সৈকত দে
ইউরোপিয়ান ইউনিয়নের ডিজিটাল মার্কেট অ্যাক্ট অনুযায়ী সাম্প্রতিক পরিবর্তন জানানোর আগেই গুগল তাদের ফিচারে আনা নানা পরিবর্তনের খসড়া নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালা তৈরি করা হয়েছে ডিজিটাল মার্কেট অ্যাক্ট বা ডিএমএর নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে। সেই সব পরিবর্তন নেহাত কম নয়, ২০টির বেশি বলে জানা গেছে। গুগলের এই পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে ফলাফল বা সুবিধা দিতে পারে। এই বদল বিজ্ঞাপনদাতা কিংবা থার্ড পার্টি অ্যাপের ওপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্লেনের টিকিট কাটা বা হোটেলের কোনটিতে কেমন দাম, সেটা জানার এ প্রক্রিয়াটিতে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন, যা কি না ঘটতে চলেছে থার্ড পার্টি অ্যাপের বেলায়। যেমন ধরুন, প্যারিস যাওয়ার ওয়ানওয়ে টিকিটের জন্য গুগলে খুঁজতে গেলে তাদের নিজেদের অভ্যন্তরীণ ফ্লাইট ইউনিট মডিউল থেকে ফলাফল দেখায়। প্রতিদ্বন্দ্বী সংস্থা কায়াক ও আইপ্যাডভাইজর এক দশক ধরে গুগলের এই আধিপত্য নিয়ে প্রকাশ্যেই হইচই করেছে। নতুন নিয়মের ফলে গুগলের নিজস্ব ফ্লাইট রেজাল্টের বাইরে অন্যদের তথ্যও দেখা যাবে।
এই বদলের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিন বা ব্রাউজার পছন্দের ক্ষেত্রে সুবিধা পাবেন। ডিভাইস প্রথমবার সেটআপ করার সময় স্ক্রিনে পছন্দমতো বেছে নেওয়ার অপশনগুলো দেখা যাবে। সেটিংসে ২০২১ থেকেই এ ব্যবস্থা ছিল। এখন স্ক্রিনে চয়েস অপশনও দেখা যাবে। গুগল জানিয়েছে, অদূরভবিষ্যতে এই অপশন ডেস্কটপের ক্রোম ইউজার এবং আইওএস ইউজারদের জন্য আসছে। বিজ্ঞাপন দেখার সময় ডিজিটাল কনসেন্ট বা ডিএমএ প্রধান একটি চ্যালেঞ্জ। গুগল ব্যবহারকারীরা এখন ব্যক্তিগত বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সার্ভিসের মধ্যে তথ্য বেছে নিতে পারবেন। সেটিংস পেজের মধ্য দিয়ে এটি করা যাবে। এ জন্য বারবার ইউজারদের কাছে গুগল সার্ভিস ব্যবহারের সম্মতির বিষয়ে জানতে চাওয়া হতে পারে। এ ছাড়া ইন অ্যাপ কেনাকাটায় বিকল্প বিলিং সিস্টেম অ্যাপ স্টোরগুলোতে প্রস্তাব করতে হবে। গুগলের খসড়ায় ডিএমএর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল এটি একটি।
গুগল সম্প্রতি ইউসিবি অর্থাৎ ইউজার চয়েস বিলিং এনেছে। তার ফলে ডেভেলপাররা নিজেদের বিলিং সিস্টেম প্রস্তাব করতে পারবেন। এ প্রোগ্রামে ডেভেলপারদেরও যুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড ডিভাইস সব সময় থার্ড পার্টি অ্যাপে নিজেদের বিলিং সিস্টেম রেখেছিল। এখন এর ব্যবহার সহজ হবে। ডিএমএ কমপ্লায়েন্সের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ডেটা পোর্টেবিলিটি এপিআই আনতে যাচ্ছে। তার ফলে গুগল পণ্যের বাইরেও ব্যবহারকারীরা নিজেদের ডেটা ব্যবহার করতে পারবেন।
এত কিছু জানালেও গুগল কিছু রহস্য রেখে দিয়েছে। ব্যবহারকারীদের বলেছে, ‘মানুষজনকে সাহায্য করতে কিছু ফিচার আমরা উন্নত করেছি। নিরাপদ অনলাইন পরিসর বা পরিষেবা আমরা দিতে চাই। ভিন্ন ভিন্ন পণ্যের তথ্য অনুসন্ধানের ব্যবস্থাটি আর আগের মতো থাকবে না।’ তবে কে না জানে, বড় প্রতিষ্ঠানগুলোর যেকোনো ঘটনায় কিছু না কিছু রহস্য থাকে। আমাদের আপাতত অনলাইন ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।
ইউরোপিয়ান ইউনিয়নের ডিজিটাল মার্কেট অ্যাক্ট অনুযায়ী সাম্প্রতিক পরিবর্তন জানানোর আগেই গুগল তাদের ফিচারে আনা নানা পরিবর্তনের খসড়া নীতিমালা প্রকাশ করেছে। এই নীতিমালা তৈরি করা হয়েছে ডিজিটাল মার্কেট অ্যাক্ট বা ডিএমএর নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্য রেখে। সেই সব পরিবর্তন নেহাত কম নয়, ২০টির বেশি বলে জানা গেছে। গুগলের এই পরিবর্তন বিভিন্ন ক্ষেত্রে ফলাফল বা সুবিধা দিতে পারে। এই বদল বিজ্ঞাপনদাতা কিংবা থার্ড পার্টি অ্যাপের ওপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্লেনের টিকিট কাটা বা হোটেলের কোনটিতে কেমন দাম, সেটা জানার এ প্রক্রিয়াটিতে আসতে চলেছে বড় ধরনের পরিবর্তন, যা কি না ঘটতে চলেছে থার্ড পার্টি অ্যাপের বেলায়। যেমন ধরুন, প্যারিস যাওয়ার ওয়ানওয়ে টিকিটের জন্য গুগলে খুঁজতে গেলে তাদের নিজেদের অভ্যন্তরীণ ফ্লাইট ইউনিট মডিউল থেকে ফলাফল দেখায়। প্রতিদ্বন্দ্বী সংস্থা কায়াক ও আইপ্যাডভাইজর এক দশক ধরে গুগলের এই আধিপত্য নিয়ে প্রকাশ্যেই হইচই করেছে। নতুন নিয়মের ফলে গুগলের নিজস্ব ফ্লাইট রেজাল্টের বাইরে অন্যদের তথ্যও দেখা যাবে।
এই বদলের ফলে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সার্চ ইঞ্জিন বা ব্রাউজার পছন্দের ক্ষেত্রে সুবিধা পাবেন। ডিভাইস প্রথমবার সেটআপ করার সময় স্ক্রিনে পছন্দমতো বেছে নেওয়ার অপশনগুলো দেখা যাবে। সেটিংসে ২০২১ থেকেই এ ব্যবস্থা ছিল। এখন স্ক্রিনে চয়েস অপশনও দেখা যাবে। গুগল জানিয়েছে, অদূরভবিষ্যতে এই অপশন ডেস্কটপের ক্রোম ইউজার এবং আইওএস ইউজারদের জন্য আসছে। বিজ্ঞাপন দেখার সময় ডিজিটাল কনসেন্ট বা ডিএমএ প্রধান একটি চ্যালেঞ্জ। গুগল ব্যবহারকারীরা এখন ব্যক্তিগত বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন সার্ভিসের মধ্যে তথ্য বেছে নিতে পারবেন। সেটিংস পেজের মধ্য দিয়ে এটি করা যাবে। এ জন্য বারবার ইউজারদের কাছে গুগল সার্ভিস ব্যবহারের সম্মতির বিষয়ে জানতে চাওয়া হতে পারে। এ ছাড়া ইন অ্যাপ কেনাকাটায় বিকল্প বিলিং সিস্টেম অ্যাপ স্টোরগুলোতে প্রস্তাব করতে হবে। গুগলের খসড়ায় ডিএমএর গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে ছিল এটি একটি।
গুগল সম্প্রতি ইউসিবি অর্থাৎ ইউজার চয়েস বিলিং এনেছে। তার ফলে ডেভেলপাররা নিজেদের বিলিং সিস্টেম প্রস্তাব করতে পারবেন। এ প্রোগ্রামে ডেভেলপারদেরও যুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড ডিভাইস সব সময় থার্ড পার্টি অ্যাপে নিজেদের বিলিং সিস্টেম রেখেছিল। এখন এর ব্যবহার সহজ হবে। ডিএমএ কমপ্লায়েন্সের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ডেটা পোর্টেবিলিটি এপিআই আনতে যাচ্ছে। তার ফলে গুগল পণ্যের বাইরেও ব্যবহারকারীরা নিজেদের ডেটা ব্যবহার করতে পারবেন।
এত কিছু জানালেও গুগল কিছু রহস্য রেখে দিয়েছে। ব্যবহারকারীদের বলেছে, ‘মানুষজনকে সাহায্য করতে কিছু ফিচার আমরা উন্নত করেছি। নিরাপদ অনলাইন পরিসর বা পরিষেবা আমরা দিতে চাই। ভিন্ন ভিন্ন পণ্যের তথ্য অনুসন্ধানের ব্যবস্থাটি আর আগের মতো থাকবে না।’ তবে কে না জানে, বড় প্রতিষ্ঠানগুলোর যেকোনো ঘটনায় কিছু না কিছু রহস্য থাকে। আমাদের আপাতত অনলাইন ব্যবহারের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে