অনলাইন ডেস্ক
ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ইন-অ্যাপ শপিং ফিচার নিয়ে এল আমাজন। এর ফলে অ্যাপগুলো থেকে আমাজনের বিভিন্ন পণ্য কিনতে পারবে গ্রাহকেরা। কোনো পণ্য পছন্দ হলে তা সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া যাবে; আমাজনের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকতে হবে না।
ডিজরাপটিভ ডিজিটালের প্রধান নির্বাহী মরিস রাহমে প্রথম নতুন ফিচারটি লক্ষ করেন। গুগল অ্যাডস ও মেটার অংশীদার এই কোম্পানি। লিংকডইন প্ল্যাটফর্মে ফিচারটির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন রাহমে।
আমাজনের মুখপাত্র ক্যালি জার্নিগান টেকক্রাঞ্চের প্রতিবেদককে এই ফিচার নিয়ে আসার তথ্য নিশ্চিত করেন।
ফিচারটি সম্পর্কে যা জানা গেছে–
১. শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা বর্তমানে ফিচারটি ব্যবহার করতে পারবে। এসব পণ্যের পরিবর্তনশীল মূল্য থাকবে। অর্থাৎ চাহিদার ওপর নির্ভর করে পণ্যের দাম কমবে ও বাড়বে।
২. ফেসবুক ও ইনস্টাগ্রামে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পণ্যগুলো আমাজন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। আমাজন বা স্বতন্ত্র বিক্রেতার স্টোর এই পণ্যগুলো বিক্রি করবে।
৩. এই ফিচার ব্যবহারের জন্য একবারই অ্যাকাউন্টগুলো লিংক করতে হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে খুব দ্রুত আমাজন অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা যাবে।
৪. অ্যাকাউন্ট লিংক করা হয়ে গেলে বিজ্ঞাপন থেকে সহজেই আমাজনে পণ্যটি দেখা যাবে। এ জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে বের হতে হবে না।
৫. ডিফল্ট শপিং অ্যাড্রেস ও পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে আমাজনে দ্রুত পণ্য অর্ডার করা যাবে।
ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ইন-অ্যাপ শপিং ফিচার নিয়ে এল আমাজন। এর ফলে অ্যাপগুলো থেকে আমাজনের বিভিন্ন পণ্য কিনতে পারবে গ্রাহকেরা। কোনো পণ্য পছন্দ হলে তা সঙ্গে সঙ্গে অর্ডার দেওয়া যাবে; আমাজনের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকতে হবে না।
ডিজরাপটিভ ডিজিটালের প্রধান নির্বাহী মরিস রাহমে প্রথম নতুন ফিচারটি লক্ষ করেন। গুগল অ্যাডস ও মেটার অংশীদার এই কোম্পানি। লিংকডইন প্ল্যাটফর্মে ফিচারটির বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন রাহমে।
আমাজনের মুখপাত্র ক্যালি জার্নিগান টেকক্রাঞ্চের প্রতিবেদককে এই ফিচার নিয়ে আসার তথ্য নিশ্চিত করেন।
ফিচারটি সম্পর্কে যা জানা গেছে–
১. শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকেরা বর্তমানে ফিচারটি ব্যবহার করতে পারবে। এসব পণ্যের পরিবর্তনশীল মূল্য থাকবে। অর্থাৎ চাহিদার ওপর নির্ভর করে পণ্যের দাম কমবে ও বাড়বে।
২. ফেসবুক ও ইনস্টাগ্রামে নির্দিষ্ট কিছু পণ্যের জন্য এই সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া পণ্যগুলো আমাজন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে। আমাজন বা স্বতন্ত্র বিক্রেতার স্টোর এই পণ্যগুলো বিক্রি করবে।
৩. এই ফিচার ব্যবহারের জন্য একবারই অ্যাকাউন্টগুলো লিংক করতে হবে। ফেসবুক ও ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে খুব দ্রুত আমাজন অ্যাকাউন্টের সঙ্গে লিংক করা যাবে।
৪. অ্যাকাউন্ট লিংক করা হয়ে গেলে বিজ্ঞাপন থেকে সহজেই আমাজনে পণ্যটি দেখা যাবে। এ জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাপ থেকে বের হতে হবে না।
৫. ডিফল্ট শপিং অ্যাড্রেস ও পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করে আমাজনে দ্রুত পণ্য অর্ডার করা যাবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে