অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে।
এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে।
এই অ্যাপের হোম স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে।
যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
ইনস্টাগ্রামের সঙ্গে প্রতিযোগিতা আরও কঠিন করতে নতুন ফটোজ অ্যাপ নিয়ে আসতে পারে টিকটক। কম দৈর্ঘ্যের ভিডিও ফিচারের নকল করে সর্বাধিক ডাউনলোড করা অ্যাপ হিসেবে সম্প্রতি টিকটককে ছাড়িয়ে গেছে ইনস্টাগ্রাম। শর্টস ও রিলস ফিচারের মাধ্যমে টিকটকের ব্যবহাকারীদের আকৃষ্ট করা চেষ্টা করছে ইউটিউব ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। আর তাই নতুন ফটোজ অ্যাপ নিয়ে এসে ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামছে টিকটক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্যএসপিঅ্যান্ড্রয়েডের প্রতিবেদনে অ্যাসেম্বলডিবাগ বলে, টিকটকের সর্বশেষ এপিকেতে (৩৩.৮. ৪ সংস্করণ) কিছু কোডের স্ট্রিং (স্ট্রিং হল এক ধরনের টেক্সট ডেটা যা প্রোগ্রামিংয়ে ব্যবহৃত হয়) থেকে টিকটিক ফটোজ নামের নতুন এক অ্যাপের বিষয়ে জানা যায়। স্ট্রিংগুলো থেকে জানা যায় নতুন অ্যাপটির সঙ্গে টিকটকের প্রধান অ্যাপের সংযোগ থাকবে।
এক স্ট্রিংয়ে বলা হয়, ‘যারা ফটো পোস্টগুলো উপভোগ করে এমন সমমনা ব্যক্তিদের কাছে পৌঁছান’। অর্থাৎ এই বার্তার মাধ্যমে বোঝা যায়, টিকটক ফটোজ থেকে ছবি ডাউনলোড করার লিংক থাকবে। অন্যান্য স্ট্রিংয়ে লেখা আছে, ‘টিকটক ফটোজে ছবি শেয়ার করুন” ও ‘টিকটক ফটোজে ছবি সিংক করুন’। কোডের এসব স্ট্রিং থেকে বোঝা যায় টিকটক ফটোজ অ্যাপের সঙ্গে টিকটিক প্ল্যাটফর্মের ছবি শেয়ার করা যাবে।
এই অ্যাপের হোম স্ক্রিনের বিভিন্ন ফরম্যাটও অ্যাসেম্বলডিবাগ তুলে ধরে। নতুন অ্যাপের ইন্টারফেসে একই ধরনের রঙ ব্যবহার করা হয়েছে। তবে টিকটকের লোগোতে মিউজিক নোটটি বাদ দিয়ে ‘পি’ বর্ণটি ব্যবহার করা হয়েছে।
যদিও ব্যবহারকারীরা ইতিমধ্যেই বিদ্যমান টিকটক অ্যাপে ছবি শেয়ার করতে পারে। তবে অ্যাপটিতে ভিডিও ও ছবির একই সঙ্গে থাকায় একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এজন্য টিকটকের নতুন ফটোজ ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
তথ্যসূত্র: অ্যান্ড্রয়েড অথোরিটি
আইফোনের জন্য নতুন আইওএস ১৮.১. ১ সফটওয়্যার আপডেট নিয়ে এসেছে অ্যাপল। ডিভাইসের নিরাপত্তা বিষয়ক ত্রুটি সারাতে নতুন আপডেটটি নিয়ে আসা হয়েছে। আইফোনের সকল ব্যবহারকারীরকে আপডেটটি ইনস্টল করার পরামর্শ দিয়েছে অ্যাপল। তবে এই আপডেটের মাধ্যমে আইফোনে নতুন কোন ফিচার যুক্ত হবে না।
৮ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে বৈজ্ঞানিক আবিষ্কারের জন্য বিজ্ঞানী ও গবেষকদের ২০ মিলিয়ন ডলার অনুদান দেবে গুগল। সেই সঙ্গে ২০ লাখ ডলার মূল্যের ক্লাউড সেবাও বরাদ্দ করবে টেক জায়ান্টটি। গত সোমবার এই উদ্যোগের ঘোষণা দেন গুগল ডিপমাইন্ডের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইউ ডেমিস হাসাবিস।
১০ ঘণ্টা আগেপেশাদার ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফারদের জন্য ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘আলফা ১ II’ নিয়ে আসছে সনি ইলেকট্রনিকস। এই ক্যামেরায় দ্রুত গতিতে উচ্চ রেজল্যুশনের ছবি তোলা যাবে। সেই সঙ্গে এতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বেশ কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। তাই ক্যামেরাটি দিয়ে বন্যপ্রাণী, খেলাধুলা পোর্ট্রেট...
১১ ঘণ্টা আগেঅ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত পিক্সেল ল্যাপটপ নিয়ে আসতে পারে টেক জায়ান্ট গুগল। এটি একটি উচ্চমানের পিক্সেল ল্যাপটপ হতে পারে। গুগলের এই প্রকল্পে একটি নিবেদিত দল কাজ করছে...
১৩ ঘণ্টা আগে