অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে ব্লক বা নিষিদ্ধ হওয়াসহ কড়াকড়ির আশঙ্কায় সর্তকতামূলক পদক্ষেপ নিচ্ছে চুরি করা ই–বুকের ভান্ডার জেড–লাইব্রেরি। কুখ্যাত এই পাইরেট ই-বুক রেপোজিটরি নতুন ব্রাউজার এক্সটেনশন চালু করেছে, যা এর মূল সাইটে ঢুকতে বাধা এলে ব্যবহারকারীকে ‘রিডাইরেক্ট’ করে জেড–লাইব্রেরির বিকল্প ডোমেইনে নিয়ে যাবে। টরেন্টফ্রিক নামের এক ব্লগে এমন তথ্য দিয়েছে।
নতুন ব্রাউজার এক্সটেনশনটি ক্রোম ও ফায়ারফক্সে পাওয়া যাচ্ছে। জেড–লাইব্রেরি দাবি করছে, নির্বিঘ্ন ও ঝামেলা মুক্তভাবে এই এক্সটেনশনটি ব্যবহার করা যাবে। এই এক্সটেনশন চালুর পর পরই হাজার হাজার ব্যবহারকারী এটি ইন্সটল করে।
জেড–লাইব্রেরির ‘ফাইন্ডার এক্সটেনশন’র মাধ্যমে সাইটের বিকল্প ডোমেইন খোঁজা সহজ হয়ে গিয়েছে। ব্যবহারকারীদের এখন লিংকের মাধ্যমে ম্যানুয়ালি বিকল্প ডোমেইন খুঁজতে হবে না। ব্রাউজারে এক্সটেনশন চালু করলে বিকল্প ডোমেইন স্বয়ংক্রিয়ভাবে লাইব্রেরির হোমপেজে নিয়ে যাবে।
তবে এই ব্রাউজার এক্সটেনশন ইন্সটলের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যেকোনো সময় ক্রোম ও ফায়ারফক্স এক্সটেনশন লাইব্রেরি থেকে ডোমেইনের তালিকা সরিয়ে ফেলতে পারে। ফলে এর কার্যকারিতা থাকবে না। এছাড়াও অন্যের অবকাঠামোর উপর প্রযুক্তিগত নির্ভরতা ভবিষ্যতে সাইটটিকে ঝুঁকিতে ফেলতে পারে।
কার্যকর ডোমেইনে ব্যবহাকারীদের রিডাইরেক্ট করে নিয়ে যাওয়ার সক্ষমতা বাড়াবে এই অ্যাপ। প্রয়োজনে ব্লক বা প্রতিবন্ধকতা এড়াতে সক্ষম টর নেটওয়ার্ক ব্যবহার করা হবে।
কপিরাইট বা মেধাস্বত্ত্ব নিয়ে বিশ্বজুড়েই কর্তৃপক্ষ ও পাইরেট সাইটগুলোর মধ্যে চোর-পুলিশ খেলা চলছে। এর মধ্যেই জেড–লাইব্রেরি কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এর কার্যক্রমকে সক্রিয় অপরাধ হিসেবে দেখা হচ্ছে। কিছুদিন আগে লাইব্রেরিটি একটি ডেস্কটপ অ্যাপ চালু করেছিল। অ্যাপটির মাধ্যমে সাইটটিতে সহজে ঢোকা যেত।
যুক্তরাষ্ট্রে ব্লক বা নিষিদ্ধ হওয়াসহ কড়াকড়ির আশঙ্কায় সর্তকতামূলক পদক্ষেপ নিচ্ছে চুরি করা ই–বুকের ভান্ডার জেড–লাইব্রেরি। কুখ্যাত এই পাইরেট ই-বুক রেপোজিটরি নতুন ব্রাউজার এক্সটেনশন চালু করেছে, যা এর মূল সাইটে ঢুকতে বাধা এলে ব্যবহারকারীকে ‘রিডাইরেক্ট’ করে জেড–লাইব্রেরির বিকল্প ডোমেইনে নিয়ে যাবে। টরেন্টফ্রিক নামের এক ব্লগে এমন তথ্য দিয়েছে।
নতুন ব্রাউজার এক্সটেনশনটি ক্রোম ও ফায়ারফক্সে পাওয়া যাচ্ছে। জেড–লাইব্রেরি দাবি করছে, নির্বিঘ্ন ও ঝামেলা মুক্তভাবে এই এক্সটেনশনটি ব্যবহার করা যাবে। এই এক্সটেনশন চালুর পর পরই হাজার হাজার ব্যবহারকারী এটি ইন্সটল করে।
জেড–লাইব্রেরির ‘ফাইন্ডার এক্সটেনশন’র মাধ্যমে সাইটের বিকল্প ডোমেইন খোঁজা সহজ হয়ে গিয়েছে। ব্যবহারকারীদের এখন লিংকের মাধ্যমে ম্যানুয়ালি বিকল্প ডোমেইন খুঁজতে হবে না। ব্রাউজারে এক্সটেনশন চালু করলে বিকল্প ডোমেইন স্বয়ংক্রিয়ভাবে লাইব্রেরির হোমপেজে নিয়ে যাবে।
তবে এই ব্রাউজার এক্সটেনশন ইন্সটলের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। যেকোনো সময় ক্রোম ও ফায়ারফক্স এক্সটেনশন লাইব্রেরি থেকে ডোমেইনের তালিকা সরিয়ে ফেলতে পারে। ফলে এর কার্যকারিতা থাকবে না। এছাড়াও অন্যের অবকাঠামোর উপর প্রযুক্তিগত নির্ভরতা ভবিষ্যতে সাইটটিকে ঝুঁকিতে ফেলতে পারে।
কার্যকর ডোমেইনে ব্যবহাকারীদের রিডাইরেক্ট করে নিয়ে যাওয়ার সক্ষমতা বাড়াবে এই অ্যাপ। প্রয়োজনে ব্লক বা প্রতিবন্ধকতা এড়াতে সক্ষম টর নেটওয়ার্ক ব্যবহার করা হবে।
কপিরাইট বা মেধাস্বত্ত্ব নিয়ে বিশ্বজুড়েই কর্তৃপক্ষ ও পাইরেট সাইটগুলোর মধ্যে চোর-পুলিশ খেলা চলছে। এর মধ্যেই জেড–লাইব্রেরি কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে এর কার্যক্রমকে সক্রিয় অপরাধ হিসেবে দেখা হচ্ছে। কিছুদিন আগে লাইব্রেরিটি একটি ডেস্কটপ অ্যাপ চালু করেছিল। অ্যাপটির মাধ্যমে সাইটটিতে সহজে ঢোকা যেত।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৪৩ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে