প্রোফাইলে গান যুক্ত করার ফিচার আনছে ইনস্টাগ্রাম

অনলাইন ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ১৫: ১২

ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার নতুন ফিচার আনতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের ডেভেলপার অ্যালেসান্দ্র পালুজ্জি নতুন এই ফিচারের একটি স্ক্রিনশট টুইটারে পোস্ট করে লিখেছেন, ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। ম্যাশেবলের কাছে করা এক ই-মেইলের জবাবে ইনস্টাগ্রামের একজন মুখপাত্রও একই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘ফিচারটি এখনো অভ্যন্তরীণ প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনো কোনো পরীক্ষা আমরা শুরু করিনি।’

পালুজ্জির করা টুইটার পোস্ট থেকে আরও জানা গেছে, নতুন এই ফিচার ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের প্রোফাইলের বায়ো অপশনের নিচে থাকবে। পরে সেখানে নিজের পছন্দমতো গান প্রোফাইলে যুক্ত করা যাবে।

ইনস্টাগ্রামের নতুন এই ফিচারকে ২০০০ সালের মাঝামাঝি জনপ্রিয়তা পাওয়া আরেক সামাজিক যোগাযোগমাধ্যম মাইস্পেসের সঙ্গে তুলনা করছেন নেটিজেনরা।

প্রোফাইলে গান যুক্ত করার ফিচারটি মোটেও নতুন কোনো ধারণা নয়। ২০০০ সালের দিকে মাইস্পেস নামে আরেক সামাজিক যোগাযোগমাধ্যম কিশোরদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। সেখানে নিজেদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা পেয়েছিলেন ব্যবহারকারীরা। মাইস্পেস ছাড়াও ডেটিং অ্যাপ রায়াতেও এই ফিচার রয়েছে বলে ম্যাশেবলের প্রতিবেদনে বলা হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত