অনলাইন ডেস্ক
ফির বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনমুক্ত ভার্সন চালু করে মেটা ডিজিটাল প্রতিযোগিতাবিষয়ক আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের জন্য চালু করা এই সাবস্ক্রিপশন প্ল্যানের মাসিক ফি ধরা হয়েছে ১২ দশমিক ৯৯ ডলার।
‘পে অর কনসেন্ট’ নামে এই সাবস্ক্রিপশন প্ল্যান গত বছর চালু করেছে মেটা। এর ফলে কেউ বিজ্ঞাপনমুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম চাইলে তাকে ফি দিতে হবে। আর ফি না দিলে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা বিজ্ঞাপনের স্বার্থে ব্যবহার করতে দিতে হবে। সেই ডেটার ভিত্তিতে বিজ্ঞাপনদাতারা ব্যক্তিকৃত বিজ্ঞাপন তৈরি করবে। সেই বিজ্ঞাপন ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া ফিডে চলে আসবে। অর্থাৎ এ দুটি বিকল্পের কোনোটিতে সম্মত না হলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে না।
মেটা বলছে, ইউরোপীয় ইউনিয়নের আইন মানতেই তারা নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছ। তবে ইইউ বলছে, ব্যবহারকারীদের বিকল্প না দিয়ে এবং অন্য সোশ্যাল মিডিয়ার তুলনায় বেশি সুবিধা নিয়ে ডিজিটাল প্রতিযোগিতাবিষয়ক বিধি লঙ্ঘন করেছে মেটা।
ইইউর যুগান্তকারী আইন ডিজিটাল মার্কেটস অ্যাক্টসের (ডিএমএ) অধীনে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মেটাকে তার বার্ষিক আয়ের ১০ শতাংশ জরিমানা দিতে হবে। কোম্পানির ২০২৩ সালের আয়ের হিসাবে এই জরিমানার পরিমাণ ১ হাজার ৩৫০ কোটি ডলার হয়।
মেটার মুখপাত্র সিএনএনকে বলেন, ‘বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন প্ল্যানটি ইউরোপের সর্বোচ্চ আদালত ও ডিমএমএ নির্দেশনা অনুসরণ করেই তৈরি। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের সঙ্গে আরও গঠনমূলক আলোচনার অপেক্ষায় আছি আমরা।’
অবাধে ভোক্তাদের সস্তা সেবা দিতে অ্যাপ ডেভেলপারদের সামনে বাধা সৃষ্টির জন্য অ্যাপলের বিরুদ্ধে ডিএমএ আইন লঙ্ঘনের অভিযোগ আনার এক সপ্তাহ পর এবার মেটার বিরুদ্ধে অভিযোগ তুলল ইইউ। নতুন আইনের অধীনে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট নিয়েও তদন্ত করছে ইইউ কমিশন।
গত মার্চে ইউরোপে ডিএমএ কার্যকর হয়। অনলাইন প্ল্যাটফরমগুলোতে ব্যবহারকারীদের আরও সুবিধা ও প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে অবাধ প্রতিযোগিতার সুযোগ দিতে এই আইন তৈরি করা হয়েছে। এসব প্ল্যাটফরম প্রায়ই ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে এবং ডিজিটাল বিজ্ঞাপনসেবায় ব্যবহার করে।
ইউরোপীয় কমিশনার মার্গ্রেথ ভেস্টেগার গত সোমবার এক বিবৃতিতে বলেন, ‘বহু বছর ধরে লাখ লাখ ইইউ নাগরিকের’ ব্যক্তিগত ডেটা সংগ্রহ করছে মেটা। ডিজিটাল প্ল্যাটফরমে নাগরিকদের নিজস্ব ডেটার সুরক্ষা ও তুলনামূক কম ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখার সুযোগ দিতে চায় ইইউ কমিশন।
কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল কোয়েনিগ বলেন, ব্যবহারকারীদের সম্পূর্ণ ডেটা দিতে বাধ্য করার এই প্ল্যানের বিকল্প রাখতে হবে মেটাকে। সেখানে ব্যক্তিগত ডেটা ব্যবহার হবে না। তখন স্বয়ংক্রিয়ভাবে কম ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখবে ব্যবহারকারীরা।
তিনি আরও বলেন, কোনো বিজ্ঞাপনই দেখা যাবে না—এমন একটি ভার্সন মেটাকে তৃতীয় বিকল্প হিসেবে রাখতে পারে। এরপর চতুর্থ বিকল্প হিসেবে আরেকটি প্ল্যান থাকতে পারে, যেখানে কিছু প্রিমিয়াম ফিচার থাকতে পারে।
আগামী বছরের মার্চের শেষের দিকে মেটাকে নিয়ে এই তদন্ত শেষ করবে কমিশন।
ফির বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনমুক্ত ভার্সন চালু করে মেটা ডিজিটাল প্রতিযোগিতাবিষয়ক আইন ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপের জন্য চালু করা এই সাবস্ক্রিপশন প্ল্যানের মাসিক ফি ধরা হয়েছে ১২ দশমিক ৯৯ ডলার।
‘পে অর কনসেন্ট’ নামে এই সাবস্ক্রিপশন প্ল্যান গত বছর চালু করেছে মেটা। এর ফলে কেউ বিজ্ঞাপনমুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম চাইলে তাকে ফি দিতে হবে। আর ফি না দিলে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা বিজ্ঞাপনের স্বার্থে ব্যবহার করতে দিতে হবে। সেই ডেটার ভিত্তিতে বিজ্ঞাপনদাতারা ব্যক্তিকৃত বিজ্ঞাপন তৈরি করবে। সেই বিজ্ঞাপন ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া ফিডে চলে আসবে। অর্থাৎ এ দুটি বিকল্পের কোনোটিতে সম্মত না হলে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে না।
মেটা বলছে, ইউরোপীয় ইউনিয়নের আইন মানতেই তারা নতুন সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছ। তবে ইইউ বলছে, ব্যবহারকারীদের বিকল্প না দিয়ে এবং অন্য সোশ্যাল মিডিয়ার তুলনায় বেশি সুবিধা নিয়ে ডিজিটাল প্রতিযোগিতাবিষয়ক বিধি লঙ্ঘন করেছে মেটা।
ইইউর যুগান্তকারী আইন ডিজিটাল মার্কেটস অ্যাক্টসের (ডিএমএ) অধীনে তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মেটাকে তার বার্ষিক আয়ের ১০ শতাংশ জরিমানা দিতে হবে। কোম্পানির ২০২৩ সালের আয়ের হিসাবে এই জরিমানার পরিমাণ ১ হাজার ৩৫০ কোটি ডলার হয়।
মেটার মুখপাত্র সিএনএনকে বলেন, ‘বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন প্ল্যানটি ইউরোপের সর্বোচ্চ আদালত ও ডিমএমএ নির্দেশনা অনুসরণ করেই তৈরি। এ বিষয়ে ইউরোপীয় কমিশনের সঙ্গে আরও গঠনমূলক আলোচনার অপেক্ষায় আছি আমরা।’
অবাধে ভোক্তাদের সস্তা সেবা দিতে অ্যাপ ডেভেলপারদের সামনে বাধা সৃষ্টির জন্য অ্যাপলের বিরুদ্ধে ডিএমএ আইন লঙ্ঘনের অভিযোগ আনার এক সপ্তাহ পর এবার মেটার বিরুদ্ধে অভিযোগ তুলল ইইউ। নতুন আইনের অধীনে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট নিয়েও তদন্ত করছে ইইউ কমিশন।
গত মার্চে ইউরোপে ডিএমএ কার্যকর হয়। অনলাইন প্ল্যাটফরমগুলোতে ব্যবহারকারীদের আরও সুবিধা ও প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে অবাধ প্রতিযোগিতার সুযোগ দিতে এই আইন তৈরি করা হয়েছে। এসব প্ল্যাটফরম প্রায়ই ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করে এবং ডিজিটাল বিজ্ঞাপনসেবায় ব্যবহার করে।
ইউরোপীয় কমিশনার মার্গ্রেথ ভেস্টেগার গত সোমবার এক বিবৃতিতে বলেন, ‘বহু বছর ধরে লাখ লাখ ইইউ নাগরিকের’ ব্যক্তিগত ডেটা সংগ্রহ করছে মেটা। ডিজিটাল প্ল্যাটফরমে নাগরিকদের নিজস্ব ডেটার সুরক্ষা ও তুলনামূক কম ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখার সুযোগ দিতে চায় ইইউ কমিশন।
কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল কোয়েনিগ বলেন, ব্যবহারকারীদের সম্পূর্ণ ডেটা দিতে বাধ্য করার এই প্ল্যানের বিকল্প রাখতে হবে মেটাকে। সেখানে ব্যক্তিগত ডেটা ব্যবহার হবে না। তখন স্বয়ংক্রিয়ভাবে কম ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখবে ব্যবহারকারীরা।
তিনি আরও বলেন, কোনো বিজ্ঞাপনই দেখা যাবে না—এমন একটি ভার্সন মেটাকে তৃতীয় বিকল্প হিসেবে রাখতে পারে। এরপর চতুর্থ বিকল্প হিসেবে আরেকটি প্ল্যান থাকতে পারে, যেখানে কিছু প্রিমিয়াম ফিচার থাকতে পারে।
আগামী বছরের মার্চের শেষের দিকে মেটাকে নিয়ে এই তদন্ত শেষ করবে কমিশন।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১৪ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে