নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করার পর এক দিন পেরিয়ে গেছে। এখনো দেশের ৬২টি জেলায় মোবাইল অপারেটরদের ২৬ হাজার ২৫১টি সাইট (মোবাইল নেটওয়ার্ক টাওয়ার) সচল হয়নি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে।
বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মূলত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে মোবাইল অপারেটরদের টাওয়ারগুলো অসচল অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সাইটগুলোও সচল হচ্ছে।
বিটিআরসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলায় মোবাইল অপারেটরদের ৫৮ হাজার ২৯৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বা সাইট রয়েছে। এর মধ্যে আজ দুপুর পর্যন্ত ২৬ হাজার ২৫১টি সাইটই অসচল অবস্থায় রয়েছে। যা মোট সাইটের ৪৫ শতাংশ।
অপর দিকে বিটিআরসিতে আইএসপি অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় গাছপালা ভেঙে পড়া, বিদ্যুৎ না থাকা এবং ঘূর্ণিঝড়ে ইন্টারনেট কেব্লের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর এক শর বেশি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি অপারেটর) নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আইএসপি অপারেটরদের ৩২০টি পপের মধ্যে ২৫০টি অকার্যকর রয়েছে।
এ বিষয়ে আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘আজ সকাল থেকে কানেকটিভিটি রিস্টোরের (সংযোগ পুনঃস্থাপন) কাজ শুরু হয়েছে। দুপুর নাগাদ ৫০ শতাংশ সংযোগ রিস্টোর হয়েছে।’
এদিকে দেশের বিভিন্ন এলাকায় টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মোবাইল অপারেটরদের টাওয়ারগুলোর মাইক্রোওয়েভ মানসম্মত নয়। সেই সঙ্গে ব্যাটারিগুলো মানহীন হয়ে পড়েছে। না হলে বিদ্যুৎ চলে যাওয়ার পর যেখানে ছয় ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দেওয়ার কথা, সেখানে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক অচল হওয়ার কারণ কী?’
তিনি বলেন, ‘টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির কাছে আমাদের অনুরোধ, অপারেটরগুলোর মাইক্রোওয়েভের মান এবং ব্যাটারি পর্যবেক্ষণ করা হোক। সেই সঙ্গে দেশের ফাইবার অপটিক্যাল এখনো ৬৫ শতাংশ ওভারহেড থাকায় ঝড়–বৃষ্টি এলেই কেটে যাচ্ছে। ফলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নেটওয়ার্ক। বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মহল উদ্যোগ না নিলে ভবিষ্যতে নেটওয়ার্কের ক্ষেত্রে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।’
প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূল অতিক্রম করার পর এক দিন পেরিয়ে গেছে। এখনো দেশের ৬২টি জেলায় মোবাইল অপারেটরদের ২৬ হাজার ২৫১টি সাইট (মোবাইল নেটওয়ার্ক টাওয়ার) সচল হয়নি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ মঙ্গলবার বিকেলে এ তথ্য জানিয়েছে।
বিটিআরসি চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, মূলত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে মোবাইল অপারেটরদের টাওয়ারগুলো অসচল অবস্থায় রয়েছে। বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে সাইটগুলোও সচল হচ্ছে।
বিটিআরসি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলায় মোবাইল অপারেটরদের ৫৮ হাজার ২৯৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার বা সাইট রয়েছে। এর মধ্যে আজ দুপুর পর্যন্ত ২৬ হাজার ২৫১টি সাইটই অসচল অবস্থায় রয়েছে। যা মোট সাইটের ৪৫ শতাংশ।
অপর দিকে বিটিআরসিতে আইএসপি অপারেটরদের দেওয়া তথ্য অনুযায়ী, উপকূলীয় এলাকায় গাছপালা ভেঙে পড়া, বিদ্যুৎ না থাকা এবং ঘূর্ণিঝড়ে ইন্টারনেট কেব্লের ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর এক শর বেশি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি অপারেটর) নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আইএসপি অপারেটরদের ৩২০টি পপের মধ্যে ২৫০টি অকার্যকর রয়েছে।
এ বিষয়ে আইএসপিএবি (ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সভাপতি ইমদাদুল হক বলেন, ‘আজ সকাল থেকে কানেকটিভিটি রিস্টোরের (সংযোগ পুনঃস্থাপন) কাজ শুরু হয়েছে। দুপুর নাগাদ ৫০ শতাংশ সংযোগ রিস্টোর হয়েছে।’
এদিকে দেশের বিভিন্ন এলাকায় টেলিযোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মোবাইল ফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মোবাইল অপারেটরদের টাওয়ারগুলোর মাইক্রোওয়েভ মানসম্মত নয়। সেই সঙ্গে ব্যাটারিগুলো মানহীন হয়ে পড়েছে। না হলে বিদ্যুৎ চলে যাওয়ার পর যেখানে ছয় ঘণ্টা পাওয়ার ব্যাকআপ দেওয়ার কথা, সেখানে বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক অচল হওয়ার কারণ কী?’
তিনি বলেন, ‘টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির কাছে আমাদের অনুরোধ, অপারেটরগুলোর মাইক্রোওয়েভের মান এবং ব্যাটারি পর্যবেক্ষণ করা হোক। সেই সঙ্গে দেশের ফাইবার অপটিক্যাল এখনো ৬৫ শতাংশ ওভারহেড থাকায় ঝড়–বৃষ্টি এলেই কেটে যাচ্ছে। ফলে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে নেটওয়ার্ক। বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট মহল উদ্যোগ না নিলে ভবিষ্যতে নেটওয়ার্কের ক্ষেত্রে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।’
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
১ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৩ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৪ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৮ ঘণ্টা আগে