আবির আহসান রুদ্র
অনার নিয়ে এসেছে নতুন মডেলের ল্যাপটপ ম্যাজিকবুক এক্স১৬। এই ল্যাপটপ মূলত গত বছরের মার্চে বাজারে আসা ম্যাজিকবুক ১৬-এর উন্নত সংস্করণ।
ম্যাজিকবুক এক্স১৬ মডেলে আছে ১৯২০×১২০০ পিক্সেল রেজল্যুশনের ১৬ ইঞ্চি ‘ফুলভিউ’ ডিসপ্লে। ল্যাপটপটির ডিসপ্লে টিউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট (হার্ডওয়্যার সল্যুশন) সার্টিফিকেট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেট-৪ প্রাপ্ত। ফলে স্ক্রিনের দিকে তাকাতে চোখের অস্বস্তি দূর হয়ে মিলবে প্রশান্তি। এ ছাড়া
থাকছে একটি বড় আকারের কি-বোর্ড, ৭২০ পিক্সেল রেজল্যুশনের ওয়েব ক্যামেরা, ডুয়াল স্পিকার, দুটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের ব্যবস্থা।
অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপে দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি ৩.২, একটি এইচডিএমআই, টু-ইন-ওয়ান হেডফোন এবং ৩.৫ মিমি মাইক্রোফোন জ্যাকের সুবিধা পাওয়া যাবে। বরাবরের মতো ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, এনএফসির মতো ফিচার তো থাকছেই। তবে অন্যান্য মডেলের মতো ম্যাজিকবুক এক্স১৬ মডেলে রং বাছাইয়ের ঝামেলা থাকছে না। কারণ, বাজারে শুধু রুপালি রঙের ল্যাপটপই পাওয়া যাচ্ছে।
১২তম প্রজন্মের ইনটেল কোর আই৫-১২৩৫ইউ প্রসেসর দেবে ১.৩ গিগাহার্টজ গতি এবং এতে সর্বোচ্চ ৪.৪ গিগাহার্টজ পর্যন্ত আউটপুট অর্জন করা সম্ভব। সঙ্গে আছে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস জিপিইউ, ৮/১৬ গিগাবাইটের এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২ গিগাবাইটের ইন্টারনাল এসএসডি হার্ডডিস্ক। সক্রিয় অবস্থায় ল্যাপটপে আদর্শ তাপমাত্রা নিশ্চিত করতে একটি বড় ফ্যান, দুটি হিট পাইপ এবং ২১ শতাংশ বড় কুলিং ফিন এলাকা রয়েছে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপে থাকছে ৬০ ওয়াট-আওয়ারসের ব্যাটারি। অনার বলছে, এই ব্যাটারি দিয়ে একটানা ১২ ঘণ্টা ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ভিডিও দেখা সম্ভব অথবা একটানা সাড়ে ১০ ঘণ্টা সাধারণভাবেও ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া ৬৫ ওয়াটের ইউএসবি-সি টাইপের চার্জার দেবে দ্রুত চার্জিংয়ের নিশ্চয়তা। ল্যাপটপটিতে উইন্ডোজ-১১ হোম ভার্সন আগে থেকেই ইনস্টল করা থাকবে।
দরদাম
বাংলাদেশি মুদ্রায় ৮ গিগাবাইটের র্যামযুক্ত অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপের দাম ৯৬ হাজার ২৪৮ টাকা। তবে ১৬ গিগাবাইট র্যামযুক্ত অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপের দাম ১ লাখ ৪ হাজার ৯৯৮ টাকা।
সূত্র: হাই অনার
অনার নিয়ে এসেছে নতুন মডেলের ল্যাপটপ ম্যাজিকবুক এক্স১৬। এই ল্যাপটপ মূলত গত বছরের মার্চে বাজারে আসা ম্যাজিকবুক ১৬-এর উন্নত সংস্করণ।
ম্যাজিকবুক এক্স১৬ মডেলে আছে ১৯২০×১২০০ পিক্সেল রেজল্যুশনের ১৬ ইঞ্চি ‘ফুলভিউ’ ডিসপ্লে। ল্যাপটপটির ডিসপ্লে টিউভি রাইনল্যান্ড লো ব্লু লাইট (হার্ডওয়্যার সল্যুশন) সার্টিফিকেট ও ফ্লিকার ফ্রি সার্টিফিকেট-৪ প্রাপ্ত। ফলে স্ক্রিনের দিকে তাকাতে চোখের অস্বস্তি দূর হয়ে মিলবে প্রশান্তি। এ ছাড়া
থাকছে একটি বড় আকারের কি-বোর্ড, ৭২০ পিক্সেল রেজল্যুশনের ওয়েব ক্যামেরা, ডুয়াল স্পিকার, দুটি বিল্ট-ইন মাইক্রোফোন এবং পাওয়ার বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিংয়ের ব্যবস্থা।
অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপে দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি ৩.২, একটি এইচডিএমআই, টু-ইন-ওয়ান হেডফোন এবং ৩.৫ মিমি মাইক্রোফোন জ্যাকের সুবিধা পাওয়া যাবে। বরাবরের মতো ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.১, এনএফসির মতো ফিচার তো থাকছেই। তবে অন্যান্য মডেলের মতো ম্যাজিকবুক এক্স১৬ মডেলে রং বাছাইয়ের ঝামেলা থাকছে না। কারণ, বাজারে শুধু রুপালি রঙের ল্যাপটপই পাওয়া যাচ্ছে।
১২তম প্রজন্মের ইনটেল কোর আই৫-১২৩৫ইউ প্রসেসর দেবে ১.৩ গিগাহার্টজ গতি এবং এতে সর্বোচ্চ ৪.৪ গিগাহার্টজ পর্যন্ত আউটপুট অর্জন করা সম্ভব। সঙ্গে আছে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস জিপিইউ, ৮/১৬ গিগাবাইটের এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ৫১২ গিগাবাইটের ইন্টারনাল এসএসডি হার্ডডিস্ক। সক্রিয় অবস্থায় ল্যাপটপে আদর্শ তাপমাত্রা নিশ্চিত করতে একটি বড় ফ্যান, দুটি হিট পাইপ এবং ২১ শতাংশ বড় কুলিং ফিন এলাকা রয়েছে।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপে থাকছে ৬০ ওয়াট-আওয়ারসের ব্যাটারি। অনার বলছে, এই ব্যাটারি দিয়ে একটানা ১২ ঘণ্টা ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ভিডিও দেখা সম্ভব অথবা একটানা সাড়ে ১০ ঘণ্টা সাধারণভাবেও ব্যবহার করা যেতে পারে। এ ছাড়া ৬৫ ওয়াটের ইউএসবি-সি টাইপের চার্জার দেবে দ্রুত চার্জিংয়ের নিশ্চয়তা। ল্যাপটপটিতে উইন্ডোজ-১১ হোম ভার্সন আগে থেকেই ইনস্টল করা থাকবে।
দরদাম
বাংলাদেশি মুদ্রায় ৮ গিগাবাইটের র্যামযুক্ত অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপের দাম ৯৬ হাজার ২৪৮ টাকা। তবে ১৬ গিগাবাইট র্যামযুক্ত অনার ম্যাজিকবুক এক্স১৬ ল্যাপটপের দাম ১ লাখ ৪ হাজার ৯৯৮ টাকা।
সূত্র: হাই অনার
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২১ ঘণ্টা আগে