প্রযুক্তি ডেস্ক
চলছে ইউরো ২০২০। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে টুর্নামেন্টটি, সেটি এই ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। পুরো বিশ্বের দর্শকদের মনোযোগ যেন এই বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্টের দিকে। তাই চীনা স্পনসর কোম্পানিগুলো তাদের গ্লোবাল গ্রাহকের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে অন্যতম স্পনসর হয়েছে। এবার চারটি চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউরো ২০২০–এর স্পনসর হয়েছে। এগুলো হলো হাইসেন্স, আলী পে, ভিভো এবং টিকটক।
চীনা স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইসেন্স ইউরোপের বাজারসহ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার গুরুত্বপূর্ণ বাজার ধরার জন্য খেলাধুলার দিকে ঝুঁকেছে। তারা এর আগে রাশিয়া বিশ্বকাপেও স্পনসর করেছিল। খেলার সময় টিভি খুললেই তাই মাঠের পাশে ও সংবাদ সম্মেলনের ব্যানারে হাইসেন্সের নানা রকম লোগো দেখা যায়। কিউএলইডি ও ইউএলইডি টিভির জন্য বিশ্বব্যাপী হাইসেন্সের সুনাম তৈরি হয়েছে।
চীনা স্মার্ট ফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল বাজার ধরার জন্য বরাবরই আগ্রহী। তারা আইপিএল, বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে স্পনসর হয়েছে। এবার ইউরো ২০২০–এও তার ব্যতিক্রম হয়নি।
নানা রকম সমালোচনা থাকা সত্ত্বেও চীনা ভিডিও শেয়ারিং ফোকাসড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টিকটকের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই। তাই টিকটক গ্রাহকদের আকৃষ্ট করতে নানা রকম প্রচারণামূলক উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা এবারের ইউরো ২০২০–এ স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে।
চীনা ডিজিটাল মানি সার্ভিস প্রতিষ্ঠান আলী পে বিশ্বব্যাপী গ্রাহক বৃদ্ধিতে কাজ করছে। ইউরোপে রয়েছে তাদের বড় একটি বাজার। তাই চীনা বিজনেস মোগল অ্যান্ট গ্রুপের এই ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে স্পনসর হিসেব অংশগ্রহণ করা হয়েছে। এবারের ইউরো ২০২০–এর টপ স্কোরারের ট্রফিটি পর্যন্ত স্পনসর করেছে এই আলী পে।
চলছে ইউরো ২০২০। করোনার কারণে গত বছর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যে টুর্নামেন্টটি, সেটি এই ২০২১ সালে অনুষ্ঠিত হচ্ছে। পুরো বিশ্বের দর্শকদের মনোযোগ যেন এই বিশ্ব ফুটবলের অন্যতম টুর্নামেন্টের দিকে। তাই চীনা স্পনসর কোম্পানিগুলো তাদের গ্লোবাল গ্রাহকের কথা মাথায় রেখে এই টুর্নামেন্টে অন্যতম স্পনসর হয়েছে। এবার চারটি চীনা প্রযুক্তিপ্রতিষ্ঠান ইউরো ২০২০–এর স্পনসর হয়েছে। এগুলো হলো হাইসেন্স, আলী পে, ভিভো এবং টিকটক।
চীনা স্মার্ট টিভি উৎপাদনকারী প্রতিষ্ঠান হাইসেন্স ইউরোপের বাজারসহ আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকার গুরুত্বপূর্ণ বাজার ধরার জন্য খেলাধুলার দিকে ঝুঁকেছে। তারা এর আগে রাশিয়া বিশ্বকাপেও স্পনসর করেছিল। খেলার সময় টিভি খুললেই তাই মাঠের পাশে ও সংবাদ সম্মেলনের ব্যানারে হাইসেন্সের নানা রকম লোগো দেখা যায়। কিউএলইডি ও ইউএলইডি টিভির জন্য বিশ্বব্যাপী হাইসেন্সের সুনাম তৈরি হয়েছে।
চীনা স্মার্ট ফোন ব্র্যান্ড ভিভো গ্লোবাল বাজার ধরার জন্য বরাবরই আগ্রহী। তারা আইপিএল, বিশ্বকাপ ফুটবলে ইতিমধ্যে স্পনসর হয়েছে। এবার ইউরো ২০২০–এও তার ব্যতিক্রম হয়নি।
নানা রকম সমালোচনা থাকা সত্ত্বেও চীনা ভিডিও শেয়ারিং ফোকাসড সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিস টিকটকের বিশ্বব্যাপী ব্যবহারকারীর সংখ্যা বাড়ছেই। তাই টিকটক গ্রাহকদের আকৃষ্ট করতে নানা রকম প্রচারণামূলক উদ্যোগ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা এবারের ইউরো ২০২০–এ স্পনসর হিসেবে অংশগ্রহণ করেছে।
চীনা ডিজিটাল মানি সার্ভিস প্রতিষ্ঠান আলী পে বিশ্বব্যাপী গ্রাহক বৃদ্ধিতে কাজ করছে। ইউরোপে রয়েছে তাদের বড় একটি বাজার। তাই চীনা বিজনেস মোগল অ্যান্ট গ্রুপের এই ডিজিটাল সেবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ইউরো ২০২০ ফুটবল টুর্নামেন্টে স্পনসর হিসেব অংশগ্রহণ করা হয়েছে। এবারের ইউরো ২০২০–এর টপ স্কোরারের ট্রফিটি পর্যন্ত স্পনসর করেছে এই আলী পে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৭ ঘণ্টা আগে