টি এইচ মাহির
মোবাইল ফোন কিংবা ল্যাপটপের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরে ব্লুটুথ ব্যবহার করা হয়। স্বল্প দূরত্বে ডেটা বা তথ্য স্থানান্তরের খুব জনপ্রিয় মাধ্যম এটি। প্রায় সব মোবাইল ফোনে বিল্ট ইন ব্লুটুথ থাকে। ইদানীং বেশ কিছু স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্লুটুথের বদলে নতুন ডেটা স্থানান্তর পদ্ধতি আনছে; যার নাম আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি।
আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি হলো রেডিও সংকেত ব্যবহার করে তথ্য পাঠানোর প্রযুক্তি, যাকে সংক্ষেপে ইউডব্লিউবি বলা হয়। মূলত তারহীন তথ্য আদান-প্রদান প্রযুক্তি এই ইউডব্লিউবি। এ প্রযুক্তি প্রথম ব্যবহার করেন ইতালীয় উদ্ভাবক গুগলিয়েলমো মার্কনি। ১৯০১ সালে দীর্ঘ দূরত্বে রেডিও সংকেত পাঠানোর জন্য আলট্রা-ওয়াইড ব্যান্ড ব্যবহার করেন তিনি। যদিও বর্তমানে ইউডব্লিউবি ব্যবহার করা হয় স্বল্প দূরত্বে প্রচুর ডেটা পাঠানোর জন্য। এই প্রযুক্তিকে বর্তমানে ব্লুটুথের বিকল্প ভাবা হচ্ছে। দুটি ডিভাইসে তারহীন বা অন্যান্য ইলেকট্রনিক
হস্তক্ষেপ ছাড়াই তথ্য আদান-প্রদান করতে পারে ইউডব্লিউবি।
যেভাবে কাজ করে
ইউডব্লিউবি সোনার সিস্টেমের মতো কাজ করে। কিন্তু এটা শব্দতরঙ্গের পরিবর্তে প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ মিলিয়ন বেতার তরঙ্গের ছোট স্পন্দন ব্যবহার করে। আলট্রা-ওয়াইড ব্যান্ড আগে পালস রেডিও নামে পরিচিত ছিল। কিন্তু এফসিসি ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন রেডিও কমিউনিকেশন সেক্টর (আইটিইউ-আর) বর্তমানে ইউডব্লিউবিকে একটি অ্যানটেনা ট্রান্সমিশন হিসেবে সংজ্ঞায়িত করে। মূলত দুটি ডিভাইস কাছাকাছি গেলে ইউডব্লিউবি রেঞ্জিং শুরু করে। ট্রান্সমিটিং ডিভাইস থেকে রিসিভিং ডিভাইসে এই স্পন্দনগুলোর যাতায়াতের সময় পরিমাপ করে, যা টাইম অব ফ্লাইট (টোফ) নামে পরিচিত। এ প্রযুক্তিতে দুটি ডিভাইসের মধ্যে দূরত্ব গণনা করা হয়। এই দূরত্ব গণনাই প্রযুক্তিটির বিশেষ দিক।
ইউডব্লিউবি প্রযুক্তি ডিভাইসের অবস্থান ও আপেক্ষিক গতিবিধি নির্ধারণে সহায়তা করতে পারে। আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি ৩ মেগাহার্টজ থেকে ৩০ মেগাহার্টজ পরিসরে কাজ করে, যা অন্যান্য ওয়্যারলেস যোগাযোগের জন্য ব্যবহৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে বড় বড় ফাইল অনায়াসে পাঠানো যায় এর মাধ্যমে। ইউডব্লিউবি সংকেতগুলো দেয়াল ও আসবাবের মতো বাধার মধ্য দিয়েও খুব ভালোভাবে চলাচল করতে পারে।
বর্তমানে অনেক ক্ষেত্রে ব্লুটুথ প্রযুক্তির বদলে ইউডব্লিউ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যখন আমরা ওয়্যারলেস কানেকটিভিটি প্রযুক্তির কথা চিন্তা করি, তখন সাধারণত ব্লুটুথ ও ওয়াই-ফাই মনে আসে। কিন্তু এই প্রযুক্তিগুলো থেকে ইউডব্লিউবি নিরাপত্তা ও ফ্রিকোয়েন্সিতে অনেক এগিয়ে আছে। বেশির ভাগ ওয়্যারলেস কানেকটিভিটি প্রযুক্তিগতভাবে রেঞ্জিং দিতে পারে। কিন্তু ইউডব্লিউবির কর্মক্ষমতা অনেক বেশি। এ প্রযুক্তি এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি। কিছু কিছু ডিভাইসে বিভিন্ন প্রতিষ্ঠান ব্লুটুথের পরিবর্তে এর ব্যবহার শুরু করেছে। ভবিষ্যতে গাড়ি, এসি, ফ্যানসহ বিভিন্ন ক্ষেত্রে ইউডব্লিউবি ব্যবহৃত হতে পারে।
মোবাইল ফোন কিংবা ল্যাপটপের এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তরে ব্লুটুথ ব্যবহার করা হয়। স্বল্প দূরত্বে ডেটা বা তথ্য স্থানান্তরের খুব জনপ্রিয় মাধ্যম এটি। প্রায় সব মোবাইল ফোনে বিল্ট ইন ব্লুটুথ থাকে। ইদানীং বেশ কিছু স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠান ব্লুটুথের বদলে নতুন ডেটা স্থানান্তর পদ্ধতি আনছে; যার নাম আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি।
আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি হলো রেডিও সংকেত ব্যবহার করে তথ্য পাঠানোর প্রযুক্তি, যাকে সংক্ষেপে ইউডব্লিউবি বলা হয়। মূলত তারহীন তথ্য আদান-প্রদান প্রযুক্তি এই ইউডব্লিউবি। এ প্রযুক্তি প্রথম ব্যবহার করেন ইতালীয় উদ্ভাবক গুগলিয়েলমো মার্কনি। ১৯০১ সালে দীর্ঘ দূরত্বে রেডিও সংকেত পাঠানোর জন্য আলট্রা-ওয়াইড ব্যান্ড ব্যবহার করেন তিনি। যদিও বর্তমানে ইউডব্লিউবি ব্যবহার করা হয় স্বল্প দূরত্বে প্রচুর ডেটা পাঠানোর জন্য। এই প্রযুক্তিকে বর্তমানে ব্লুটুথের বিকল্প ভাবা হচ্ছে। দুটি ডিভাইসে তারহীন বা অন্যান্য ইলেকট্রনিক
হস্তক্ষেপ ছাড়াই তথ্য আদান-প্রদান করতে পারে ইউডব্লিউবি।
যেভাবে কাজ করে
ইউডব্লিউবি সোনার সিস্টেমের মতো কাজ করে। কিন্তু এটা শব্দতরঙ্গের পরিবর্তে প্রতি সেকেন্ডে প্রায় ৫০০ মিলিয়ন বেতার তরঙ্গের ছোট স্পন্দন ব্যবহার করে। আলট্রা-ওয়াইড ব্যান্ড আগে পালস রেডিও নামে পরিচিত ছিল। কিন্তু এফসিসি ও ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন রেডিও কমিউনিকেশন সেক্টর (আইটিইউ-আর) বর্তমানে ইউডব্লিউবিকে একটি অ্যানটেনা ট্রান্সমিশন হিসেবে সংজ্ঞায়িত করে। মূলত দুটি ডিভাইস কাছাকাছি গেলে ইউডব্লিউবি রেঞ্জিং শুরু করে। ট্রান্সমিটিং ডিভাইস থেকে রিসিভিং ডিভাইসে এই স্পন্দনগুলোর যাতায়াতের সময় পরিমাপ করে, যা টাইম অব ফ্লাইট (টোফ) নামে পরিচিত। এ প্রযুক্তিতে দুটি ডিভাইসের মধ্যে দূরত্ব গণনা করা হয়। এই দূরত্ব গণনাই প্রযুক্তিটির বিশেষ দিক।
ইউডব্লিউবি প্রযুক্তি ডিভাইসের অবস্থান ও আপেক্ষিক গতিবিধি নির্ধারণে সহায়তা করতে পারে। আলট্রা-ওয়াইড ব্যান্ড প্রযুক্তি ৩ মেগাহার্টজ থেকে ৩০ মেগাহার্টজ পরিসরে কাজ করে, যা অন্যান্য ওয়্যারলেস যোগাযোগের জন্য ব্যবহৃত ফ্রিকোয়েন্সি ব্যান্ডের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে বড় বড় ফাইল অনায়াসে পাঠানো যায় এর মাধ্যমে। ইউডব্লিউবি সংকেতগুলো দেয়াল ও আসবাবের মতো বাধার মধ্য দিয়েও খুব ভালোভাবে চলাচল করতে পারে।
বর্তমানে অনেক ক্ষেত্রে ব্লুটুথ প্রযুক্তির বদলে ইউডব্লিউ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। যখন আমরা ওয়্যারলেস কানেকটিভিটি প্রযুক্তির কথা চিন্তা করি, তখন সাধারণত ব্লুটুথ ও ওয়াই-ফাই মনে আসে। কিন্তু এই প্রযুক্তিগুলো থেকে ইউডব্লিউবি নিরাপত্তা ও ফ্রিকোয়েন্সিতে অনেক এগিয়ে আছে। বেশির ভাগ ওয়্যারলেস কানেকটিভিটি প্রযুক্তিগতভাবে রেঞ্জিং দিতে পারে। কিন্তু ইউডব্লিউবির কর্মক্ষমতা অনেক বেশি। এ প্রযুক্তি এখনো সেভাবে ছড়িয়ে পড়েনি। কিছু কিছু ডিভাইসে বিভিন্ন প্রতিষ্ঠান ব্লুটুথের পরিবর্তে এর ব্যবহার শুরু করেছে। ভবিষ্যতে গাড়ি, এসি, ফ্যানসহ বিভিন্ন ক্ষেত্রে ইউডব্লিউবি ব্যবহৃত হতে পারে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে