অনলাইন ডেস্ক
অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ’ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১০ জুন)। এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে। আগামী ১৪ জুন পর্যন্ত সম্মেলনটি চলবে। ঘরে বসেই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
আগামীকাল স্থানীয় সময় (যুক্তরাষ্ট্রের কুপারটিনো সময় অনুযায়ী) সকাল ১০টায় ও বাংলাদেশ সময় রাত ১১ টায় সম্মেলনটি শুরু হবে। নিচের প্ল্যাটফরমগুলো ব্যবহার করে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
ইউটিউব: সম্মেলনটি সরাসরি দেখার জন্য সহজ উপায় হলো ইউটিউব ব্যবহার করা। ইউটিউবের অ্যাপলের চ্যানেল থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। অনুষ্ঠান শুরুর সময় নোটিফিকেশন পেতে অ্যাপলের ইউটিউব চ্যানেলে গিয়ে অনুষ্ঠানটির ভিডিও উইন্ডোটি খুঁজে বের করুন। এরপর ‘নোটিফাই মি’ অপশনে ট্যাপ করুন।
অ্যাপলের ওয়েবসাইট: যে কোনো ব্রাউজার থেকে অ্যাপলের ওয়েবসাইটে এই অনুষ্ঠান দেখা যাবে। অ্যাপলের ওয়েবসাইটটি ইউটিউবের সম্প্রচার থেকে কয়েক সেকেন্ড এগিয়ে থাকে। তবে ইন্টারনেটের গতি কম থাকলে সম্প্রচারটি ইউটিউবের চেয়ে বেশি আটকে যায়।
অ্যাপল টিভি: অ্যাপল টিভির সাবস্ক্রিপশন থাকলে এই প্ল্যাটফরম থেকেও অনুষ্ঠানটি দেখা যাবে।
সম্মেলনে এবার যা যা থাকতে পারে
এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ হলো অ্যাপল কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি তাদের পণ্যে যুক্ত করছে। এআইভিত্তিক বিভিন্ন ফিচারও দেখানো হতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। অ্যাপলের এআই যেসব কাজ করে দিতে পারে—বিভিন্ন ওয়েবপেজ, নোট, মেসেজ, ইমেইল, নোটিফিকেশনের সারাংশ তৈরি করে দেবে, ইমেইল ও টেক্সট মেসেজ স্বয়ংক্রিয়ভাবে জবাব দিতে পারবে, কাস্টম ইমোজি তৈরি করে ছবি এডিট করতে পারবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে।
আইওএস ১৮-এর মাধ্যমে আইফোনের কন্ট্রোল সেন্টার ও নোটিফিকেশনের নকশায়ও পরিবর্তন দেখা দিতে পারে।
এই অনুষ্ঠানে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপেরও ঘোষণা দিতে পারে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে আইওএস ১৮ উন্মোচনের সঙ্গে সঙ্গে কোম্পানির লোগোর রং পরিবর্তন করে বেগুনি রঙের লোগো দেখা যেতে পারে।
এ ছাড়া অ্যাপলের ঘড়ির জন্য ওয়াচওস ১১ অপারেটিং সিস্টেম উন্মোচন করা হতে পারে। এর মাধ্যমে অ্যাপলের ওয়াচে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।
আইপ্যাড ও ম্যাকে ক্যালকুলেটর অ্যাপ নেই। তাই ব্যবহারকারীদের অনেক আক্ষেপ রয়েছে। তবে এবার সেই আক্ষেপ দূর করতে পারে অ্যাপল। এই অনুষ্ঠানে আইপ্যাডওএস ও ম্যাকওএসের জন্য ক্যালকুলেটর অ্যাপ উন্মোচন করা হতে পারে। এ ছাড়া রক্তচাপের তথ্য গুছিয়ে রাখতে হেলথ অ্যাপে নতুন ফিচার যুক্ত হতে যেতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ’ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১০ জুন)। এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে। আগামী ১৪ জুন পর্যন্ত সম্মেলনটি চলবে। ঘরে বসেই অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন।
আগামীকাল স্থানীয় সময় (যুক্তরাষ্ট্রের কুপারটিনো সময় অনুযায়ী) সকাল ১০টায় ও বাংলাদেশ সময় রাত ১১ টায় সম্মেলনটি শুরু হবে। নিচের প্ল্যাটফরমগুলো ব্যবহার করে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।
ইউটিউব: সম্মেলনটি সরাসরি দেখার জন্য সহজ উপায় হলো ইউটিউব ব্যবহার করা। ইউটিউবের অ্যাপলের চ্যানেল থেকে সরাসরি অনুষ্ঠানটি দেখতে পারবেন। অনুষ্ঠান শুরুর সময় নোটিফিকেশন পেতে অ্যাপলের ইউটিউব চ্যানেলে গিয়ে অনুষ্ঠানটির ভিডিও উইন্ডোটি খুঁজে বের করুন। এরপর ‘নোটিফাই মি’ অপশনে ট্যাপ করুন।
অ্যাপলের ওয়েবসাইট: যে কোনো ব্রাউজার থেকে অ্যাপলের ওয়েবসাইটে এই অনুষ্ঠান দেখা যাবে। অ্যাপলের ওয়েবসাইটটি ইউটিউবের সম্প্রচার থেকে কয়েক সেকেন্ড এগিয়ে থাকে। তবে ইন্টারনেটের গতি কম থাকলে সম্প্রচারটি ইউটিউবের চেয়ে বেশি আটকে যায়।
অ্যাপল টিভি: অ্যাপল টিভির সাবস্ক্রিপশন থাকলে এই প্ল্যাটফরম থেকেও অনুষ্ঠানটি দেখা যাবে।
সম্মেলনে এবার যা যা থাকতে পারে
এবারের সম্মেলনের সবচেয়ে বড় আকর্ষণ হলো অ্যাপল কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি তাদের পণ্যে যুক্ত করছে। এআইভিত্তিক বিভিন্ন ফিচারও দেখানো হতে পারে বলে জানিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। অ্যাপলের এআই যেসব কাজ করে দিতে পারে—বিভিন্ন ওয়েবপেজ, নোট, মেসেজ, ইমেইল, নোটিফিকেশনের সারাংশ তৈরি করে দেবে, ইমেইল ও টেক্সট মেসেজ স্বয়ংক্রিয়ভাবে জবাব দিতে পারবে, কাস্টম ইমোজি তৈরি করে ছবি এডিট করতে পারবে। এ ছাড়া এআইয়ের মাধ্যমে সিরিকে আরও উন্নত করা হবে। অ্যাপল মিউজিকে প্লে লিস্ট তৈরি করে দেবে এআই। আর ম্যাসেজিং সেবায় আরসিএস সুবিধা যুক্ত হতে পারে।
আইওএস ১৮-এর মাধ্যমে আইফোনের কন্ট্রোল সেন্টার ও নোটিফিকেশনের নকশায়ও পরিবর্তন দেখা দিতে পারে।
এই অনুষ্ঠানে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার জন্য ‘পাসওয়ার্ড’ নামে নতুন অ্যাপেরও ঘোষণা দিতে পারে অ্যাপল। ভ্যারিফেকেশন কোডগুলোও সমর্থন করবে এই অ্যাপ। অন্যান্য পাসওয়ার্ড ম্যানেজারে মতো এই অ্যাপেও পাসওয়ার্ড ও পাসকির জন্য তালিকা তৈরি করা যাবে। কোনো ওয়েবসাইটে লগ ইন করার সময় স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি পাসওয়ার্ড দিয়ে দেবে।
অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে আইওএস ১৮ উন্মোচনের সঙ্গে সঙ্গে কোম্পানির লোগোর রং পরিবর্তন করে বেগুনি রঙের লোগো দেখা যেতে পারে।
এ ছাড়া অ্যাপলের ঘড়ির জন্য ওয়াচওস ১১ অপারেটিং সিস্টেম উন্মোচন করা হতে পারে। এর মাধ্যমে অ্যাপলের ওয়াচে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে।
আইপ্যাড ও ম্যাকে ক্যালকুলেটর অ্যাপ নেই। তাই ব্যবহারকারীদের অনেক আক্ষেপ রয়েছে। তবে এবার সেই আক্ষেপ দূর করতে পারে অ্যাপল। এই অনুষ্ঠানে আইপ্যাডওএস ও ম্যাকওএসের জন্য ক্যালকুলেটর অ্যাপ উন্মোচন করা হতে পারে। এ ছাড়া রক্তচাপের তথ্য গুছিয়ে রাখতে হেলথ অ্যাপে নতুন ফিচার যুক্ত হতে যেতে পারে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে