সাদাত হোসেন
ওপেন এআইর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান গত বছরের জুনে ভারত সফরে এসে দাবি করেছিলেন, ভারতের মতো একটি দেশের পক্ষে চ্যাট জিপিটির মতো এআই সফ্টওয়্যার তৈরি করা অসম্ভব। কিন্তু সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন মুকেশ আম্বানি। আত্মনির্ভর ভারতের আরও এক জলজ্যান্ত নমুনা তৈরি হলো। যার কৃতিত্ব যাচ্ছে আম্বানির কাঁধেই। মুকেশ আম্বানির এ পদক্ষেপ সারা বিশ্বকে জানান দিল, ভারতের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। ভারতের অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনি এআইয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। চ্যাট জিপিটির সঙ্গে টক্কর দিতে গুগল বাজারে আনে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি এআই, যা বেশ সাড়া ফেলে দিয়েছে এরই মধ্যে। এই দুটিকে টেক্কা দিতে শিগগিরই ভারতীয় চ্যাটবট ‘হনুমান’ লঞ্চ হতে চলেছে। রিলায়েন্স এই চ্যাটবট তৈরি করছে। চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআই প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে টাকা গুনতে হয়। তাই আশা করা হচ্ছে, রিলায়েন্স বিনা মূল্যে হনুমান চ্যাটবটের পরিষেবা দেবে। অর্থাৎ আপনি কোনো টাকা খরচ ছাড়াই হনুমান নামের চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। রিলায়েন্স মার্চ মাসে এই মডেলটি লঞ্চ করতে চলেছে। এরপরই চ্যাট জিপিটি যে কড়া টক্করের মধ্যে পড়তে যাচ্ছে, তা বলাই বাহুল্য। প্রতিষ্ঠানটি চারটি বড় ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগিতায় তৈরি করেছে হনুমান। এ ছাড়া, রিলায়েন্স বড় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ভারত জিপিটি তৈরিতেও কাজ করে চলেছে।
রিলায়েন্সের প্রথম এআই মডেল হনুমানে ১১টি আদিবাসী ভাষা ব্যবহার করা যাবে। এমনকি কঠিন কোড লেখার ক্ষেত্রেও এটি ব্যবহারকারীদের সাহায্য করতে পারবে। হনুমান এআই মডেলটি বিশেষভাবে চারটি ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গভর্ন্যান্স, মডেল হেলথ, এডুকেশন ও ফিন্যান্স সেক্টরে অনেক সাহায্য পাওয়া যাবে। এ ছাড়া, যদি রিলায়েন্সের এ কৃত্রিম চ্যাটবটটি সফলভাবে চালু হয়, তবে এটি প্রতিষ্ঠানটির জন্য মাইলফলক হতে চলেছে।
হনুমান চ্যাটবট এলএলএম পদ্ধতিতে কাজ করবে, যাকে বলা হয় স্পিচ টু টেক্সট ইউজার ফ্রেন্ডলি সার্ভিস। ওপেন এআই ও গুগল জেমিনি এআইর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য রিলায়েন্সের পক্ষ থেকে এটি চালু করা হচ্ছে। হনুমান চ্যাটবট ও ভারত জিপিটি ছাড়াও অনেক এআই মডেলের উন্নয়নে এ মুহূর্তে কাজ চলছে ভারতে। দেশটিতে সর্বম ও ক্রুট্রিমের মতো সংস্থাগুলোও এআই মডেল তৈরি করছে। এসব এআই মডেল যদি সময়মতো বাজারে আসে, তাহলে চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআইর ওপর থেকে ভারতীয়রা ধীরে ধীরে সরে আসবে, এমনটিই মনে করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মিন্ট
ওপেন এআইর প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান গত বছরের জুনে ভারত সফরে এসে দাবি করেছিলেন, ভারতের মতো একটি দেশের পক্ষে চ্যাট জিপিটির মতো এআই সফ্টওয়্যার তৈরি করা অসম্ভব। কিন্তু সেই দাবিকে ফুৎকারে উড়িয়ে দিলেন মুকেশ আম্বানি। আত্মনির্ভর ভারতের আরও এক জলজ্যান্ত নমুনা তৈরি হলো। যার কৃতিত্ব যাচ্ছে আম্বানির কাঁধেই। মুকেশ আম্বানির এ পদক্ষেপ সারা বিশ্বকে জানান দিল, ভারতের পক্ষে কোনো কিছু করা অসম্ভব নয়। ভারতের অভিধানে ‘অসম্ভব’ বলে কোনো শব্দ নেই।
চ্যাট জিপিটি কিংবা গুগল জেমিনি এআইয়ের জনপ্রিয়তা এখন তুঙ্গে। চ্যাট জিপিটির সঙ্গে টক্কর দিতে গুগল বাজারে আনে তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি জেমিনি এআই, যা বেশ সাড়া ফেলে দিয়েছে এরই মধ্যে। এই দুটিকে টেক্কা দিতে শিগগিরই ভারতীয় চ্যাটবট ‘হনুমান’ লঞ্চ হতে চলেছে। রিলায়েন্স এই চ্যাটবট তৈরি করছে। চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআই প্রিমিয়াম পরিষেবা ব্যবহার করতে টাকা গুনতে হয়। তাই আশা করা হচ্ছে, রিলায়েন্স বিনা মূল্যে হনুমান চ্যাটবটের পরিষেবা দেবে। অর্থাৎ আপনি কোনো টাকা খরচ ছাড়াই হনুমান নামের চ্যাটবটটি ব্যবহার করতে পারবেন। রিলায়েন্স মার্চ মাসে এই মডেলটি লঞ্চ করতে চলেছে। এরপরই চ্যাট জিপিটি যে কড়া টক্করের মধ্যে পড়তে যাচ্ছে, তা বলাই বাহুল্য। প্রতিষ্ঠানটি চারটি বড় ইঞ্জিনিয়ারিং স্কুলের সহযোগিতায় তৈরি করেছে হনুমান। এ ছাড়া, রিলায়েন্স বড় ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্প ভারত জিপিটি তৈরিতেও কাজ করে চলেছে।
রিলায়েন্সের প্রথম এআই মডেল হনুমানে ১১টি আদিবাসী ভাষা ব্যবহার করা যাবে। এমনকি কঠিন কোড লেখার ক্ষেত্রেও এটি ব্যবহারকারীদের সাহায্য করতে পারবে। হনুমান এআই মডেলটি বিশেষভাবে চারটি ক্ষেত্রের দিকে লক্ষ্য রেখে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গভর্ন্যান্স, মডেল হেলথ, এডুকেশন ও ফিন্যান্স সেক্টরে অনেক সাহায্য পাওয়া যাবে। এ ছাড়া, যদি রিলায়েন্সের এ কৃত্রিম চ্যাটবটটি সফলভাবে চালু হয়, তবে এটি প্রতিষ্ঠানটির জন্য মাইলফলক হতে চলেছে।
হনুমান চ্যাটবট এলএলএম পদ্ধতিতে কাজ করবে, যাকে বলা হয় স্পিচ টু টেক্সট ইউজার ফ্রেন্ডলি সার্ভিস। ওপেন এআই ও গুগল জেমিনি এআইর সঙ্গে প্রতিযোগিতা করার জন্য রিলায়েন্সের পক্ষ থেকে এটি চালু করা হচ্ছে। হনুমান চ্যাটবট ও ভারত জিপিটি ছাড়াও অনেক এআই মডেলের উন্নয়নে এ মুহূর্তে কাজ চলছে ভারতে। দেশটিতে সর্বম ও ক্রুট্রিমের মতো সংস্থাগুলোও এআই মডেল তৈরি করছে। এসব এআই মডেল যদি সময়মতো বাজারে আসে, তাহলে চ্যাট জিপিটি ও গুগল জেমিনি এআইর ওপর থেকে ভারতীয়রা ধীরে ধীরে সরে আসবে, এমনটিই মনে করা হচ্ছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, মিন্ট
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২৭ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে