অনলাইন ডেস্ক
এক ডিভাইসে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এর ফলে দুটি নম্বর ব্যবহার করে সমান্তরালভাবে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। লগ ইন ও লগ আউটের বিরক্তিকর অভিজ্ঞতা আর হবে ন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এতথ্য জানায়।
হোয়াটসঅ্যাপে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের জন্য বাড়তি ফোন বা ট্যাবলেট কাছে রাখতে হয়। ‘ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট’ ফিচারের ফলে একাধিক অ্যাকাউন্ট থেকে সহজেই চ্যাট করতে পারবেন গ্রাহকরা। কিছুদিনের মধ্যে সব ডিভাইসে ফিচারটি আসবে বলে কোম্পানি জানিয়েছে।
ফিচার ব্যবহারে যা যা লাগবে
ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিচার ব্যবহারের জন্য আরেকটি অতিরিক্ত ফোন নম্বর (সাধারণ সিম বা ই–সিম) লাগবে। গ্রাহককে নিশ্চিত করতে হবে ডিভাইসে দুইটি সিম বা ই–সিমের সমর্থন রয়েছে কিনা। এরপরেই ওই ডিভাইসে হোয়াটসঅ্যাপের দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
নম্বরটি ভ্যারিফাইয়ের জন্য এককালীন পাসকোড পাঠাবে হোয়াটসঅ্যাপ। এককালীন পাসকোড পাওয়ার জন্য বিকল্প নম্বরের প্রয়োজন হবে। এসএমএসের মাধ্যমে এই পাসকোড পাঠানো হবে।
যেভাবে ফিচারটি চালু করবেন
১. হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি ডিভাইসে ডাউনলোড করুন
২. অ্যাপের বাম পাশের ওপরের কোনায় তিন ডট থেকে সেটিংস মেনুটি খুলুন
৩. সেটিংস মেনুতে অ্যাকাউন্টের নামের পাশে তীর চিহ্নটি দেখা যাবে
৪. তীরের ওপর ট্যাপ করে ‘অ্যাড অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।
৫. দ্বিতীয় ফোন নম্বরটি এন্টার করুন এবং নম্বরটি ভ্যারিফাইয়ের জন্য এসএমএম বা কল আসবে
৬. নম্বরটি ভ্যারিফাই হলে নামের পাশের তীরটিতে ট্যাপ করে অ্যাকাউন্ট সুইচ করা যাবে।
প্রতিটি অ্যাকাউন্টের প্রাইভেসি ও নোটিফিকেশনের সেটিংস আলাদা আলাদাভাবে নির্বাচন করা যাবে। মিউট, অ্যার্কাইভ চ্যাট, ডিলিট মেসেজ বা বল্কের মত সেটিংস গুলো প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে করা যাবে।
এক ডিভাইসে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ। এর ফলে দুটি নম্বর ব্যবহার করে সমান্তরালভাবে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। লগ ইন ও লগ আউটের বিরক্তিকর অভিজ্ঞতা আর হবে ন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেডটস নাও এক প্রতিবেদনে এতথ্য জানায়।
হোয়াটসঅ্যাপে দুটি অ্যাকাউন্ট ব্যবহারের জন্য বাড়তি ফোন বা ট্যাবলেট কাছে রাখতে হয়। ‘ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট’ ফিচারের ফলে একাধিক অ্যাকাউন্ট থেকে সহজেই চ্যাট করতে পারবেন গ্রাহকরা। কিছুদিনের মধ্যে সব ডিভাইসে ফিচারটি আসবে বলে কোম্পানি জানিয়েছে।
ফিচার ব্যবহারে যা যা লাগবে
ডুয়েল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ফিচার ব্যবহারের জন্য আরেকটি অতিরিক্ত ফোন নম্বর (সাধারণ সিম বা ই–সিম) লাগবে। গ্রাহককে নিশ্চিত করতে হবে ডিভাইসে দুইটি সিম বা ই–সিমের সমর্থন রয়েছে কিনা। এরপরেই ওই ডিভাইসে হোয়াটসঅ্যাপের দ্বিতীয় অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন।
নম্বরটি ভ্যারিফাইয়ের জন্য এককালীন পাসকোড পাঠাবে হোয়াটসঅ্যাপ। এককালীন পাসকোড পাওয়ার জন্য বিকল্প নম্বরের প্রয়োজন হবে। এসএমএসের মাধ্যমে এই পাসকোড পাঠানো হবে।
যেভাবে ফিচারটি চালু করবেন
১. হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সনটি ডিভাইসে ডাউনলোড করুন
২. অ্যাপের বাম পাশের ওপরের কোনায় তিন ডট থেকে সেটিংস মেনুটি খুলুন
৩. সেটিংস মেনুতে অ্যাকাউন্টের নামের পাশে তীর চিহ্নটি দেখা যাবে
৪. তীরের ওপর ট্যাপ করে ‘অ্যাড অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।
৫. দ্বিতীয় ফোন নম্বরটি এন্টার করুন এবং নম্বরটি ভ্যারিফাইয়ের জন্য এসএমএম বা কল আসবে
৬. নম্বরটি ভ্যারিফাই হলে নামের পাশের তীরটিতে ট্যাপ করে অ্যাকাউন্ট সুইচ করা যাবে।
প্রতিটি অ্যাকাউন্টের প্রাইভেসি ও নোটিফিকেশনের সেটিংস আলাদা আলাদাভাবে নির্বাচন করা যাবে। মিউট, অ্যার্কাইভ চ্যাট, ডিলিট মেসেজ বা বল্কের মত সেটিংস গুলো প্রতিটি অ্যাকাউন্টে আলাদাভাবে করা যাবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে