অনলাইন ডেস্ক
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটিতে শত শত সাইবার হামলা চালিয়েছে রুশ সরকারসংশ্লিষ্ট হ্যাকাররা। মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের পক্ষ থেকে গতকাল বুধবার এমনটি জানানো হয়েছে।
মাইক্রোসফট জানায়, ‘হাইব্রিড’ যুদ্ধের কৌশলে রাশিয়া প্রায়শই যুদ্ধক্ষেত্রে সামরিক হামলার সঙ্গে সাইবার আক্রমণ করে।
বার্তা সংস্থ এএফপি বলছে, ইউক্রেনীয় সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে এই ধরনের সাইবার হামলা মোকাবিলায় কাজ করছে মাইক্রোসফট।
এক বিবৃতিতে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, হামলার ঠিক আগে থেকে আমরা কমপক্ষে ছয়টি পৃথক রুশ বন্ধুরাষ্ট্র থেকে হ্যাকারদের ইউক্রেনের বিরুদ্ধে ২৩৭টিরও বেশি সাইবার হামলা চালাতে দেখেছি।
মাইক্রোসফট বলেছে, এই সাইবার-যুদ্ধের মধ্যে রয়েছে ধ্বংসাত্মক হামলা, যা চলমান এবং বেসামরিক জনগণের কল্যাণের জন্য হুমকিস্বরূপ।
মাইক্রোসফট জানায়, ইউক্রেনে হামলার প্রথম সপ্তাহে রুশ হ্যাকাররা একটি প্রধান ইউক্রেনীয় মিডিয়ায় সাইবার হামলা চালায়। ওই দিন রুশ সামরিক বাহিনী ইউক্রেনের ‘বিভ্রান্তিমূলক’ লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করে এবং কিয়েভের একটি টিভি টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়।
মার্কিন প্রযুক্তি কোম্পানির দাবি, এ ধরনের সমন্বিত আক্রমণের লক্ষ্য ছিল ইউক্রেনীয় সরকার ও সামরিক কার্যাবলি ব্যাহত করা। পাশাপাশি জনগণের আস্থা নষ্ট করা।
মাইক্রোসফট বলেছে, এটি শত শত সিস্টেমকে উদ্দেশ্য করে চালানো ৪০টি ধ্বংসাত্মক সাইবার আক্রমণ ট্র্যাক করেছে, যার এক-তৃতীয়াংশ সরাসরি ইউক্রেনীয় সরকারি সংস্থাগুলোকে উদ্দেশ্য করে চালানো হয়। এর মধ্যে কয়েকটি ছিল ‘ওয়াইপার অ্যাটাক’, যা হ্যাক হওয়া কম্পিউটার সিস্টেমের গুরুত্বপূর্ণ ডেটা মুছে ফেলে। হ্যাকাররা ইউক্রেনীয় সিস্টেমগুলোতে অ্যাকসেস পাওয়ার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। ২০২১ সালের মার্চ থেকেই রুশ সংশ্লিষ্ট সাইবার হামলাকারীরা তাদের ক্যাম্পেইন শুরু করে।
ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটিতে শত শত সাইবার হামলা চালিয়েছে রুশ সরকারসংশ্লিষ্ট হ্যাকাররা। মার্কিন প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের পক্ষ থেকে গতকাল বুধবার এমনটি জানানো হয়েছে।
মাইক্রোসফট জানায়, ‘হাইব্রিড’ যুদ্ধের কৌশলে রাশিয়া প্রায়শই যুদ্ধক্ষেত্রে সামরিক হামলার সঙ্গে সাইবার আক্রমণ করে।
বার্তা সংস্থ এএফপি বলছে, ইউক্রেনীয় সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে এই ধরনের সাইবার হামলা মোকাবিলায় কাজ করছে মাইক্রোসফট।
এক বিবৃতিতে মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, হামলার ঠিক আগে থেকে আমরা কমপক্ষে ছয়টি পৃথক রুশ বন্ধুরাষ্ট্র থেকে হ্যাকারদের ইউক্রেনের বিরুদ্ধে ২৩৭টিরও বেশি সাইবার হামলা চালাতে দেখেছি।
মাইক্রোসফট বলেছে, এই সাইবার-যুদ্ধের মধ্যে রয়েছে ধ্বংসাত্মক হামলা, যা চলমান এবং বেসামরিক জনগণের কল্যাণের জন্য হুমকিস্বরূপ।
মাইক্রোসফট জানায়, ইউক্রেনে হামলার প্রথম সপ্তাহে রুশ হ্যাকাররা একটি প্রধান ইউক্রেনীয় মিডিয়ায় সাইবার হামলা চালায়। ওই দিন রুশ সামরিক বাহিনী ইউক্রেনের ‘বিভ্রান্তিমূলক’ লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করার ইচ্ছা প্রকাশ করে এবং কিয়েভের একটি টিভি টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়।
মার্কিন প্রযুক্তি কোম্পানির দাবি, এ ধরনের সমন্বিত আক্রমণের লক্ষ্য ছিল ইউক্রেনীয় সরকার ও সামরিক কার্যাবলি ব্যাহত করা। পাশাপাশি জনগণের আস্থা নষ্ট করা।
মাইক্রোসফট বলেছে, এটি শত শত সিস্টেমকে উদ্দেশ্য করে চালানো ৪০টি ধ্বংসাত্মক সাইবার আক্রমণ ট্র্যাক করেছে, যার এক-তৃতীয়াংশ সরাসরি ইউক্রেনীয় সরকারি সংস্থাগুলোকে উদ্দেশ্য করে চালানো হয়। এর মধ্যে কয়েকটি ছিল ‘ওয়াইপার অ্যাটাক’, যা হ্যাক হওয়া কম্পিউটার সিস্টেমের গুরুত্বপূর্ণ ডেটা মুছে ফেলে। হ্যাকাররা ইউক্রেনীয় সিস্টেমগুলোতে অ্যাকসেস পাওয়ার জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে। ২০২১ সালের মার্চ থেকেই রুশ সংশ্লিষ্ট সাইবার হামলাকারীরা তাদের ক্যাম্পেইন শুরু করে।
হোয়াটসঅ্যাপের গোপনীয়তার নীতিমালা লঙ্ঘনের দায়ে মেটা কর্তৃপক্ষকে প্রায় ২১৩ কোটির রুপি জরিমানা করেছে ভারত। ভারতীয় প্রতিযোগিতা কমিশন (সিসিআই) বলছে, নীতিমালা লঙ্ঘন করে মেটা ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছে এবং সেগুলো অন্য প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে।
১০ ঘণ্টা আগেইন্দোনেশিয়ায় আগের চেয়ে ১০ গুণের বেশি বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে অ্যাপল। দেশটির অ্যভ্যন্তরে আইফোন ১৬ বিক্রি ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা সরানোর জন্য দুই বছরে প্রায় ১০ কোটি
১৪ ঘণ্টা আগেঅ্যালফাবেটের মালিকানাধীন গুগলকে তাদের ক্রোম ইন্টারনেট ব্রাউজার বেচতে বাধ্য করতে চায় মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। এ জন্য যুক্তরাষ্ট্রের বিচারকের কাছে আবেদন করবে প্রতিষ্ঠানটি। ব্লুমবার্গের নিউজ–এর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
১৮ ঘণ্টা আগেঅ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ
১৯ ঘণ্টা আগে