অনলাইন ডেস্ক
বিশ্বের প্রায় সব দেশেই চ্যাট করার জন্য মেটা কোম্পানির মেসেঞ্জার অ্যাপ জনপ্রিয়। ফেসবুকের মেসেঞ্জার ছাড়াও আইফোনে চ্যাট করতে আইমেসেজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তবে মেসেঞ্জার ব্যবহার করতে না চাইলে সহজেই আইফোন থেকে তা আনইনস্টল করা যাবে।
তিন উপায়ে এই কাজটি করা যায় বলে গ্যাজেট ব্রিজের এক প্রতিবেদন বলছে। হোম স্ক্রিন, অ্যাপ লাইব্রেরি ও সেটিংসের মাধ্যমে অ্যাপটি আনইনস্টল করা যাবে।
হোম স্ক্রিনের মাধ্যমে আনইনস্টল
হোম স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
১. আইফোনের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপটি চাপুন ও ধরে রাখুন।
২. রিমুভ অ্যাপ অপশনটি চাপুন।
৩. স্ক্রিনে ‘ডিলেট অ্যাপ’ অপশন এলে কনফার্ম করুন।
অ্যাপ লাইব্রেরির মাধ্যমে আনইনস্টল
অ্যাপ লাইব্রেরিতে গিয়েও সহজে মেসেঞ্জার আনইনস্টল করা যায়। এক্ষেত্রে চারটি ধাপ অনুসরণ করতে হবে-
১. হোম স্ক্রিনে গিয়ে অ্যাপ লাইব্রেরি খুঁজে বের করুন। অ্যাপ লাইব্রেরি খুঁজে পেতে দরকার হলে বাম দিকের প্রতি পেজে স্ক্রল করুন।
২. অ্যাপ লাইব্রেরি চাপুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার অ্যাপটি বের করুন ও চেপে ধরে রাখুন।
৪. ডিলেট অ্যাপ অপশনটি স্ক্রিনে আসলে কনফার্ম চাপুন।
সেটিংসর মাধ্যমে আনইনস্টল
আইফোনের সেটিংসের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি চাপুন।
২. স্ক্রল করে আইফোন স্টোরেজ নির্বাচন করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার সিলেক্ট করুন।
মেসেঞ্জারের তথ্য (ডকুমেন্ট, ছবি) কেউ রেখে দিতে চাইলে ফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল না করে ‘অফলোড’ অপশনটি নির্বাচন করতে পারবেন।
মেসেঞ্জারের অফলোড করতে সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইফোনের স্টোরেজে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করুন এবং অফলোড অপশনটি নির্বাচন করুন।
বিশ্বের প্রায় সব দেশেই চ্যাট করার জন্য মেটা কোম্পানির মেসেঞ্জার অ্যাপ জনপ্রিয়। ফেসবুকের মেসেঞ্জার ছাড়াও আইফোনে চ্যাট করতে আইমেসেজ, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হয়। তবে মেসেঞ্জার ব্যবহার করতে না চাইলে সহজেই আইফোন থেকে তা আনইনস্টল করা যাবে।
তিন উপায়ে এই কাজটি করা যায় বলে গ্যাজেট ব্রিজের এক প্রতিবেদন বলছে। হোম স্ক্রিন, অ্যাপ লাইব্রেরি ও সেটিংসের মাধ্যমে অ্যাপটি আনইনস্টল করা যাবে।
হোম স্ক্রিনের মাধ্যমে আনইনস্টল
হোম স্ক্রিনের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে-
১. আইফোনের হোম স্ক্রিনে মেসেঞ্জার অ্যাপটি চাপুন ও ধরে রাখুন।
২. রিমুভ অ্যাপ অপশনটি চাপুন।
৩. স্ক্রিনে ‘ডিলেট অ্যাপ’ অপশন এলে কনফার্ম করুন।
অ্যাপ লাইব্রেরির মাধ্যমে আনইনস্টল
অ্যাপ লাইব্রেরিতে গিয়েও সহজে মেসেঞ্জার আনইনস্টল করা যায়। এক্ষেত্রে চারটি ধাপ অনুসরণ করতে হবে-
১. হোম স্ক্রিনে গিয়ে অ্যাপ লাইব্রেরি খুঁজে বের করুন। অ্যাপ লাইব্রেরি খুঁজে পেতে দরকার হলে বাম দিকের প্রতি পেজে স্ক্রল করুন।
২. অ্যাপ লাইব্রেরি চাপুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার অ্যাপটি বের করুন ও চেপে ধরে রাখুন।
৪. ডিলেট অ্যাপ অপশনটি স্ক্রিনে আসলে কনফার্ম চাপুন।
সেটিংসর মাধ্যমে আনইনস্টল
আইফোনের সেটিংসের মাধ্যমে মেসেঞ্জার আনইনস্টল করতে তিনটি ধাপ অনুসরণ করতে হবে।
১. আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি চাপুন।
২. স্ক্রল করে আইফোন স্টোরেজ নির্বাচন করুন।
৩. নিচের দিকে স্ক্রল করে মেসেঞ্জার সিলেক্ট করুন।
মেসেঞ্জারের তথ্য (ডকুমেন্ট, ছবি) কেউ রেখে দিতে চাইলে ফোন থেকে মেসেঞ্জার আনইনস্টল না করে ‘অফলোড’ অপশনটি নির্বাচন করতে পারবেন।
মেসেঞ্জারের অফলোড করতে সেটিংসে গিয়ে জেনারেল অপশনটি নির্বাচন করতে হবে। সেখান থেকে আইফোনের স্টোরেজে গিয়ে মেসেঞ্জার অ্যাপটি খুঁজে বের করুন এবং অফলোড অপশনটি নির্বাচন করুন।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে