মাহিন আলম
মেটার নিজস্ব কোড জেনারেশন এআই মডেল ‘কোড লামা ৭০বি’ বাজারে আসে গত বছরের আগস্টে। এটি গবেষণা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর আপডেটেড সংস্করণটি বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ‘সবচেয়ে বড় ও কার্যকর এআই মডেল’ হিসেবে। ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত এআই মডেল জিপিটি৪-এর কাছাকাছি পর্যায়ের। গবেষণা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য কোড লামা ৭০বি এআই টুলের তিনটি সংস্করণই বিনা মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। এটি এক টেরাবাইট ডেটার ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছিল। এটি ‘হাগিং ফেস’-এর কোডিংয়ের কাজও করে থাকে, যেখানে এআই মডেলটি চালাতে নিজস্ব জিপিইউতেও প্রবেশের সুযোগ দিয়েছে মেটা।
মেটার কোড লামা ৭০বির আপডেটেড সংস্করণটি আগের সংস্করণগুলোর তুলনায় বেশি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রোগ্রামিংয়ের সময় দেওয়া প্রম্পটগুলো আরও দ্রুত কাজ করবে এবং আগের চেয়ে নির্ভুল জবাব মিলবে সর্বশেষ সংস্করণে। এআই প্রযুক্তির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের মানদণ্ড পরিমাপক ব্যবস্থা ‘হিউম্যানএভাল’-এ ৫৩ শতাংশ নির্ভুল ছিল কোড লামা ৭০বি।
গত বছর একই সঙ্গে আরও দুটি সংস্করণের কোড লামা এআই টুল চালু করেছিল মেটা। সেগুলোর নাম যথাক্রমে ‘কোড লামা-পাইথন’ ও ‘কোড লামা-ইনট্রাক্ট’। এগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট কয়েকটি কোডিং ভাষায় কাজ করার সুযোগ মেলে। মেটার দাবি, তাদের এই এআই টুলের লার্জ মডেল ৩৪বি ও ৭০বি; যেটি সর্বোচ্চ ফল দেবে এবং আরও ভালো কোডিং সহায়তা দিতে পারবে। মেটার বড় এআই মডেল অর্থাৎ ৩৪বি ও ৭০বি থেকে এআই-ভিত্তিক কাজে সেরা ফল পাওয়ার পাশাপাশি কোডিংয়ের ক্ষেত্রেও আগের চেয়ে বেশি সহায়তা মিলবে।
গত বছর এমন কোড জেনারেটর প্রকাশ করতে দেখা গেছে বেশ কিছু এআই টুল নির্মাতা প্রতিষ্ঠানকে। এগুলোর মধ্যে আমাজনের কোড জেনারেটর ‘কোডহুইস্পারার’ প্রকাশ পেয়েছে গত বছরের এপ্রিলে। একই সময় নিজেদের ‘গিটহাব কো-পাইলট’-এ ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করতে দেখা গেছে মাইক্রোসফটকে।
সূত্র: দ্য ভার্জ
মেটার নিজস্ব কোড জেনারেশন এআই মডেল ‘কোড লামা ৭০বি’ বাজারে আসে গত বছরের আগস্টে। এটি গবেষণা ও বাণিজ্যিক কাজে বিনা মূল্যে ব্যবহার করা যায়। এর আপডেটেড সংস্করণটি বিবেচিত হচ্ছে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ‘সবচেয়ে বড় ও কার্যকর এআই মডেল’ হিসেবে। ধারণা করা হচ্ছে, এটি চ্যাটজিপিটির সবচেয়ে উন্নত এআই মডেল জিপিটি৪-এর কাছাকাছি পর্যায়ের। গবেষণা ও বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য কোড লামা ৭০বি এআই টুলের তিনটি সংস্করণই বিনা মূল্যে বাজারে পাওয়া যাচ্ছে। এটি এক টেরাবাইট ডেটার ভিত্তিতে প্রশিক্ষিত হয়েছিল। এটি ‘হাগিং ফেস’-এর কোডিংয়ের কাজও করে থাকে, যেখানে এআই মডেলটি চালাতে নিজস্ব জিপিইউতেও প্রবেশের সুযোগ দিয়েছে মেটা।
মেটার কোড লামা ৭০বির আপডেটেড সংস্করণটি আগের সংস্করণগুলোর তুলনায় বেশি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। প্রোগ্রামিংয়ের সময় দেওয়া প্রম্পটগুলো আরও দ্রুত কাজ করবে এবং আগের চেয়ে নির্ভুল জবাব মিলবে সর্বশেষ সংস্করণে। এআই প্রযুক্তির লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএমের মানদণ্ড পরিমাপক ব্যবস্থা ‘হিউম্যানএভাল’-এ ৫৩ শতাংশ নির্ভুল ছিল কোড লামা ৭০বি।
গত বছর একই সঙ্গে আরও দুটি সংস্করণের কোড লামা এআই টুল চালু করেছিল মেটা। সেগুলোর নাম যথাক্রমে ‘কোড লামা-পাইথন’ ও ‘কোড লামা-ইনট্রাক্ট’। এগুলোর মাধ্যমে সুনির্দিষ্ট কয়েকটি কোডিং ভাষায় কাজ করার সুযোগ মেলে। মেটার দাবি, তাদের এই এআই টুলের লার্জ মডেল ৩৪বি ও ৭০বি; যেটি সর্বোচ্চ ফল দেবে এবং আরও ভালো কোডিং সহায়তা দিতে পারবে। মেটার বড় এআই মডেল অর্থাৎ ৩৪বি ও ৭০বি থেকে এআই-ভিত্তিক কাজে সেরা ফল পাওয়ার পাশাপাশি কোডিংয়ের ক্ষেত্রেও আগের চেয়ে বেশি সহায়তা মিলবে।
গত বছর এমন কোড জেনারেটর প্রকাশ করতে দেখা গেছে বেশ কিছু এআই টুল নির্মাতা প্রতিষ্ঠানকে। এগুলোর মধ্যে আমাজনের কোড জেনারেটর ‘কোডহুইস্পারার’ প্রকাশ পেয়েছে গত বছরের এপ্রিলে। একই সময় নিজেদের ‘গিটহাব কো-পাইলট’-এ ওপেনএআইয়ের এআই মডেল ব্যবহার করতে দেখা গেছে মাইক্রোসফটকে।
সূত্র: দ্য ভার্জ
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১৯ মিনিট আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
২ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৩ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে