অনলাইন ডেস্ক
গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল আনছে স্যামসাং। এই মডেল টেক্সট, ছবি ও কোড তৈরি করতে পারবে। জার্মান গণিততজ্ঞ কার্ল ফ্রিডরিশ গাউসের নামে মডেলটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন তত্ত্ব ও জ্যামিতিতে গাউসের অবদান আছে।
গাউস মডেলের তিনটি টুল তৈরি করেন স্যামসাংয়ের গবেষকেরা। এগুলো হল– গাউস ল্যাংগুয়েজ, স্যামসাং ইমেজ ও গাউস কোড।
গাউস ল্যাংগুয়েজ
মানুষের ভাষা বোঝার ক্ষমতা আছে এই মডেলের। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির মত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে গাউস। এছাড়া মডেলটি ইমেইল তৈরি ও এডিট, ডকুমেন্টের সারাংশ তৈরি এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবে বলে কোম্পানিটি দাবি করছে।
স্যামসাং ইমেজ
স্যামসাং ইমেজ স্যামসাং ইমেজ গাউসের ইমেজ তৈরির মডেলটি ওপেনএআইয়ের ডাল–ই মডেলের মত কাজ করে। এটি কম রেজল্যুশনের ছবি উচ্চ রেজল্যুশনের ছবিতে পরিণত করতে পারবে।
গাউস কোড
ডেভেলপারদের দক্ষতার সঙ্গে কোড তৈরিতে সাহায্য করবে গাউস। এই কোড অ্যাসিস্টেন্টকে ‘কোড ডট আই’ নামকরণ করা হয়েছে। এটি দ্রুত ও সহজে সফটওয়্যার তৈরিতে সাহায্য করবে।
স্যামসাং গ্যালাক্সি ২৪ ফোনে এআই মডেল
গাউস মডেল কোম্পানির অভ্যন্তরে কর্মীরা ব্যবহার করছে। তবে সাধারণের ব্যবহার জন্য শিগরিরই এই মডেলের উন্মোচন করা হবে। তবে কবে নাগাদ মডেলটি ছাড়া হবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি স্যামসাং। তবে গ্যালাক্সি এস২৪ ফোনের হার্ডওয়্যারের সঙ্গে মডেলটি যুক্ত করা হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
স্যামসাংয়ের নতুন চিপ এক্সিনস ২৪০০ এআই মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এআই মডেলের পারফরমেন্সকে ১৪ দশমিক ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
এআইয়ের নিরাপদ ব্যবহারের জন্য এআই রেড টিমও গঠন করছে স্যামসাং। ডেটা সংগ্রহ ও এআই মডেলের উন্নয়নের মত কাজে এই টিম সাহায্য করবে।
গাউস মডেলটি ‘ডিভাইসভিত্তিক এআই’ বলে দাবি করছে স্যামসাং। অর্থাৎ এই মডেল ক্লাউডে ডেটা পাঠানোর পরিবর্তে ডিভাইসে ডেটা প্রসেস করবে। এর ফলে গ্রাহকের ডেটা বেশি নিরাপদ থাকবে এবং এই মডেল দ্রুত ডেটা প্রসেস করতে পারবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
গ্যালাক্সি এস ২৪ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন মডেল আনছে স্যামসাং। এই মডেল টেক্সট, ছবি ও কোড তৈরি করতে পারবে। জার্মান গণিততজ্ঞ কার্ল ফ্রিডরিশ গাউসের নামে মডেলটির নামকরণ করা হয়েছে। বিভিন্ন তত্ত্ব ও জ্যামিতিতে গাউসের অবদান আছে।
গাউস মডেলের তিনটি টুল তৈরি করেন স্যামসাংয়ের গবেষকেরা। এগুলো হল– গাউস ল্যাংগুয়েজ, স্যামসাং ইমেজ ও গাউস কোড।
গাউস ল্যাংগুয়েজ
মানুষের ভাষা বোঝার ক্ষমতা আছে এই মডেলের। ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির মত বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবে গাউস। এছাড়া মডেলটি ইমেইল তৈরি ও এডিট, ডকুমেন্টের সারাংশ তৈরি এবং বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারবে বলে কোম্পানিটি দাবি করছে।
স্যামসাং ইমেজ
স্যামসাং ইমেজ স্যামসাং ইমেজ গাউসের ইমেজ তৈরির মডেলটি ওপেনএআইয়ের ডাল–ই মডেলের মত কাজ করে। এটি কম রেজল্যুশনের ছবি উচ্চ রেজল্যুশনের ছবিতে পরিণত করতে পারবে।
গাউস কোড
ডেভেলপারদের দক্ষতার সঙ্গে কোড তৈরিতে সাহায্য করবে গাউস। এই কোড অ্যাসিস্টেন্টকে ‘কোড ডট আই’ নামকরণ করা হয়েছে। এটি দ্রুত ও সহজে সফটওয়্যার তৈরিতে সাহায্য করবে।
স্যামসাং গ্যালাক্সি ২৪ ফোনে এআই মডেল
গাউস মডেল কোম্পানির অভ্যন্তরে কর্মীরা ব্যবহার করছে। তবে সাধারণের ব্যবহার জন্য শিগরিরই এই মডেলের উন্মোচন করা হবে। তবে কবে নাগাদ মডেলটি ছাড়া হবে তার নির্দিষ্ট তারিখ জানায়নি স্যামসাং। তবে গ্যালাক্সি এস২৪ ফোনের হার্ডওয়্যারের সঙ্গে মডেলটি যুক্ত করা হতে পারে। আগামী বছরের জানুয়ারিতে মডেলটি বাজারে আসার সম্ভাবনা রয়েছে।
স্যামসাংয়ের নতুন চিপ এক্সিনস ২৪০০ এআই মডেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি এআই মডেলের পারফরমেন্সকে ১৪ দশমিক ৭ গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারে।
এআইয়ের নিরাপদ ব্যবহারের জন্য এআই রেড টিমও গঠন করছে স্যামসাং। ডেটা সংগ্রহ ও এআই মডেলের উন্নয়নের মত কাজে এই টিম সাহায্য করবে।
গাউস মডেলটি ‘ডিভাইসভিত্তিক এআই’ বলে দাবি করছে স্যামসাং। অর্থাৎ এই মডেল ক্লাউডে ডেটা পাঠানোর পরিবর্তে ডিভাইসে ডেটা প্রসেস করবে। এর ফলে গ্রাহকের ডেটা বেশি নিরাপদ থাকবে এবং এই মডেল দ্রুত ডেটা প্রসেস করতে পারবে।
তথ্যসূত্র: গ্যাজেটস নাও
পৃথিবীর নিম্ন কক্ষপথে পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সারা বিশ্বে মোবাইল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে স্টারলিংক। এবার কম্পিউটারের পাশাপাশি স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার ও কল করার সুবিধা চালু করতে যাচ্ছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। নতুন এ সুবিধা চালুর জন্য বিভিন্ন দেশে
৯ ঘণ্টা আগেদেশের বাজারে ২০২৩ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে অনার বাংলাদেশ। ব্র্যান্ডটি জনপ্রিয় হয়ে উঠছে। আজকের পত্রিকা প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থা, ব্র্যান্ড ও ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছে অনার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ম্যানেজার মুজাহিদুল ইসলামের সঙ্গে।
২০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী মিশেল রোল্যান্ড ২১ নভেম্বর সংসদে ইতিহাস সৃষ্টিকারী এক আইন উত্থাপন করেছেন। এই আইন পাস হলে দেশটিতে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করা হবে।
২১ ঘণ্টা আগেঅ্যানিমেশন ও ভিজ্যুয়াল ইফেক্ট বা ভিএফএক্স বর্তমান সময়ে অনেক শিল্পে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গেমিং, কনটেন্ট তৈরি, ব্র্যান্ডিং, ভার্চুয়াল সিমুলেশনসহ অনেক ক্ষেত্র তৈরি হয়েছে অ্যানিমেশনের।
২১ ঘণ্টা আগে