অনলাইন ডেস্ক
নতুন চালু হওয়া আইফোন ১৫ প্রো মডেলে এ১৭ চিপসেট ব্যবহার করে অ্যাপল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৩ ন্যানোমিটার নড ব্যবহার করা হয়েছে এতে। নতুন ম্যাকবুক ও আইপ্যাডেও ৩ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট নাওয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়।
মিডিয়াম ডটকম ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও বলেন, ৩ ন্যানোমিটারভিত্তিক নতুন ম্যাকবুক ও আইপ্যাড ২০২৪ সালে বাজারে আসবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে অ্যাপলের ৩ ন্যানোমিটার চিপের চাহিদা ‘প্রত্যাশার চেয়ে কম’ হবে। ম্যাকবুক ও আইপ্যাডের সরবরাহ ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ কমে যথাক্রমে ১৭০ লাখ ও ৪৮০ লাখ ইউনিটে নেমেছে। সরবরাহ কমার কারণ, করোনার সময়ের ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে কাজ করা) চাহিদা কমে গেছে এবং অ্যাপলের নতুন স্পেসিফিকেশন ক্রেতাদের আর আকৃষ্ট করতে পারছে না।
তাছাড়া ক্রেতাদের ইনটেল সমর্থিত কম্পিউটার ব্যবহারে আগ্রহ বাড়ছে।
ম্যাকবুক ও আইপ্যাডের নতুন সিরিজে যা যা থাকতে পারে
নতুন আইপ্যাড প্রো মডেলগুলোতে ওলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। চি কুও বলেন, ২০২৩ সালের শেষ দিকে নতুন আইপ্যাড বাজারে আসবে না। তবে অন্য তথ্যসূত্র বলেছে, নতুন আইপ্যাড মিনি এই বছরেই লঞ্চ করা হবে।
কুওয়ের ভবিষ্যৎবাণী সত্য হলে এম ৩ চিপ আনতে অ্যাপল ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ বাজারে নিয়ে আসা হয়।
এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়। অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। বিশ্বের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে নতুন সিরিজের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল।
নতুন চালু হওয়া আইফোন ১৫ প্রো মডেলে এ১৭ চিপসেট ব্যবহার করে অ্যাপল। তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির ৩ ন্যানোমিটার নড ব্যবহার করা হয়েছে এতে। নতুন ম্যাকবুক ও আইপ্যাডেও ৩ ন্যানোমিটার চিপ ব্যবহার করা হবে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট নাওয়ের এক প্রতিবেদন থেকে জানা যায়।
মিডিয়াম ডটকম ওয়েবসাইটের এক ব্লগ পোস্টে সাপ্লাই চেইন বিশ্লেষক মিং–চি কুও বলেন, ৩ ন্যানোমিটারভিত্তিক নতুন ম্যাকবুক ও আইপ্যাড ২০২৪ সালে বাজারে আসবে।
তিনি আরও বলেন, ২০২৪ সালে অ্যাপলের ৩ ন্যানোমিটার চিপের চাহিদা ‘প্রত্যাশার চেয়ে কম’ হবে। ম্যাকবুক ও আইপ্যাডের সরবরাহ ৩০ শতাংশ থেকে ২২ শতাংশ কমে যথাক্রমে ১৭০ লাখ ও ৪৮০ লাখ ইউনিটে নেমেছে। সরবরাহ কমার কারণ, করোনার সময়ের ওয়ার্ক ফ্রম হোম (বাসা থেকে কাজ করা) চাহিদা কমে গেছে এবং অ্যাপলের নতুন স্পেসিফিকেশন ক্রেতাদের আর আকৃষ্ট করতে পারছে না।
তাছাড়া ক্রেতাদের ইনটেল সমর্থিত কম্পিউটার ব্যবহারে আগ্রহ বাড়ছে।
ম্যাকবুক ও আইপ্যাডের নতুন সিরিজে যা যা থাকতে পারে
নতুন আইপ্যাড প্রো মডেলগুলোতে ওলেড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। চি কুও বলেন, ২০২৩ সালের শেষ দিকে নতুন আইপ্যাড বাজারে আসবে না। তবে অন্য তথ্যসূত্র বলেছে, নতুন আইপ্যাড মিনি এই বছরেই লঞ্চ করা হবে।
কুওয়ের ভবিষ্যৎবাণী সত্য হলে এম ৩ চিপ আনতে অ্যাপল ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারে। অ্যাপলের সবচেয়ে বড় লঞ্চিং ইভেন্ট ওয়ান্ডারলাস্ট এ গত ১২ সেপ্টেম্বর আইফোন ১৫ সিরিজ বাজারে নিয়ে আসা হয়।
এবারের অ্যাপল ইভেন্টে ফোনের সঙ্গে অ্যাপল ওয়াচ সিরিজ-৯, অ্যাপল ওয়াচ আলট্রা-২-এর বিস্তারিতও প্রকাশ করা হয়। অ্যাপলের আইফোন ১৫ মডেলগুলোতে আছে ইউএসবি সি পোর্ট এবং আধুনিক ভিডিও গেম খেলার সুবিধার জন্য দ্রুতগতির চিপ। বিশ্বের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনা করে নতুন সিরিজের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
৩ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৫ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৬ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
২০ ঘণ্টা আগে