অনলাইন ডেস্ক
আইপ্যাডের যত বয়স বাড়ে, তত ব্যাটারি লাইফ কমে যায়। প্রতিদিন ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে দেখা যায়, পূর্ণ চার্জ দেওয়ার পরও ব্যাটারি প্রত্যাশিত সময়ের আগেই ফুরিয়ে যায়। এজন্য বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীদের। নতুন আইপ্যাড কেনার পর কিছু কৌশল অবলম্বন করলে ডিভাইসটির ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণ
ব্যাটারি ভালো রাখার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে বুঝতে হবে কী কী কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। খুব বেশি ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা, সেলুলার ডেটার ওপর বেশি নির্ভরতা—এ রকম বেশ কিছু কারণে চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এছাড়া খুব বড় বড় মিডিয়া ফাইল ডাউনলোড করে রাখলেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়।
ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন—
১. অ্যাপ ব্যাটারি ইউসেজ অ্যানালাইসিস: কোন কোন অ্যাপের জন্য ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায় তা শনাক্তের জন্য ডিভাইসটির অ্যাপ ব্যাটারি ইউসেজ অ্যানালাইসিস ফিচারটি ব্যবহার করতে হবে। এ জন্য সেটিংসে গিয়ে ব্যাটারি অপশনে যেতে হবে। এখান থেকে প্রতিটি অ্যাপ কতটুকু চার্জ ব্যবহার করে তা দেখে নিন। আর ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপ চালু থাকে তাও শনাক্ত করুন। যেসব অ্যাপ বেশি চার্জ ব্যবহার করে সেগুলো আনইনস্টল করুন বা প্রয়োজনমতো রেস্ট্রিক করুন।
২. আইওএস আপডেট: ডিভাইসভিত্তিক সর্বশেষ আইওএস আপডেট ডাউনলোড করুন ও ইনস্টল করুন। ব্যাটারি ভালো রাখার জন্য অ্যাপল প্রায় বিভিন্ন ফিচার এসব আপডেটে যুক্ত করে।
৩. অটো লক ও স্ক্রিন ব্রাইটনেস: আইপ্যাডের স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন বা অটো ব্রাইটনেস অপশনটি নির্বাচন করুন। ব্যবহারের পর আইপ্যাডের স্ক্রিন যেন তাড়াতাড়ি লক হয়ে যায় এ জন্য অটো লক ফিচারটি ব্যবহার করুন।
৪. কিবোর্ড: আইপ্যাডে অনেকেই ম্যাজিক কিবোর্ড বা ব্লুটুথ কিবোর্ড ব্যবহার করে। এগুলোও আইপ্যাডের চার্জ দ্রুত শেষ করে ফেলে। তাই কিবোর্ডের কাজ শেষে এগুলো বিচ্ছিন্ন করে রাখুন।
৫. অপ্রয়োজনীয় সংযোগ নিষ্ক্রিয় করুন: বই পড়া বা ভিডিও এডিটের মতো বিভিন্ন কাজে সাধারণত ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হয় না। তাই সেসময় ওয়াইফাই ও সেলুলার ডেটা বন্ধ করে রাখুন। এ ছাড়া ব্লুটুথ ও লোকেশনও বন্ধ রাখলে আইপ্যাডের চার্জ দীর্ঘ সময় থাকবে।
৬. ডার্ক মোড: আইপ্যাডের ডার্ক মোড ব্যবহার করলে স্ক্রিনের ব্রাইটনেস কমে যাবে ফলে চার্জ দ্রুত ফুরাবে না।
৭. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন: আইপ্যাডের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশন থেকে বাছাই করে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন।
৮. লো পাওয়ার মোড: সেটিংস বা কন্ট্রোল সেন্টার থেকে লো পাওয়া মোড চালু করুন। এই মোডের মাধ্যমে আইপ্যাডের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা বিভিন্ন ফিচার বন্ধ হয়ে যায়।
৯. উচ্চ তাপমাত্রা: অতি গরম জায়গায় আইপ্যাড রাখা যাবে না। ডিভাইসটির কেস নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এতে বাতাস চলাচলের সুযোগ রয়েছে নাকি। বাইরের প্রচণ্ড গরমে আইপ্যাড কম ব্যবহার করাই ভালো।
আইপ্যাডের চার্জিংয়ের সময়ও বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে—
১. অতিরিক্ত গরম জায়গায় রেখে আইপ্যাড চার্জ দেওয়া যাবে না।
২. অ্যাপলের চার্জার ও কেবল ব্যবহার করুন।
৩. ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দিতে হবে। আর ৮০ শতাংশের ওপরে থাকলে চার্জ না দেওয়াই ভালো।
৪. সারা রাত ধরে চার্জ দেওয়ার অভ্যাস বন্ধ করতে হবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে অ্যাইপ্যাডকে বৈদ্যুতিক সংযোগ থেকে দ্রুত বিচ্ছিন্ন করতে হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
আইপ্যাডের যত বয়স বাড়ে, তত ব্যাটারি লাইফ কমে যায়। প্রতিদিন ব্যবহার করতে করতে একটা সময় গিয়ে দেখা যায়, পূর্ণ চার্জ দেওয়ার পরও ব্যাটারি প্রত্যাশিত সময়ের আগেই ফুরিয়ে যায়। এজন্য বিড়ম্বনায় পড়তে হয় ব্যবহারকারীদের। নতুন আইপ্যাড কেনার পর কিছু কৌশল অবলম্বন করলে ডিভাইসটির ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে।
ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার কারণ
ব্যাটারি ভালো রাখার জন্য কোনো পদক্ষেপ নেওয়ার আগে বুঝতে হবে কী কী কারণে দ্রুত চার্জ ফুরিয়ে যায়। খুব বেশি ভিডিও দেখা, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ চালু থাকা, সেলুলার ডেটার ওপর বেশি নির্ভরতা—এ রকম বেশ কিছু কারণে চার্জ দ্রুত ফুরিয়ে যায়। এছাড়া খুব বড় বড় মিডিয়া ফাইল ডাউনলোড করে রাখলেই ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায়।
ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়ার নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন—
১. অ্যাপ ব্যাটারি ইউসেজ অ্যানালাইসিস: কোন কোন অ্যাপের জন্য ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায় তা শনাক্তের জন্য ডিভাইসটির অ্যাপ ব্যাটারি ইউসেজ অ্যানালাইসিস ফিচারটি ব্যবহার করতে হবে। এ জন্য সেটিংসে গিয়ে ব্যাটারি অপশনে যেতে হবে। এখান থেকে প্রতিটি অ্যাপ কতটুকু চার্জ ব্যবহার করে তা দেখে নিন। আর ব্যাকগ্রাউন্ডে কোন কোন অ্যাপ চালু থাকে তাও শনাক্ত করুন। যেসব অ্যাপ বেশি চার্জ ব্যবহার করে সেগুলো আনইনস্টল করুন বা প্রয়োজনমতো রেস্ট্রিক করুন।
২. আইওএস আপডেট: ডিভাইসভিত্তিক সর্বশেষ আইওএস আপডেট ডাউনলোড করুন ও ইনস্টল করুন। ব্যাটারি ভালো রাখার জন্য অ্যাপল প্রায় বিভিন্ন ফিচার এসব আপডেটে যুক্ত করে।
৩. অটো লক ও স্ক্রিন ব্রাইটনেস: আইপ্যাডের স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে রাখুন বা অটো ব্রাইটনেস অপশনটি নির্বাচন করুন। ব্যবহারের পর আইপ্যাডের স্ক্রিন যেন তাড়াতাড়ি লক হয়ে যায় এ জন্য অটো লক ফিচারটি ব্যবহার করুন।
৪. কিবোর্ড: আইপ্যাডে অনেকেই ম্যাজিক কিবোর্ড বা ব্লুটুথ কিবোর্ড ব্যবহার করে। এগুলোও আইপ্যাডের চার্জ দ্রুত শেষ করে ফেলে। তাই কিবোর্ডের কাজ শেষে এগুলো বিচ্ছিন্ন করে রাখুন।
৫. অপ্রয়োজনীয় সংযোগ নিষ্ক্রিয় করুন: বই পড়া বা ভিডিও এডিটের মতো বিভিন্ন কাজে সাধারণত ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হয় না। তাই সেসময় ওয়াইফাই ও সেলুলার ডেটা বন্ধ করে রাখুন। এ ছাড়া ব্লুটুথ ও লোকেশনও বন্ধ রাখলে আইপ্যাডের চার্জ দীর্ঘ সময় থাকবে।
৬. ডার্ক মোড: আইপ্যাডের ডার্ক মোড ব্যবহার করলে স্ক্রিনের ব্রাইটনেস কমে যাবে ফলে চার্জ দ্রুত ফুরাবে না।
৭. অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করুন: আইপ্যাডের সেটিংসে গিয়ে নোটিফিকেশন অপশন থেকে বাছাই করে অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন।
৮. লো পাওয়ার মোড: সেটিংস বা কন্ট্রোল সেন্টার থেকে লো পাওয়া মোড চালু করুন। এই মোডের মাধ্যমে আইপ্যাডের ব্যাকগ্রাউন্ডে চালু থাকা বিভিন্ন ফিচার বন্ধ হয়ে যায়।
৯. উচ্চ তাপমাত্রা: অতি গরম জায়গায় আইপ্যাড রাখা যাবে না। ডিভাইসটির কেস নির্বাচনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এতে বাতাস চলাচলের সুযোগ রয়েছে নাকি। বাইরের প্রচণ্ড গরমে আইপ্যাড কম ব্যবহার করাই ভালো।
আইপ্যাডের চার্জিংয়ের সময়ও বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে—
১. অতিরিক্ত গরম জায়গায় রেখে আইপ্যাড চার্জ দেওয়া যাবে না।
২. অ্যাপলের চার্জার ও কেবল ব্যবহার করুন।
৩. ব্যাটারির চার্জ ২০ শতাংশের নিচে নামার আগেই চার্জ দিতে হবে। আর ৮০ শতাংশের ওপরে থাকলে চার্জ না দেওয়াই ভালো।
৪. সারা রাত ধরে চার্জ দেওয়ার অভ্যাস বন্ধ করতে হবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হলে অ্যাইপ্যাডকে বৈদ্যুতিক সংযোগ থেকে দ্রুত বিচ্ছিন্ন করতে হবে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩০ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে