অনলাইন ডেস্ক
গন্তব্য পৌঁছাবার জন্য উবার অ্যাপের মাধ্যমে গাড়ি বা বাইক ডাকা হয়। তবে দীর্ঘ ভ্রমণের সময় বা যানজটের কারণে অনেকেই গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে যান। এই বিরক্তি দূর করার জন্য আইফোনের অ্যাপে ছোট ছোট গেম যুক্ত করতে পারে রাইড শেয়ারিং কোম্পানিটি।
উবার অ্যাপে মিনি গেমগুলোর সঙ্গে সম্পর্কিত লুকানো কোড খুঁজে পেয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদক অ্যারন পেরিস। উবারের সর্বশেষ সংস্করণে এসব কোড দেখা গেছে। এই কোডের মধ্যে লেখা রয়েছে, গেমগুলো খেলতে ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হবে। এর ফলে উবার অ্যাপ থেকেই গেম খেলতে পারবেন আইফোনের ব্যবহারকারীরা।
এসব গেমের মধ্যে পাজল গেম, গাড়ি রেসিং গেম ও বিভিন্ন কুইজও থাকতে পারে। ফলে সময় খুব দ্রুত কেটে যাবে।
তবে ফিচারটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উবার। এ ছাড়া গেমগুলো বিনামূল্যে খেলা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। আর ফিচারটি শুধু আইফোনেই সীমাবদ্ধ থাকবে নাকি তাও নিশ্চিত নয়।
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেএবলস’প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কিছুদিন আগে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। নতুনভাবে এই ফিচারের আওতায় ৭৫টি ফিচার যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেম গুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টু ডে
গন্তব্য পৌঁছাবার জন্য উবার অ্যাপের মাধ্যমে গাড়ি বা বাইক ডাকা হয়। তবে দীর্ঘ ভ্রমণের সময় বা যানজটের কারণে অনেকেই গাড়িতে বসে থেকে বিরক্ত হয়ে যান। এই বিরক্তি দূর করার জন্য আইফোনের অ্যাপে ছোট ছোট গেম যুক্ত করতে পারে রাইড শেয়ারিং কোম্পানিটি।
উবার অ্যাপে মিনি গেমগুলোর সঙ্গে সম্পর্কিত লুকানো কোড খুঁজে পেয়েছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমারের প্রতিবেদক অ্যারন পেরিস। উবারের সর্বশেষ সংস্করণে এসব কোড দেখা গেছে। এই কোডের মধ্যে লেখা রয়েছে, গেমগুলো খেলতে ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হবে। এর ফলে উবার অ্যাপ থেকেই গেম খেলতে পারবেন আইফোনের ব্যবহারকারীরা।
এসব গেমের মধ্যে পাজল গেম, গাড়ি রেসিং গেম ও বিভিন্ন কুইজও থাকতে পারে। ফলে সময় খুব দ্রুত কেটে যাবে।
তবে ফিচারটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি উবার। এ ছাড়া গেমগুলো বিনামূল্যে খেলা যাবে কিনা সে সম্পর্কে কোনো স্পষ্ট তথ্য জানা যায়নি। আর ফিচারটি শুধু আইফোনেই সীমাবদ্ধ থাকবে নাকি তাও নিশ্চিত নয়।
গত বছরের নভেম্বরে ৩০টি গেম নিয়ে ‘ইউটিউবস প্লেএবলস’প্রোগ্রামটি চালু করে ইউটিউব। তবে সেসময় এটি শুধু কয়েক দেশের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত করা হয়। তবে কিছুদিন আগে সকল ব্যবহারকারীর জন্য ফিচারটি চালু করা হবে। নতুনভাবে এই ফিচারের আওতায় ৭৫টি ফিচার যুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে সব দেশে ফিচারটি উন্মোচন করা হতে পারে।
ইউটিউবের আগেও কিছু ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে গেম যুক্ত করা হয়েছে। ২০২১ সালে নভেম্বরে নেটফ্লিক্সেও বেশ কিছু গেম যুক্ত করা হয়। নেটফ্লিক্সের গেম গুলো মধ্যে গ্র্যান্ড থেফট অটো: দ্য ট্রিলজি–দ্য ডেফেনেটিভ এডিশন, স্ট্রেঞ্জার থিংগস ৩: দ্য গেম, ফুটবল ম্যানেজার ২০২৪ মোবাইল রয়েছে।
তথ্যসূত্র: ইন্ডিয়া টু ডে
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে