প্রযুক্তি ডেস্ক
লেখাপড়ার অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত কাজের জন্য একটি নির্ভরযোগ্য কম্পিউটার থাকাটা আজকাল খুবই জরুরি।
দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট ডেস্কটপ বিক্রি করে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার; বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্টারটেক লিমিটেড বেশ কিছু ডেস্কটপ কম্পিউটার এনেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো এমন একটি কাস্টম প্রি-বিল্ট পিসি, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর, এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড এবং ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করার জন্য বেশ দক্ষ। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম, কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে পরে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে।
এই কম্পিউটারের দাম ২৫ হাজার ৭৯৯ টাকা। অফিস কিংবা বাসার কাজের জন্য অল্প বাজেটের মধ্যে এই কম্পিউটার বেশ উপযোগী। এই পিসি কেনায় স্টারটেক লিমিটেড প্রায়ই দিয়ে থাকে নানা ধরনের অফার। পিসি কিংবা অন্যান্য অফার পেতে খোঁজ রাখতে হবে তাদের ওয়েবসাইটে।
লেখাপড়ার অংশ হিসেবে কিংবা ব্যক্তিগত কাজের জন্য একটি নির্ভরযোগ্য কম্পিউটার থাকাটা আজকাল খুবই জরুরি।
দারাজ, বিডি স্টল, স্টারটেক লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠান বাজেট ডেস্কটপ বিক্রি করে। ডেস্কটপ কেনার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে বিশেষ সব অফার; বিশেষ করে শিক্ষার্থীদের কথা বিবেচনায় স্টারটেক লিমিটেড বেশ কিছু ডেস্কটপ কম্পিউটার এনেছে।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বা লিঙ্কে ঢুকে দেখে নেওয়া যাবে ডেস্কটপগুলো। সেখান থেকে কেনাও যাবে।
এই ডেস্কটপগুলো এমন একটি কাস্টম প্রি-বিল্ট পিসি, যাতে ব্যবহার করা হয়েছে এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসর, এমএসআই এ-৩২০এম সিরিজের মাদারবোর্ড এবং ৩২০০ মেগাহার্টজের ৮ জিবি র্যাম, এইচপি এক্স ৯০০ এসএসডির কম্বো এবং বাজেটের কথা বিবেচনায় রেখে আছে ভ্যালুটপের ভিটি-২০০এম কেসিং। এএমডি রাইজেন ৫-৫৬০০জি প্রসেসরটি মাল্টিটাস্কিং এবং প্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো পরিচালনা করার জন্য বেশ দক্ষ। এই কম্বো প্রতিদিনের কাজের সব ধরনের চাহিদা মেটাতে সক্ষম, কনটেন্ট বা অ্যাসাইনমেন্টের কাজ, মাইক্রোসফট অফিস, গুগল স্যুট এমনকি হালকা ধরনের ছবি ও ভিডিও সম্পাদনার কাজও এই কম্পিউটারে করে নেওয়া যাবে। এই কম্পিউটারের মাদারবোর্ডটি ডিডিআর৪ র্যাম সাপোর্ট করে। প্রয়োজন হলে পরে যেন আরও র্যাম লাগিয়ে নেওয়া যায়, সে জন্য এতে স্লট ফাঁকা রাখা আছে।
এই কম্পিউটারের দাম ২৫ হাজার ৭৯৯ টাকা। অফিস কিংবা বাসার কাজের জন্য অল্প বাজেটের মধ্যে এই কম্পিউটার বেশ উপযোগী। এই পিসি কেনায় স্টারটেক লিমিটেড প্রায়ই দিয়ে থাকে নানা ধরনের অফার। পিসি কিংবা অন্যান্য অফার পেতে খোঁজ রাখতে হবে তাদের ওয়েবসাইটে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে