অনলাইন ডেস্ক
মহাকাশে দীর্ঘতম সময় কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন রাশিয়ার এক নভোচারী। গতকাল রোববার মহাকাশে ঘুরে বেড়ানোর ৮৭৮তম দিন পার করেছেন ওলেগ কনোনেঙ্কো। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এ তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রসকসমস এক বিবৃতিতে বলে, আন্তর্জাতিক সময় ৮টা ৩০ মিনিটে রেকর্ড গড়েন কনোনেঙ্কো। আগামী ৫ জুন মহাকাশে ১ হাজারতম দিন পার করতে যাচ্ছেন তিনি। সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি ১ হাজার ১১০তম দিন কাটাবেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকেই রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে কনোনেঙ্কো বলেন, ‘আমার ভালো লাগে, তাই আমি মহাকাশে ঘুরি, কোনো রেকর্ড গড়ার জন্য নয়।’ তিনি বর্তমানে ভূপৃষ্ঠ থেকে ৪২৩ কিলোমিটার দূরে অবস্থান করে পৃথিবীকে প্রদক্ষিণ করছেন।
কনোনেঙ্কো বলেন, ‘আমি আমার সব অর্জনের জন্য গর্বিত। তবে মহাকাশে কোনো মানুষের দীর্ঘতম সময় অবস্থানের রেকর্ড এখনো রাশিয়ার মহাকাশচারীদের দখলে। তাই আমি আরও বেশি গর্বিত।’
আগের রেকর্ডধারী পাদালকাকে টপকে গেছেন ৫৯ বছর বয়সী কনোনেঙ্কো। পাদালকা মহাকাশে ৮৭৮ দিন ১১ ঘণ্টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ড কাটিয়েছেন বলে জানায় রসকসমস।
এর আগে ১৯৫৭ সালে পশ্চিমাদের চমকে দিয়ে পৃথিবী প্রদক্ষিণ করা প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) স্পুতনিক ১ উৎক্ষেপণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। মহাকাশচারী প্রথম মানব হিসেবে ১৯৬১ সালে মহাকাশ ভ্রমণ করেন ইউরি গ্যাগারিন।
তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রাশিয়ার মহাকাশ কার্যক্রম অর্থায়ন ও দুর্নীতির কবলে মুখ থুবড়ে পড়ে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে থাকা কর্মকর্তারা রাশিয়ার মহাকাশ কর্মসূচির এ ধস রুখে পরিস্থিতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বারবার। তবে বড় ধরনের সমস্যা এখনো রয়ে গেছে।
কনোনেঙ্কো বলেন, মহাকাশে ওজনহীনতার কারণে শরীরে বিরূপ প্রভাব মোকাবিলা করতে নিয়মিত ব্যায়াম করেন। তিনি বলেন, ‘আমি মোটেও বঞ্চিত বা বিচ্ছিন্নতা বোধ করি না। শুধু বাড়ি ফিরলেই মনে হয়, আমার সন্তানেরা শত শত দিন ধরে বাবার অনুপস্থিতিতেই বড় হচ্ছে। এ সময় আমাকে কেউ ফিরিয়ে দেবে না।’
মহাকাশচারীরা এখন ভিডিও কল ও মেসেজিংয়ের মাধ্যমে পৃথিবীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কনোনেঙ্কো বলেন, তবে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির কারণে প্রতিবার মহাকাশযাত্রার জন্য নতুন প্রযুক্তির যোগাযোগব্যবস্থা যুক্ত করা কঠিন হয়ে পড়ছে।
কনোনেঙ্কো বলেন, ‘মহাকাশচারীর পেশা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। ব্যবস্থা ও পরীক্ষাগুলো আরও জটিল হয়ে পড়েছে। আমি আবারও বলছি, প্রস্তুতিগুলো এখনো সহজ হয়নি।’
ছোটবেলা থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখেছেন কনোনেঙ্কো, আর তা পূরণের জন্যই প্রকৌশলী প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি। এরপর তিনি মহাকাশচারীর প্রশিক্ষণ নেন। ২০০৮ সালে ছিল তাঁর প্রথম মহাকাশযাত্রা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে তাঁর সর্বশেষ ফ্লাইটটি ছিল গত বছর, রাশিয়ার সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে।
আইএসএস অল্প কয়েকটি আন্তর্জাতিক প্রকল্পের মধ্যে একটি, যেটিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনো যৌথভাবে কাজ করে। গত ডিসেম্বরে রসকসমস জানিয়েছে, নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশচারী পাঠানোর কর্মসূচি ২০২৫ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
মহাকাশে দীর্ঘতম সময় কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন রাশিয়ার এক নভোচারী। গতকাল রোববার মহাকাশে ঘুরে বেড়ানোর ৮৭৮তম দিন পার করেছেন ওলেগ কনোনেঙ্কো। রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এ তথ্য নিশ্চিত করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রসকসমস এক বিবৃতিতে বলে, আন্তর্জাতিক সময় ৮টা ৩০ মিনিটে রেকর্ড গড়েন কনোনেঙ্কো। আগামী ৫ জুন মহাকাশে ১ হাজারতম দিন পার করতে যাচ্ছেন তিনি। সেপ্টেম্বরের শেষ নাগাদ তিনি ১ হাজার ১১০তম দিন কাটাবেন।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকেই রাশিয়ার বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে কনোনেঙ্কো বলেন, ‘আমার ভালো লাগে, তাই আমি মহাকাশে ঘুরি, কোনো রেকর্ড গড়ার জন্য নয়।’ তিনি বর্তমানে ভূপৃষ্ঠ থেকে ৪২৩ কিলোমিটার দূরে অবস্থান করে পৃথিবীকে প্রদক্ষিণ করছেন।
কনোনেঙ্কো বলেন, ‘আমি আমার সব অর্জনের জন্য গর্বিত। তবে মহাকাশে কোনো মানুষের দীর্ঘতম সময় অবস্থানের রেকর্ড এখনো রাশিয়ার মহাকাশচারীদের দখলে। তাই আমি আরও বেশি গর্বিত।’
আগের রেকর্ডধারী পাদালকাকে টপকে গেছেন ৫৯ বছর বয়সী কনোনেঙ্কো। পাদালকা মহাকাশে ৮৭৮ দিন ১১ ঘণ্টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ড কাটিয়েছেন বলে জানায় রসকসমস।
এর আগে ১৯৫৭ সালে পশ্চিমাদের চমকে দিয়ে পৃথিবী প্রদক্ষিণ করা প্রথম স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) স্পুতনিক ১ উৎক্ষেপণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। মহাকাশচারী প্রথম মানব হিসেবে ১৯৬১ সালে মহাকাশ ভ্রমণ করেন ইউরি গ্যাগারিন।
তবে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর রাশিয়ার মহাকাশ কার্যক্রম অর্থায়ন ও দুর্নীতির কবলে মুখ থুবড়ে পড়ে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অধীনে থাকা কর্মকর্তারা রাশিয়ার মহাকাশ কর্মসূচির এ ধস রুখে পরিস্থিতি পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছেন বারবার। তবে বড় ধরনের সমস্যা এখনো রয়ে গেছে।
কনোনেঙ্কো বলেন, মহাকাশে ওজনহীনতার কারণে শরীরে বিরূপ প্রভাব মোকাবিলা করতে নিয়মিত ব্যায়াম করেন। তিনি বলেন, ‘আমি মোটেও বঞ্চিত বা বিচ্ছিন্নতা বোধ করি না। শুধু বাড়ি ফিরলেই মনে হয়, আমার সন্তানেরা শত শত দিন ধরে বাবার অনুপস্থিতিতেই বড় হচ্ছে। এ সময় আমাকে কেউ ফিরিয়ে দেবে না।’
মহাকাশচারীরা এখন ভিডিও কল ও মেসেজিংয়ের মাধ্যমে পৃথিবীতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কনোনেঙ্কো বলেন, তবে দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির কারণে প্রতিবার মহাকাশযাত্রার জন্য নতুন প্রযুক্তির যোগাযোগব্যবস্থা যুক্ত করা কঠিন হয়ে পড়ছে।
কনোনেঙ্কো বলেন, ‘মহাকাশচারীর পেশা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। ব্যবস্থা ও পরীক্ষাগুলো আরও জটিল হয়ে পড়েছে। আমি আবারও বলছি, প্রস্তুতিগুলো এখনো সহজ হয়নি।’
ছোটবেলা থেকেই মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখেছেন কনোনেঙ্কো, আর তা পূরণের জন্যই প্রকৌশলী প্রতিষ্ঠানে ভর্তি হন তিনি। এরপর তিনি মহাকাশচারীর প্রশিক্ষণ নেন। ২০০৮ সালে ছিল তাঁর প্রথম মহাকাশযাত্রা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে তাঁর সর্বশেষ ফ্লাইটটি ছিল গত বছর, রাশিয়ার সয়ুজ এমএস-২৪ মহাকাশযানে।
আইএসএস অল্প কয়েকটি আন্তর্জাতিক প্রকল্পের মধ্যে একটি, যেটিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়া এখনো যৌথভাবে কাজ করে। গত ডিসেম্বরে রসকসমস জানিয়েছে, নাসার সঙ্গে যৌথভাবে মহাকাশচারী পাঠানোর কর্মসূচি ২০২৫ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে