘অফারস অ্যান্ড প্রোমস ফ্রম উবার’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ‘এলাও পারসোনালাইজড অফারস অ্যান্ড প্রোমোস ফ্রম উবার’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
৫. আবার প্রাইভেসি সেটিংস পেজে ফিরে যান ও ‘অ্যাডস অন উবার ইটস’ অপশনটিতে ট্যাপ করুন।
৬. ‘পারসোনালাইজড ইউওর অ্যাডস অন উবার অ্যান্ড পোস্টম্যাটস’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
৭. আবারও প্রাইভেসি সেটিংস অপশনে যান ও ‘অ্যাডস অন রাইডস’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘পারসোনালাইজড অ্যাডস ইউ সি অন ট্রিপস’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
নোটিফিকেশন ও ইমেইলের স্প্যাম সীমিত করুন
আপনার উবার ডেটা পুশ নোটিফিকেশন এবং ই-মেইলে মার্কেটিংয়ের জন্যও ব্যবহার করা হয়। তবে এটি সীমিত করা যায়।
১. উবার অ্যাপে প্রবেশ করুন ও নিচের দিকে বাম পাশের অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করুন
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. কমিউনিকেশন অপশনে যান।
৪. এই পেজে টগল বাটনগুলো মাধ্যমে যাবতীয় অপশনগুলো বন্ধ করে দিন।
৫. আবার কমিউনিকেশন পেজে ফিরে যান ও ইমেইল অপশনটি নির্বাচন করুন।
৬. এই পেজের সব অপশন থেকে আনসাবস্ক্রাইব করুন। উবারের সঙ্গে যুক্ত অন্যান্য অ্যাপ সরিয়ে ফেলুন
যদি আপনি অন্য পরিষেবাগুলোতে সাইন ইন করার জন্য আপনার উবার অ্যাকাউন্ট যুক্ত করেন ও সেই পরিষেবাগুলো আর ব্যবহার না করেন তাহলে অ্যাপগুলোর অ্যাকসেস পর্যালোচনা করে প্রত্যাহার করা উচিত।
১. উবার অ্যাকাউন্ট ট্যাবে প্রবেশ করুন ও নিজের নামের ওপর ট্যাপ করুন।
২. এরপর সিকিউরিটি ট্যাবে প্রবেশ করুন ও নিচের দিকে স্ক্রল করে উবারের সঙ্গে সংযুক্ত অপ্রয়োজনীয় অ্যাপগুলোর অনুমতি বন্ধ করে দিন।
৩. এরপর প্রাইভেসি অ্যান্ড ডেটা ট্যাবে প্রবেশ করুন ও স্ক্রল করুন।
৪. এবার থার্ড পার্টি অ্যাপস ডেটা অ্যাকসেস সেকশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে ফেলুন।
পরিবহন সেবার জন্য উবার অ্যাপ সারা বিশ্বেই জনপ্রিয়। গাড়ি ও বাইক ডাকার জন্য এই অ্যাপ ব্যবহারের জন্য ব্যক্তিগত তথ্য দিতে হয়। এসব তথ্য ব্যবহার করে অ্যাপ থেকে বের হওয়ার পরও উবার আপনাকে ট্র্যাক করতে পারে। সেই সঙ্গে বিজ্ঞাপন দেখানোর জন্য আপনার ডেটাও ব্যবহার করতে পারে।
নিজের গোপনীয়তার লঙ্ঘনের ঝুঁকি এড়াতে গুগল অ্যাপেই বেশ কিছু ফিচার ব্যবহার করা যায়। উবার অ্যাপে নিজের ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য নিচের বিষয়গুলোর দিকে নজর দিতে পারেন—
লোকেশন অ্যাকসেস বন্ধ করে দিন
লোকেশন ডেটা অ্যাকসেস দেওয়া ছাড়াও উবার অ্যাপ ব্যবহার করা যায়। উবারকে জিপিএসের অনুমতি না দিলে শুধু একটি সমস্যার সম্মুখীন হতে হবে। তা হলো—প্রতিবার পিক আপ করার জন্য লোকেশন ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। তবে এই ক্ষেত্রে ঠিকানাটি সঠিকভাবে টাইপ করতে হবে। কারণ জিপিএস ব্যবহারে অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে।
যেভাবে লোকেশন অ্যাকসেস বন্ধ করবেন
১. উবার অ্যাপের নিচে অ্যাকাউন্ট অপশনে প্রবেশ করুন।
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. স্ক্রল করে ডিভাইস লোকেশন অপশন খুঁজে বের করুন ও এতে ট্যাপ করুন।
৪. এরপর ‘ইউওর ডিভাইস সেটিংসে’ অপশনে ট্যাপ করুন ও অ্যাপ পারমিশন থেকে লোকেশন অপশনটি বন্ধ করে দিন।
প্রায় একইভাবে আইফোনেও লোকেশনের অ্যাকসেস বন্ধ করে দেওয়া যাবে।
ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন কমিয়ে ফেলুন
যখন আপনি উবারের মাধ্যমে কোনো যাত্রায় থাকবেন তখন অ্যাপটি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখায়। বিজ্ঞাপনগুলো আপনার লোকেশন, যাত্রা বা ট্রিপস, অ্যাপ ইউসেজ স্টোরি, ফুড অর্ডার ও আরও বেশ কিছু বিষয়ের ডেটা সংগ্রহ করে। সম্পূর্ণভাবে এসব বিজ্ঞাপন বন্ধ করতে না পারলেও ব্যক্তিগতকরণ বিজ্ঞাপন কমিয়ে ফেলা যায়। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. উবার অ্যাপে প্রবেশ করুন ও নিচের দিকে বাম পাশের অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করুন।
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. স্ক্রল করে ‘অফারস অ্যান্ড প্রোমস ফ্রম উবার’ অপশন খুঁজে বের করুন এবং এতে ট্যাপ করুন।
৪. ‘এলাও পারসোনালাইজড অফারস অ্যান্ড প্রোমোস ফ্রম উবার’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
৫. আবার প্রাইভেসি সেটিংস পেজে ফিরে যান ও ‘অ্যাডস অন উবার ইটস’ অপশনটিতে ট্যাপ করুন।
৬. ‘পারসোনালাইজড ইউওর অ্যাডস অন উবার অ্যান্ড পোস্টম্যাটস’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
৭. আবারও প্রাইভেসি সেটিংস অপশনে যান ও ‘অ্যাডস অন রাইডস’ অপশনে ট্যাপ করুন।
৮. ‘পারসোনালাইজড অ্যাডস ইউ সি অন ট্রিপস’ অপশনটির পাশে টগল বাটনটি বন্ধ করে দিন।
নোটিফিকেশন ও ইমেইলের স্প্যাম সীমিত করুন
আপনার উবার ডেটা পুশ নোটিফিকেশন এবং ই-মেইলে মার্কেটিংয়ের জন্যও ব্যবহার করা হয়। তবে এটি সীমিত করা যায়।
১. উবার অ্যাপে প্রবেশ করুন ও নিচের দিকে বাম পাশের অ্যাকাউন্ট ট্যাবে ট্যাপ করুন
২. এরপর সেটিংস থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনে যান।
৩. কমিউনিকেশন অপশনে যান।
৪. এই পেজে টগল বাটনগুলো মাধ্যমে যাবতীয় অপশনগুলো বন্ধ করে দিন।
৫. আবার কমিউনিকেশন পেজে ফিরে যান ও ইমেইল অপশনটি নির্বাচন করুন।
৬. এই পেজের সব অপশন থেকে আনসাবস্ক্রাইব করুন। উবারের সঙ্গে যুক্ত অন্যান্য অ্যাপ সরিয়ে ফেলুন
যদি আপনি অন্য পরিষেবাগুলোতে সাইন ইন করার জন্য আপনার উবার অ্যাকাউন্ট যুক্ত করেন ও সেই পরিষেবাগুলো আর ব্যবহার না করেন তাহলে অ্যাপগুলোর অ্যাকসেস পর্যালোচনা করে প্রত্যাহার করা উচিত।
১. উবার অ্যাকাউন্ট ট্যাবে প্রবেশ করুন ও নিজের নামের ওপর ট্যাপ করুন।
২. এরপর সিকিউরিটি ট্যাবে প্রবেশ করুন ও নিচের দিকে স্ক্রল করে উবারের সঙ্গে সংযুক্ত অপ্রয়োজনীয় অ্যাপগুলোর অনুমতি বন্ধ করে দিন।
৩. এরপর প্রাইভেসি অ্যান্ড ডেটা ট্যাবে প্রবেশ করুন ও স্ক্রল করুন।
৪. এবার থার্ড পার্টি অ্যাপস ডেটা অ্যাকসেস সেকশন থেকে অপ্রয়োজনীয় অ্যাপগুলো সরিয়ে ফেলুন।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে