নাহিদ ইসলাম
অ্যাপলের সাবেক প্রধান ডিজাইন কর্মকর্তা (সিডিও) জোনাথন (জনি) আইভ ও ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান একসঙ্গে কাজ শুরু করেছেন। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিগত ডিভাইসের ডিজাইন করার লক্ষ্যেই তাঁদের এই জোট। দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের ‘কনজ্যুমার ইলেকট্রনিক ডিভাইস’ তৈরির লক্ষ্যে এই জুটি ১০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করছেন।
নতুন ডিভাইসটি ঠিক কেমন হবে সে বিষয়ে খুব বেশি কিছু জানা না গেলেও একটা বিষয় নিশ্চিত যে ২০০৭ সালে প্রযুক্তি জগতে আইফোনের নকশা করে গন্ডগোল পাকানোর পর আইভ আরও একটি স্মার্টফোন ডিজাইনে আগ্রহী নন। স্যাম অল্টম্যান নিজেও হিউম্যান এআই কোম্পানির প্রধান বিনিয়োগকারী।
জোনাথন আইভের সাবেক সহকর্মী, ইমরান চৌধুরী ও বেথানি বন্জিওর্নোর প্রতিষ্ঠিত কোম্পানি সম্প্রতি বাজারে আসা ‘হিউম্যান এআই পিন’ ডিভাইসের উদ্ভাবক। উল্লেখ্য যে, ইমরান ও বেথানি আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২৩ থেকেই অল্টম্যান ও আইভের পার্টনারশিপের গুজব শোনা গেলেও এবারই প্রথম তাঁরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের স্টার্টআপ কোম্পানির এখনো নাম ঠিক হয়নি তবে ১০০ কোটি ডলার বিনিয়োগের জন্য তারা বিশ্বের প্রধান প্রধান মূলধনী কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওপেন এআইও এই স্টার্টআপে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া অল্টম্যান ও আইভ সফট ব্যাংকের সিইও মাসাইয়োশি সন ও থ্রাইভ ক্যাপিটালের সঙ্গেও বিনিয়োগের জন্য আলোচনা করছেন। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলের যৌথ মূলধনী উদ্যোগ ‘দ্য এমারসন কালেকটিভ’ও এই প্রকল্পে যুক্ত আছে।
২০১৯ সালে অ্যাপল ছাড়ার পর মার্ক নিউসনকে সঙ্গে নিয়ে ‘লাভ ফ্রম’ নামে একটি ডিজাইন কোম্পানি প্রতিষ্ঠা করেন আইভ। ২০১১ সালে স্টিভ জবস মারা যাওয়ার পর থেকে আইভ ক্রমান্বয়ে অ্যাপলে তাঁর কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেন। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির হিউম্যান ইন্টারফেস ও হার্ডওয়্যার ডিজাইন টিম একত্র করে তাঁর অধীনে দেওয়ার পর দায়িত্ব বাড়লেও আইভ ক্রমেই নিঃসঙ্গচারী হতে থাকেন।
ধীরে ধীরে আইভের মনোযোগের কেন্দ্রে চলে আসে ‘অ্যাপল পার্ক’ নির্মাণ। অ্যাপলে তাঁর শেষ প্রকল্প ছিল গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘ভিশন প্রো’ ডিভাইসটি। নিজের কোম্পানি ‘লাভ ফ্রমে’ থেকেই তিনি এই ডিভাইস নিয়ে কাজ করছিলেন। যদিও ২০২২ সালে লাভ ফ্রমের সঙ্গে অ্যাপল আর চুক্তি নবায়ন করেনি।
স্টিভ জবসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আইভ ও এমনকি লরেন পাওয়েলের সঙ্গেও তাঁর সুসম্পর্ক আছে। দ্য এমারসন কালেকটিভ, থ্রাইভ ক্যাপিটাল ও মাসাইয়োশি সনের অংশগ্রহণে আইভ ও অল্টম্যানের নতুন ডিভাইস কি রূপ নেবে তা জানতে উৎসুক এখন প্রযুক্তিপ্রেমীরা।
অ্যাপলের সাবেক প্রধান ডিজাইন কর্মকর্তা (সিডিও) জোনাথন (জনি) আইভ ও ওপেন এআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান একসঙ্গে কাজ শুরু করেছেন। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিগত ডিভাইসের ডিজাইন করার লক্ষ্যেই তাঁদের এই জোট। দ্য ইনফরমেশনের প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী প্রজন্মের ‘কনজ্যুমার ইলেকট্রনিক ডিভাইস’ তৈরির লক্ষ্যে এই জুটি ১০০ কোটি ডলার তহবিল সংগ্রহ করছেন।
নতুন ডিভাইসটি ঠিক কেমন হবে সে বিষয়ে খুব বেশি কিছু জানা না গেলেও একটা বিষয় নিশ্চিত যে ২০০৭ সালে প্রযুক্তি জগতে আইফোনের নকশা করে গন্ডগোল পাকানোর পর আইভ আরও একটি স্মার্টফোন ডিজাইনে আগ্রহী নন। স্যাম অল্টম্যান নিজেও হিউম্যান এআই কোম্পানির প্রধান বিনিয়োগকারী।
জোনাথন আইভের সাবেক সহকর্মী, ইমরান চৌধুরী ও বেথানি বন্জিওর্নোর প্রতিষ্ঠিত কোম্পানি সম্প্রতি বাজারে আসা ‘হিউম্যান এআই পিন’ ডিভাইসের উদ্ভাবক। উল্লেখ্য যে, ইমরান ও বেথানি আইফোন, আইপ্যাড ও অ্যাপল ওয়াচ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
২০২৩ থেকেই অল্টম্যান ও আইভের পার্টনারশিপের গুজব শোনা গেলেও এবারই প্রথম তাঁরা আনুষ্ঠানিকভাবে যৌথ উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের স্টার্টআপ কোম্পানির এখনো নাম ঠিক হয়নি তবে ১০০ কোটি ডলার বিনিয়োগের জন্য তারা বিশ্বের প্রধান প্রধান মূলধনী কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ওপেন এআইও এই স্টার্টআপে বিনিয়োগ করতে পারে। এ ছাড়া অল্টম্যান ও আইভ সফট ব্যাংকের সিইও মাসাইয়োশি সন ও থ্রাইভ ক্যাপিটালের সঙ্গেও বিনিয়োগের জন্য আলোচনা করছেন। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের স্ত্রী লরেন পাওয়েলের যৌথ মূলধনী উদ্যোগ ‘দ্য এমারসন কালেকটিভ’ও এই প্রকল্পে যুক্ত আছে।
২০১৯ সালে অ্যাপল ছাড়ার পর মার্ক নিউসনকে সঙ্গে নিয়ে ‘লাভ ফ্রম’ নামে একটি ডিজাইন কোম্পানি প্রতিষ্ঠা করেন আইভ। ২০১১ সালে স্টিভ জবস মারা যাওয়ার পর থেকে আইভ ক্রমান্বয়ে অ্যাপলে তাঁর কার্যক্রম গুটিয়ে নিতে শুরু করেন। ২০১৫ সালে প্রতিষ্ঠানটির হিউম্যান ইন্টারফেস ও হার্ডওয়্যার ডিজাইন টিম একত্র করে তাঁর অধীনে দেওয়ার পর দায়িত্ব বাড়লেও আইভ ক্রমেই নিঃসঙ্গচারী হতে থাকেন।
ধীরে ধীরে আইভের মনোযোগের কেন্দ্রে চলে আসে ‘অ্যাপল পার্ক’ নির্মাণ। অ্যাপলে তাঁর শেষ প্রকল্প ছিল গত ফেব্রুয়ারিতে প্রকাশিত ‘ভিশন প্রো’ ডিভাইসটি। নিজের কোম্পানি ‘লাভ ফ্রমে’ থেকেই তিনি এই ডিভাইস নিয়ে কাজ করছিলেন। যদিও ২০২২ সালে লাভ ফ্রমের সঙ্গে অ্যাপল আর চুক্তি নবায়ন করেনি।
স্টিভ জবসের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আইভ ও এমনকি লরেন পাওয়েলের সঙ্গেও তাঁর সুসম্পর্ক আছে। দ্য এমারসন কালেকটিভ, থ্রাইভ ক্যাপিটাল ও মাসাইয়োশি সনের অংশগ্রহণে আইভ ও অল্টম্যানের নতুন ডিভাইস কি রূপ নেবে তা জানতে উৎসুক এখন প্রযুক্তিপ্রেমীরা।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে