তথ্যের স্বচ্ছতা নিশ্চিতে ‘প্যারোডি লেবেল’ চালু করল এক্স

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ১৭: ০৩
Thumbnail image
গত বছর থেকেই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছিল লেবেলগুলো। ছবি: রিড রাইট

সোশ্যাল মিডিয়াতে কোন পোস্টটি ব্যঙ্গ বা মজা করে শেয়ার করা হয়েছে আর কোনটি সত্য তথ্য তুলে ধরছে, তা বোঝা বেশ মুশকিল। বিশেষ করে, স্যাটায়ার বা প্যারোডি অ্যাকাউন্টগুলো ব্যবহারকারীদের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ জন্য গত শুক্রবার এই ধরনের অ্যাকাউন্টগুলোর জন্য লেবেল চালুর ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)। এই ধরনের উদ্যোগ প্ল্যাটফর্মটিতে তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করবে।

গত বছর থেকেই প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছিল লেবেলগুলো। এসব লেবেল যুক্ত করার উদ্দেশ্য হলো বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট শনাক্ত করতে ব্যবহারকারীদের সাহায্য করা। ব্যবহারকারীদের প্যারোডি বা স্যাটায়ার অ্যাকাউন্টগুলোকে প্রকৃত অ্যাকাউন্ট থেকে আলাদা করতে সাহায্য করবে এক্সের নতুন ‘প্যারোডি অ্যাকাউন্ট’ নামের লেবেলটি। সেই সঙ্গে প্ল্যাটফর্মের সুরক্ষা নীতি এবং তথ্যের স্বচ্ছতা বাড়াবে।

এক্স এর সেফটি অ্যাকাউন্টের একটি পোস্টে বলা হয়েছে যে, প্যারোডি অ্যাকাউন্টের লেবেলটি এখন ব্যবহারকারীদের মূল প্রোফাইল পেজে এবং তাদের পোস্টে দেখা যাবে। এই লেবেলটি প্যারোডি বা স্যাটায়ার অ্যাকাউন্টগুলোকে প্রকৃত ব্যক্তিত্ব বা তাদের প্যারোডি সংস্করণ থেকে আলাদা করবে। এর মাধ্যমে বিভ্রান্তি দূর হবে এবং কোনো ধরনের ভুয়া ধারণা না তৈরি হবে না।

প্ল্যাটফর্মটি আরও জানায়, লেবেলটি কনটেন্টের উৎসকে স্পষ্টভাবে দেখাবে। এক্সের নতুন সিদ্ধান্তটি প্ল্যাটফর্মটির ‘প্যারোডি, কমেন্টেরি এবং ফ্যান (পিসিএফ)’ নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ। এই নীতি অনুযায়ী, প্যারোডি অ্যাকাউন্টগুলো থেকে ব্যঙ্গাত্মক তথ্য শেয়ার করা, স্যাটায়ার করা বা আলোচনা করা বৈধ। তবে, ব্যবহারকারীদের প্রকৃত পরিচয় দেখানোর জন্য বাধ্য করে না করলেও প্ল্যাটফর্মটি অন্যকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কারও পরিচয় অনুকরণ করতে নিষেধ করে।

এই ধরনের শনাক্তকারী লেবেল চালুর সিদ্ধান্তকে দীর্ঘদিন ধরে সমর্থন দিচ্ছিলেন ইলন মাস্ক। ২০২২ সালে তিনি বলেছিলেন, ‘প্যারোডি অ্যাকাউন্টগুলোর নামের মধ্যে “প্যারোডি” শব্দটি থাকতে হবে, শুধু বায়োতে নয়।’

গত নভেম্বর মাসে এই ধরনের প্যারোডি লেবেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে এক্স। তবে, বর্তমানে এই লেবেলটি বাধ্যতামূলক নয়। ব্যবহারকারীরা চাইলে প্ল্যাটফর্মটির ‘সেটিংস’ থেকে লেবেলটি নির্বাচন করতে পারবেন।

যদি কোনো অ্যাকাউন্টকে জাল বা প্রতারণামূলক মনে হয়, তাহলে এক্সের ব্যবহারকারীরা তা অ্যাপ বা হেল্প সেন্টার ব্যবহার করে রিপোর্ট করতে পারবেন।

তথ্যসূত্র: গ্যাজেটস ৩৬০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রেডিমেড ব্লেজারে বাজার মাত

বাসচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত, লাশ উদ্ধারে গিয়ে হামলার শিকার পুলিশ

টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে স্কটল্যান্ড ইয়ার্ডকে চান সুজান হল

বিশ্বযুদ্ধের পর জাপান-জার্মানির আদলে গাজাকেও গড়ার আহ্বান মাস্কের

স্মার্টফোনের যুগ শেষ হচ্ছে দ্রুতই, নতুন যে বিকল্প দেখালেন জাকারবার্গ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত