অনলাইন ডেস্ক
জিবোর্ডে স্টাইলাসের মাধ্যমে হ্যান্ডরাইটিং বা হাতের লেখার ফিচার নিয়ে এল গুগল। স্টাইলাস দিয়ে গুগলের জিবোর্ডে কিছু লেখা হলে, তা সঙ্গে সঙ্গে টেক্সটে পরিবর্তিত হবে। এর জন্য আলাদা করে টাইপিংয়ের প্রয়োজন নেই। গত আগস্টে অ্যান্ড্রয়েড ট্যাবের বেটা টেস্টারদের জন্য ফিচারটি নিয়ে আসা হয়। এখন পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এক্সের (টুইটার) এক পোস্টে মিসাল রহমান বলেন, অবশেষে গ্রাহকদের জন্য স্টাইলাস হ্যান্ডরাইটিং ফিচার নিয়ে এল গুগল এবং এখন এটি পিক্সেল ট্যাবে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে বলছে, পিক্সেল ও স্যামসাং ট্যাবলেটে জিবোর্ডের সর্বশেষ বেটা ভার্সনে (১৩.৭) এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
স্যামসাং ও পিক্সেল ডিভাইস গ্রাহকেরা জিবোর্ডের সেটিংসে ‘রাইট এন টেকস্ট ফিল্ডস’ নামের নতুন একটি মেনু দেখতে পারবেন। কীভাবে হাতের লেখা টেক্সটে রূপান্তর করা যাবে, তা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া টেক্সটগুলো এডিট ও ডিলিটও করা যাবে। ‘ট্রাই ইট’ অপশনে ট্যাপ করে টিউটোরিয়ালগুলো দেখা যাবে।
ডিলিট: স্টাইলাস ব্যবহার করে কোনো বর্ণ, শব্দ বা বাক্য কেটে দিলেই সেগুলো ডিলিট হয়ে যাবে।
সিলেক্ট: স্টাইলাস দিয়ে কোনো বর্ণ, শব্দ বা বাক্যের ওপর বৃত্ত এঁকে সেগুলো সিলেক্ট করা যাবে।
ইনসার্ট: যেখানে নতুন কোনো টেক্সট সংযুক্ত করতে চান সেখানে স্টাইলাস দিয়ে তীর চিহ্ন বা ‘^’ চিহ্ন আঁকতে হবে।
জয়েন: শব্দের মাঝে স্পেস ব্যবহারের জন্য বা দুটি শব্দকে এক করার জন্য ‘|’ এই লাইন স্টাইলাসের মাধ্যমে আঁকতে হবে।
ফিচারটি ব্যবহারের সময় একটি ফ্লোটিং ‘কিবোর্ড টুলবার’ স্ক্রিনে দেখা যাবে। এতে ডিলিট, এন্টার ও ইমোজির মতো অপশন থাকবে।
এছাড়া এতে সেটিংস, হ্যান্ডরাইটিং ডেমো, ক্লিপবোর্ড, ট্রান্সলেট, ল্যাংগুয়েজ পিকারের মতো শর্টকাট থাকবে।
ব্যবহারকারীরা প্যানেলটি স্ক্রিনের যেকোন জায়গায় ড্র্যাগ করে সরাতে পারবে। তবে এটি উল্লম্ব ও অনুভূমিক লেআউটগুলির সঙ্গে ডিফল্টভাবে থাকবে। এটি নিচের দিকে মিনিমাইজ করলে একটি সাদা লাইনের মাধ্যমে এই ফিচার স্ক্রিনে দেখা যাবে। এছাড়া সেটিংসের মাধ্যমে গ্রাহকেরা হ্যান্ডরাইটিংগুলোর গতি ও রেখাগুলোর প্রস্থ পরিবর্তন করতে পারবে।
জিবোর্ডে স্টাইলাসের মাধ্যমে হ্যান্ডরাইটিং বা হাতের লেখার ফিচার নিয়ে এল গুগল। স্টাইলাস দিয়ে গুগলের জিবোর্ডে কিছু লেখা হলে, তা সঙ্গে সঙ্গে টেক্সটে পরিবর্তিত হবে। এর জন্য আলাদা করে টাইপিংয়ের প্রয়োজন নেই। গত আগস্টে অ্যান্ড্রয়েড ট্যাবের বেটা টেস্টারদের জন্য ফিচারটি নিয়ে আসা হয়। এখন পিক্সেল ও স্যামসাং গ্যালাক্সি ট্যাবের গ্রাহকেরা এই ফিচার ব্যবহার করতে পারবে।
এক্সের (টুইটার) এক পোস্টে মিসাল রহমান বলেন, অবশেষে গ্রাহকদের জন্য স্টাইলাস হ্যান্ডরাইটিং ফিচার নিয়ে এল গুগল এবং এখন এটি পিক্সেল ট্যাবে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল এক প্রতিবেদনে বলছে, পিক্সেল ও স্যামসাং ট্যাবলেটে জিবোর্ডের সর্বশেষ বেটা ভার্সনে (১৩.৭) এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
স্যামসাং ও পিক্সেল ডিভাইস গ্রাহকেরা জিবোর্ডের সেটিংসে ‘রাইট এন টেকস্ট ফিল্ডস’ নামের নতুন একটি মেনু দেখতে পারবেন। কীভাবে হাতের লেখা টেক্সটে রূপান্তর করা যাবে, তা সম্পর্কে এখানে নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া টেক্সটগুলো এডিট ও ডিলিটও করা যাবে। ‘ট্রাই ইট’ অপশনে ট্যাপ করে টিউটোরিয়ালগুলো দেখা যাবে।
ডিলিট: স্টাইলাস ব্যবহার করে কোনো বর্ণ, শব্দ বা বাক্য কেটে দিলেই সেগুলো ডিলিট হয়ে যাবে।
সিলেক্ট: স্টাইলাস দিয়ে কোনো বর্ণ, শব্দ বা বাক্যের ওপর বৃত্ত এঁকে সেগুলো সিলেক্ট করা যাবে।
ইনসার্ট: যেখানে নতুন কোনো টেক্সট সংযুক্ত করতে চান সেখানে স্টাইলাস দিয়ে তীর চিহ্ন বা ‘^’ চিহ্ন আঁকতে হবে।
জয়েন: শব্দের মাঝে স্পেস ব্যবহারের জন্য বা দুটি শব্দকে এক করার জন্য ‘|’ এই লাইন স্টাইলাসের মাধ্যমে আঁকতে হবে।
ফিচারটি ব্যবহারের সময় একটি ফ্লোটিং ‘কিবোর্ড টুলবার’ স্ক্রিনে দেখা যাবে। এতে ডিলিট, এন্টার ও ইমোজির মতো অপশন থাকবে।
এছাড়া এতে সেটিংস, হ্যান্ডরাইটিং ডেমো, ক্লিপবোর্ড, ট্রান্সলেট, ল্যাংগুয়েজ পিকারের মতো শর্টকাট থাকবে।
ব্যবহারকারীরা প্যানেলটি স্ক্রিনের যেকোন জায়গায় ড্র্যাগ করে সরাতে পারবে। তবে এটি উল্লম্ব ও অনুভূমিক লেআউটগুলির সঙ্গে ডিফল্টভাবে থাকবে। এটি নিচের দিকে মিনিমাইজ করলে একটি সাদা লাইনের মাধ্যমে এই ফিচার স্ক্রিনে দেখা যাবে। এছাড়া সেটিংসের মাধ্যমে গ্রাহকেরা হ্যান্ডরাইটিংগুলোর গতি ও রেখাগুলোর প্রস্থ পরিবর্তন করতে পারবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে