অনলাইন ডেস্ক
আজকাল বিনোদন থেকে চিকিৎসা সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেশ আলোচিত হচ্ছে। তবে এআই যে কোমল পানীয়ের তীব্র প্রতিযোগিতার বাজারে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা হয়তো কেউ ভাবেননি।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ফ্লেভারের কোমল পানীয় বাজারে এনেছে কোকা–কোলা। সংস্থাটির মতে, এটি ‘ভবিষ্যৎকাল থেকে আসা সোডা’! একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেগুলার ও জিরো সুগার দুই ভাবেই বাজারে পাওয়া যাবে এ কোমল পানীয়।
কোকা–কোলা নতুন ফ্লেভারের কোমল পানীয়ের এ সংস্করণের নাম দিয়েছে ‘ওয়াই ৩০০০’। রোমাঞ্চকর মনে হলেও এ নাম শুনলে কোমল পানীয়র বদলে টার্মিনেটরের স্কাইনেট ও ভিলেন আর্মির কথা মনে পড়ার কথা। কোকের এ সংস্করণের স্বাদ কেমন হতে পারে তা নিয়ে কোনো তথ্য অবশ্য কোকা–কোলা প্রকাশ করেনি। তবে যারা খেয়ে দেখেছেন তাঁরা এর স্বাদকে রাস্পবেরির রসের সঙ্গে তুলনা করেছেন।
নতুন এ ফ্লেভার তৈরির প্রক্রিয়া নিয়ে সংস্থাটি বলেছে, তারা ভোক্তাদের পছন্দের স্বাদ সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করেছে। ‘ভবিষ্যতের স্বাদ’ কেমন হতে পারে তা বোঝার জন্য চলমান ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা করেছে। পরে এ তথ্যগুলো বিশ্লেষণ করে নতুন ফ্লেভার বা স্বাদের বিবরণী তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশনা দেওয়া হয়।
এমনকি এআইয়ের সাহায্যে এ বোতলের ডিজাইনও তৈরি করেছে কোকা–কোলা। ক্যানগুলোতে নিয়ন–বেগুনি রঙের সমন্বয়ে সমুদ্রতীরের আবহ তৈরি করা হয়েছে, যা দেখে কৃত্রিম ছবি তৈরির প্ল্যাটফর্ম ডাল–ই বা মিডজার্নির কথা মনে পড়বে। আগের ডিজাইনের বোতলগুলোতেও নতুন স্বাদের এ কোক পাওয়া যাবে।
আজকাল বিনোদন থেকে চিকিৎসা সব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বেশ আলোচিত হচ্ছে। তবে এআই যে কোমল পানীয়ের তীব্র প্রতিযোগিতার বাজারে অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে তা হয়তো কেউ ভাবেননি।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন ফ্লেভারের কোমল পানীয় বাজারে এনেছে কোকা–কোলা। সংস্থাটির মতে, এটি ‘ভবিষ্যৎকাল থেকে আসা সোডা’! একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রেগুলার ও জিরো সুগার দুই ভাবেই বাজারে পাওয়া যাবে এ কোমল পানীয়।
কোকা–কোলা নতুন ফ্লেভারের কোমল পানীয়ের এ সংস্করণের নাম দিয়েছে ‘ওয়াই ৩০০০’। রোমাঞ্চকর মনে হলেও এ নাম শুনলে কোমল পানীয়র বদলে টার্মিনেটরের স্কাইনেট ও ভিলেন আর্মির কথা মনে পড়ার কথা। কোকের এ সংস্করণের স্বাদ কেমন হতে পারে তা নিয়ে কোনো তথ্য অবশ্য কোকা–কোলা প্রকাশ করেনি। তবে যারা খেয়ে দেখেছেন তাঁরা এর স্বাদকে রাস্পবেরির রসের সঙ্গে তুলনা করেছেন।
নতুন এ ফ্লেভার তৈরির প্রক্রিয়া নিয়ে সংস্থাটি বলেছে, তারা ভোক্তাদের পছন্দের স্বাদ সম্পর্কে আগে তথ্য সংগ্রহ করেছে। ‘ভবিষ্যতের স্বাদ’ কেমন হতে পারে তা বোঝার জন্য চলমান ট্রেন্ডগুলো নিয়ে গবেষণা করেছে। পরে এ তথ্যগুলো বিশ্লেষণ করে নতুন ফ্লেভার বা স্বাদের বিবরণী তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্দেশনা দেওয়া হয়।
এমনকি এআইয়ের সাহায্যে এ বোতলের ডিজাইনও তৈরি করেছে কোকা–কোলা। ক্যানগুলোতে নিয়ন–বেগুনি রঙের সমন্বয়ে সমুদ্রতীরের আবহ তৈরি করা হয়েছে, যা দেখে কৃত্রিম ছবি তৈরির প্ল্যাটফর্ম ডাল–ই বা মিডজার্নির কথা মনে পড়বে। আগের ডিজাইনের বোতলগুলোতেও নতুন স্বাদের এ কোক পাওয়া যাবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে