অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরএস) ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পরিশোধ করতে হবে। তবে শুল্ক কর্মকর্তাদের মতে, এই করের মধ্যে কোম্পানিটির জরিমানা ও মুনাফা অন্তর্ভুক্ত নেই। ফলে মোট অঙ্কটি আরও বাড়বে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সফটওয়্যার জায়ান্টটি একটি নথি প্রকাশ করে। নথিটিতে আইআরএসের ২০০৪ থেকে ২০১৩ করবর্ষের অনেকগুলো প্রস্তাবিত সমন্বয়ের বিজ্ঞপ্তি (এনওপিএএস) দেখা যায়।
নথিতে দেখা যায়, বিভিন্ন দেশে কোম্পানিটি কীভাবে তাদের মুনাফার অর্থ ছড়িয়ে রেখেছে এবং আইআরএসের সঙ্গে প্রায় এক যুগ ধরে এ বিষয়ে আলোচনা চলছে।
আইআরএসের নিরীক্ষা কার্যক্রম হয় ‘ট্রান্সফার প্রাইসিং’ পদ্ধতির ভিত্তিতে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের মুনাফা ও ব্যয় বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট করতে পারবে। মাইক্রোসফট বলছে, বড় কোম্পানিগুলো এ ধরনের অঞ্চল ভিত্তিক ‘ব্যয়–নির্দিষ্ট’ পরিকল্পনা করে থাকে। এটি বৈশ্বিক ব্যবসার স্বীকৃত চর্চা।
এই ক্ষেত্রে সহযোগী সংস্থাগুলো আইপি তৈরির ব্যয় বহন করে। অর্থাৎ মাইক্রোসফটের মুনাফার অংশের ভাগীদার হয় এই সংস্থাগুলো।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিগুলি প্রায়শই এই পদ্ধতি ব্যবহার করে। কর যাতে কম ধার্য করা হয় এ জন্য কম লাভ হয়েছে বলে উচ্চ করের দেশগুলোতে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। আবার এর বিপরীতও ঘটে। অর্থাৎ কর ছাড় পেতে সেসব অঞ্চলে আর্থিক প্রতিবেদন দেয় যেখানে কর অনেক কম।
মাইক্রোসফট বলছে, আইআরএস দ্বারা উত্থাপিত অভিযোগ শুধু ওই বছরগুলোর সঙ্গেই প্রাসঙ্গিক। কারণ কোম্পানিটি করপোরেট কাঠামো এবং ব্যবসায়িক চর্চা পরিবর্তন করেছে।
আইআরএস বলছে, মাইক্রোসফটের কাছে ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পাওনা আছে। তবে মাইক্রোসফট দ্বিমত করে বলছে, নতুন কর আইনে এই বিশেষ নিরীক্ষা থেকে ১ হাজার কোটি ডলার কর কমতে পারে।
মাইক্রোসফট এ বিষয়ে আপিল করবে। যদিও এ ধরনের মামলার নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যায়।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরএস) ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পরিশোধ করতে হবে। তবে শুল্ক কর্মকর্তাদের মতে, এই করের মধ্যে কোম্পানিটির জরিমানা ও মুনাফা অন্তর্ভুক্ত নেই। ফলে মোট অঙ্কটি আরও বাড়বে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে সফটওয়্যার জায়ান্টটি একটি নথি প্রকাশ করে। নথিটিতে আইআরএসের ২০০৪ থেকে ২০১৩ করবর্ষের অনেকগুলো প্রস্তাবিত সমন্বয়ের বিজ্ঞপ্তি (এনওপিএএস) দেখা যায়।
নথিতে দেখা যায়, বিভিন্ন দেশে কোম্পানিটি কীভাবে তাদের মুনাফার অর্থ ছড়িয়ে রেখেছে এবং আইআরএসের সঙ্গে প্রায় এক যুগ ধরে এ বিষয়ে আলোচনা চলছে।
আইআরএসের নিরীক্ষা কার্যক্রম হয় ‘ট্রান্সফার প্রাইসিং’ পদ্ধতির ভিত্তিতে। এর মাধ্যমে কোম্পানিগুলো তাদের মুনাফা ও ব্যয় বিভিন্ন অঞ্চলের জন্য নির্দিষ্ট করতে পারবে। মাইক্রোসফট বলছে, বড় কোম্পানিগুলো এ ধরনের অঞ্চল ভিত্তিক ‘ব্যয়–নির্দিষ্ট’ পরিকল্পনা করে থাকে। এটি বৈশ্বিক ব্যবসার স্বীকৃত চর্চা।
এই ক্ষেত্রে সহযোগী সংস্থাগুলো আইপি তৈরির ব্যয় বহন করে। অর্থাৎ মাইক্রোসফটের মুনাফার অংশের ভাগীদার হয় এই সংস্থাগুলো।
বার্তা সংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিগুলি প্রায়শই এই পদ্ধতি ব্যবহার করে। কর যাতে কম ধার্য করা হয় এ জন্য কম লাভ হয়েছে বলে উচ্চ করের দেশগুলোতে আর্থিক প্রতিবেদন তৈরি করা হয়। আবার এর বিপরীতও ঘটে। অর্থাৎ কর ছাড় পেতে সেসব অঞ্চলে আর্থিক প্রতিবেদন দেয় যেখানে কর অনেক কম।
মাইক্রোসফট বলছে, আইআরএস দ্বারা উত্থাপিত অভিযোগ শুধু ওই বছরগুলোর সঙ্গেই প্রাসঙ্গিক। কারণ কোম্পানিটি করপোরেট কাঠামো এবং ব্যবসায়িক চর্চা পরিবর্তন করেছে।
আইআরএস বলছে, মাইক্রোসফটের কাছে ২ হাজার ৮৯০ কোটি ডলার কর পাওনা আছে। তবে মাইক্রোসফট দ্বিমত করে বলছে, নতুন কর আইনে এই বিশেষ নিরীক্ষা থেকে ১ হাজার কোটি ডলার কর কমতে পারে।
মাইক্রোসফট এ বিষয়ে আপিল করবে। যদিও এ ধরনের মামলার নিষ্পত্তি হতে কয়েক বছর লেগে যায়।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে