প্রযুক্তি ডেস্ক
অক্টোবরে বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগলের নতুন পিক্সেল স্মার্টফোন ও পরবর্তী প্রজন্মের সফটওয়্যার। এগুলো সামনে রেখেই সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন লোগো প্রকাশ করেছে গুগল। এ ছাড়া উন্নত উইজেট, লুকে পরিবর্তন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক্সেসিবিলিটি টুল এবং গুগল ওয়ালেট ও অ্যান্ড্রয়েড অটোর জন্য বেশ কিছু ফিচারও আনছে প্রতিষ্ঠানটি।
নতুন লোগো
আগে অ্যান্ড্রয়েড লোগোতে সব অক্ষরই ছিল ছোট হাতের। বর্তমানে বড় হাতের ‘এ’ দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড্রয়েডের বানান। অক্ষরগুলো থাকছে সামান্য বাঁকানো। মূলত অ্যান্ড্রয়েডকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছে গুগল। জীবন্ত ও বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যান্ড্রয়েড রোবটেও পরিবর্তন আসছে।
এআইয়ের মাধ্যমে তথ্য সরবরাহ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সব ধরনের সহযোগিতা পাবেন ‘অ্যাট আ গ্ল্যান্স’ উইজেট থেকে। এ উইজেটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সরাসরি হোম স্ক্রিনে তথ্য সরবরাহ করে। এই ফিচারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, ভ্রমণের তথ্য এবং আসন্ন ইভেন্টসহ বিভিন্ন বিষয়ে রিমাইন্ডার পাওয়া যাবে। সঠিক সময়, সঠিক তথ্য সরবরাহের জন্য অ্যাট আ গ্ল্যান্স উইজেট খুবই কার্যকরী।
গুগল ওয়ালেটে নতুনত্ব
দৈনন্দিন কাজ আরও সহজ করতে থাকছে গুগল ওয়ালেট পাস ফটো ইমপোর্ট। এর মাধ্যমে জিম বা লাইব্রেরি কার্ডের মতো জিনিসগুলো বারকোড বা কিউআর কোড আকারে গুগল ওয়ালেটে ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। এসব টিকিট প্রয়োজনের সময় খুব দ্রুত স্মার্টফোনের গুগল ওয়ালেট থেকে ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড অটো আপডেট
অ্যান্ড্রয়েড অটোতে আসছে বড় ধরনের পরিবর্তন। সিসকো ও জুমের তৈরি যোগাযোগের নতুন অ্যাপ ‘ওয়েবএক্স’ যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড অটোর নতুন আপডেটে। এখন থেকে অডিওর মাধ্যমে কনফারেন্স কল শুরু এবং এতে অংশ নেওয়া যাবে। সঙ্গে গাড়ির ডিসপ্লেতে থাকছে মিটিংয়ের সূচি দেখার সুযোগ। গাড়ি চালু থাকা অবস্থায় সক্রিয়ভাবে কল নিয়ন্ত্রণ করা যাবে।
লুকআউটে পরিবর্তন
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ করতে গুগল লুকআউট ফিচারে পরিবর্তন আনা হচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে গ্রুপ চ্যাট, ক্যামেরা অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান কনটেন্টগুলো আরও সহজলভ্য হচ্ছে।
ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে যেকোনো ছবি এবং প্রশ্ন খুঁজে এ-সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন। সর্বশেষ লুকআউট আপডেটে বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে বর্তমানে জাপানিজ, কোরিয়ান, চায়নিজসহ প্রায় ৩৪টি ভাষা আছে গুগল লুকআউটে।
সূত্র: নিউজ বাইটস অ্যাপ
অক্টোবরে বাজারে আসছে প্রযুক্তি জায়ান্ট গুগলের নতুন পিক্সেল স্মার্টফোন ও পরবর্তী প্রজন্মের সফটওয়্যার। এগুলো সামনে রেখেই সম্প্রতি অ্যান্ড্রয়েডের নতুন লোগো প্রকাশ করেছে গুগল। এ ছাড়া উন্নত উইজেট, লুকে পরিবর্তন, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এক্সেসিবিলিটি টুল এবং গুগল ওয়ালেট ও অ্যান্ড্রয়েড অটোর জন্য বেশ কিছু ফিচারও আনছে প্রতিষ্ঠানটি।
নতুন লোগো
আগে অ্যান্ড্রয়েড লোগোতে সব অক্ষরই ছিল ছোট হাতের। বর্তমানে বড় হাতের ‘এ’ দিয়ে শুরু হচ্ছে অ্যান্ড্রয়েডের বানান। অক্ষরগুলো থাকছে সামান্য বাঁকানো। মূলত অ্যান্ড্রয়েডকে নতুন করে ব্র্যান্ডিং করতে চাইছে গুগল। জীবন্ত ও বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্য রাখতে অ্যান্ড্রয়েড রোবটেও পরিবর্তন আসছে।
এআইয়ের মাধ্যমে তথ্য সরবরাহ
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সব ধরনের সহযোগিতা পাবেন ‘অ্যাট আ গ্ল্যান্স’ উইজেট থেকে। এ উইজেটটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে সরাসরি হোম স্ক্রিনে তথ্য সরবরাহ করে। এই ফিচারের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস, ভ্রমণের তথ্য এবং আসন্ন ইভেন্টসহ বিভিন্ন বিষয়ে রিমাইন্ডার পাওয়া যাবে। সঠিক সময়, সঠিক তথ্য সরবরাহের জন্য অ্যাট আ গ্ল্যান্স উইজেট খুবই কার্যকরী।
গুগল ওয়ালেটে নতুনত্ব
দৈনন্দিন কাজ আরও সহজ করতে থাকছে গুগল ওয়ালেট পাস ফটো ইমপোর্ট। এর মাধ্যমে জিম বা লাইব্রেরি কার্ডের মতো জিনিসগুলো বারকোড বা কিউআর কোড আকারে গুগল ওয়ালেটে ডিজিটালভাবে সংরক্ষণ করা যাবে। এসব টিকিট প্রয়োজনের সময় খুব দ্রুত স্মার্টফোনের গুগল ওয়ালেট থেকে ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড অটো আপডেট
অ্যান্ড্রয়েড অটোতে আসছে বড় ধরনের পরিবর্তন। সিসকো ও জুমের তৈরি যোগাযোগের নতুন অ্যাপ ‘ওয়েবএক্স’ যুক্ত হচ্ছে অ্যান্ড্রয়েড অটোর নতুন আপডেটে। এখন থেকে অডিওর মাধ্যমে কনফারেন্স কল শুরু এবং এতে অংশ নেওয়া যাবে। সঙ্গে গাড়ির ডিসপ্লেতে থাকছে মিটিংয়ের সূচি দেখার সুযোগ। গাড়ি চালু থাকা অবস্থায় সক্রিয়ভাবে কল নিয়ন্ত্রণ করা যাবে।
লুকআউটে পরিবর্তন
দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ করতে গুগল লুকআউট ফিচারে পরিবর্তন আনা হচ্ছে। এআই ব্যবহারের মাধ্যমে গ্রুপ চ্যাট, ক্যামেরা অ্যাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমে দৃশ্যমান কনটেন্টগুলো আরও সহজলভ্য হচ্ছে।
ব্যবহারকারীরা ভয়েস কমান্ডের মাধ্যমে যেকোনো ছবি এবং প্রশ্ন খুঁজে এ-সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন। সর্বশেষ লুকআউট আপডেটে বেশ কিছু ভাষা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশ্বের সব প্রান্তের মানুষের কাছে পৌঁছাতে বর্তমানে জাপানিজ, কোরিয়ান, চায়নিজসহ প্রায় ৩৪টি ভাষা আছে গুগল লুকআউটে।
সূত্র: নিউজ বাইটস অ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে