অনলাইন ডেস্ক
ফি নিয়ে বিরোধের জের ধরে বিয়ে সংক্রান্ত একাধিক অ্যাপসহ ভারতের প্লেস্টোর থেকে ১০টি কোম্পানির অ্যাপ সরিয়ে ফেলছে টেক জায়ান্ট গুগল। জনপ্রিয় বিয়ের অ্যাপ ‘ভারত ম্যাট্রিমনি’ ছাড়াও এর মধ্যে চাকরির অনুসন্ধানের অ্যাপ ‘নোকরি’ও রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছে ভারতীয় স্টার্টআপগুলো। এর মধ্যে অন্যতম হলো- ইন-অ্যাপ ফি। তবে গুগল বলেছে, এই ফি অ্যান্ড্রয়েড ও প্লে স্টোরের ইকোসিস্টেম বিকাশ ও প্রচারে সাহায্য করে।
ইন্ডিয়ান ম্যার্টিমনি ডট কমের প্রতিষ্ঠাতা মুরুগাভেল জানকিরামন বলেন, ভারত ম্যার্টিমনি, খ্রিস্টিয়ান ম্যার্টিমনি, মুসলিম ম্যার্টিমনি ও জডি অ্যাপ গত শুক্রবার প্লে স্টোর থেকে সরিয়ে ফেলে গুগল।
তিনি আরও বলেন, ‘ভারতের ইন্টারনেট জগতে জন্য এটি অন্ধকার সময়। আমাদের অ্যাপগুলো একটি একটি করে ডিলিট হয়ে যাচ্ছে। এর অর্থ দাঁড়ায় বিয়ে সংক্রান্ত সেবাগুলো বন্ধ হয়ে যাবে।’
ভারতে বিয়ের অ্যাপ ও ওয়েবসাইটগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কারণ পাত্র–পাত্রী খুঁজতে জন্য তরুণেরা আর অভিভাবকদের ওপর নির্ভর করতে চায় না।
জানকিরামন বলেন, বিয়ে সংক্রান্ত অ্যাপগুলো প্রায় ৫ কোটিবার ডাউনলোড করা হয়েছে। কোম্পানিটি দাবি করছে, তাদের ৪ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।
প্লে স্টোরের নীতি লঙ্ঘনের জন্য গত শুক্রবার ম্যার্টিমনি ডট কম ও ইনফো এজকে নোটিশ পাঠিয়েছে গুগল। ইনফো এজে কোম্পানির চাকরি খোঁজার অ্যাপ নোকরি ও রিয়েল এস্টেট কোম্পানি ৯৯ অ্যাক্ররেসকেও গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এই খবরে ম্যার্টিমনি ডট কমের শেয়ার ২ দশমিক ৭ ভাগ কমে। গত শুক্রবার লেনদের শেষে কোম্পানিটির শেয়ার হয় ২ দশমিক ২ শতাংশ। অপর দিকে ইনফো এজের শেয়ার ১ দশমিক ৫ শতাংশ কমে।
ইন-অ্যাপ কেনাকাটায় অর্থ প্রদানের ওপর ১১ শতাংশ থেকে ২৬ শতাংশ ফি আরোপ করে গুগল। এই ফির বিরোধিতা করছে ভারতীয় স্টার্টআপগুলো। এর আগে ভারতের অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ গুগলের ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ ফি আরোপের প্রক্রিয়াটি তুলে দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু সুপ্রিম কোর্টের দুটি আদেশের ফলে গুগল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই ফি নেওয়া বা অ্যাপগুলো সরানোর অনুমতি পেয়েছে।
ইনফো এজ প্রতিষ্ঠাতা সঞ্জীব বিখচান্দানি রয়টার্সকে বলেন, এটি সময়মতো গুগলের সমস্ত ফি দিয়েছে ও এর নীতিগুলোর সঙ্গে সম্মত ছিল।
একটি ব্লগ পোস্টে গুগল বলেছে, ১০টি ভারতীয় কোম্পানি অনেক সময় ধরে গুগলের সার্ভিস ব্যবহার জন্য কোনো ফি প্রদান করেনি। তবে কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি গুগল।
কোম্পানি বলছে, ‘বছরের পর বছর ধরে কোনো আদালত বা নিয়ন্ত্রক গুগল প্লের চার্জ করার অধিকার অস্বীকার করেনি।’
গুগল ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করে আছে। কারণ দেশটির ৯৪ শতাংশ ফোন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি।
গুগল বলেছে, গুগল প্লে প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন ২০ লাখেরও বেশি ভারতীয় ডেভেলপারের মাত্র ৩ শতাংশকে কোনো পরিষেবা ফি দিতে হবে।
২০২০ সালে কিছু নীতি লঙ্ঘনের দাবি তুলে প্লে স্টোর থেকে জনপ্রিয় ভারতীয় পেমেন্ট অ্যাপ পেটাইমকে কিছুদিনের জন্য সরিয়ে দেয় গুগল। এই পদক্ষেপের ফলে কোম্পানির প্রতিষ্ঠাতা ও বৃহত্তর স্টার্টআপ ইন্ডাস্ট্রিটি তাদের নিজস্ব অ্যাপ স্টোর চালু করে। সেই সঙ্গে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করে।
ফি নিয়ে বিরোধের জের ধরে বিয়ে সংক্রান্ত একাধিক অ্যাপসহ ভারতের প্লেস্টোর থেকে ১০টি কোম্পানির অ্যাপ সরিয়ে ফেলছে টেক জায়ান্ট গুগল। জনপ্রিয় বিয়ের অ্যাপ ‘ভারত ম্যাট্রিমনি’ ছাড়াও এর মধ্যে চাকরির অনুসন্ধানের অ্যাপ ‘নোকরি’ও রয়েছে। যুক্তরাষ্ট্রের সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বছরের পর বছর ধরে যুক্তরাষ্ট্রের এই প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে নানা অভিযোগ করে আসছে ভারতীয় স্টার্টআপগুলো। এর মধ্যে অন্যতম হলো- ইন-অ্যাপ ফি। তবে গুগল বলেছে, এই ফি অ্যান্ড্রয়েড ও প্লে স্টোরের ইকোসিস্টেম বিকাশ ও প্রচারে সাহায্য করে।
ইন্ডিয়ান ম্যার্টিমনি ডট কমের প্রতিষ্ঠাতা মুরুগাভেল জানকিরামন বলেন, ভারত ম্যার্টিমনি, খ্রিস্টিয়ান ম্যার্টিমনি, মুসলিম ম্যার্টিমনি ও জডি অ্যাপ গত শুক্রবার প্লে স্টোর থেকে সরিয়ে ফেলে গুগল।
তিনি আরও বলেন, ‘ভারতের ইন্টারনেট জগতে জন্য এটি অন্ধকার সময়। আমাদের অ্যাপগুলো একটি একটি করে ডিলিট হয়ে যাচ্ছে। এর অর্থ দাঁড়ায় বিয়ে সংক্রান্ত সেবাগুলো বন্ধ হয়ে যাবে।’
ভারতে বিয়ের অ্যাপ ও ওয়েবসাইটগুলোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। কারণ পাত্র–পাত্রী খুঁজতে জন্য তরুণেরা আর অভিভাবকদের ওপর নির্ভর করতে চায় না।
জানকিরামন বলেন, বিয়ে সংক্রান্ত অ্যাপগুলো প্রায় ৫ কোটিবার ডাউনলোড করা হয়েছে। কোম্পানিটি দাবি করছে, তাদের ৪ কোটিরও বেশি গ্রাহক রয়েছে।
প্লে স্টোরের নীতি লঙ্ঘনের জন্য গত শুক্রবার ম্যার্টিমনি ডট কম ও ইনফো এজকে নোটিশ পাঠিয়েছে গুগল। ইনফো এজে কোম্পানির চাকরি খোঁজার অ্যাপ নোকরি ও রিয়েল এস্টেট কোম্পানি ৯৯ অ্যাক্ররেসকেও গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হয়েছে।
এই খবরে ম্যার্টিমনি ডট কমের শেয়ার ২ দশমিক ৭ ভাগ কমে। গত শুক্রবার লেনদের শেষে কোম্পানিটির শেয়ার হয় ২ দশমিক ২ শতাংশ। অপর দিকে ইনফো এজের শেয়ার ১ দশমিক ৫ শতাংশ কমে।
ইন-অ্যাপ কেনাকাটায় অর্থ প্রদানের ওপর ১১ শতাংশ থেকে ২৬ শতাংশ ফি আরোপ করে গুগল। এই ফির বিরোধিতা করছে ভারতীয় স্টার্টআপগুলো। এর আগে ভারতের অ্যান্টি ট্রাস্ট কর্তৃপক্ষ গুগলের ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ ফি আরোপের প্রক্রিয়াটি তুলে দেওয়ার নির্দেশ দেয়।
কিন্তু সুপ্রিম কোর্টের দুটি আদেশের ফলে গুগল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে এই ফি নেওয়া বা অ্যাপগুলো সরানোর অনুমতি পেয়েছে।
ইনফো এজ প্রতিষ্ঠাতা সঞ্জীব বিখচান্দানি রয়টার্সকে বলেন, এটি সময়মতো গুগলের সমস্ত ফি দিয়েছে ও এর নীতিগুলোর সঙ্গে সম্মত ছিল।
একটি ব্লগ পোস্টে গুগল বলেছে, ১০টি ভারতীয় কোম্পানি অনেক সময় ধরে গুগলের সার্ভিস ব্যবহার জন্য কোনো ফি প্রদান করেনি। তবে কোম্পানিগুলোর নাম প্রকাশ করেনি গুগল।
কোম্পানি বলছে, ‘বছরের পর বছর ধরে কোনো আদালত বা নিয়ন্ত্রক গুগল প্লের চার্জ করার অধিকার অস্বীকার করেনি।’
গুগল ভারতীয় বাজারে আধিপত্য বিস্তার করে আছে। কারণ দেশটির ৯৪ শতাংশ ফোন অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি।
গুগল বলেছে, গুগল প্লে প্ল্যাটফর্ম ব্যবহার করে এমন ২০ লাখেরও বেশি ভারতীয় ডেভেলপারের মাত্র ৩ শতাংশকে কোনো পরিষেবা ফি দিতে হবে।
২০২০ সালে কিছু নীতি লঙ্ঘনের দাবি তুলে প্লে স্টোর থেকে জনপ্রিয় ভারতীয় পেমেন্ট অ্যাপ পেটাইমকে কিছুদিনের জন্য সরিয়ে দেয় গুগল। এই পদক্ষেপের ফলে কোম্পানির প্রতিষ্ঠাতা ও বৃহত্তর স্টার্টআপ ইন্ডাস্ট্রিটি তাদের নিজস্ব অ্যাপ স্টোর চালু করে। সেই সঙ্গে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করে।
আইফোন ব্যবহারকারীদের জন্য জেমিনি অ্যাপ চালু করল গুগল। নতুন অ্যাপটির মাধ্যমে আইফোনে গুগলের এআই টুল ব্যবহার করা যাবে, যা দৈনন্দিন উৎপাদনশীলতা থেকে শুরু করে সৃজনশীল কাজ বিভিন্ন কাজে সাহায্য করবে। এ ছাড়া অ্যাপল ইন্টেলিজেন্সও আসছে, যার মাধ্যমে আইফোন ব্যবহারকারীরা সিরি, চ্যাটজিপিটি ও গুগলের জেমিনির মাধ্যম
২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ওপর জোর দেওয়ার জন্য ১ হাজার কর্মী ছাঁটাই করছে বিশ্বের অন্যতম চিপ প্রস্তুতকারক কোম্পানি এএমডি। প্রযুক্তি বিশ্বে এআই কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা কোম্পানিটির এই সিদ্ধান্ত থেকে বোঝা যায়। বিশেষ করে এআই চ্যাটবট চ্যাটজিপিটির সাফল্য দেখে বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এ
৪ ঘণ্টা আগেফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে গতকাল বৃহস্পতিবার ৭৯৮ মিলিয়ন বা ৭৯ কোটি ৭৭ লাখ ২০ হাজার ইউরো (৮৪ কোটি ডলার) জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফেসবুকের মার্কেটপ্লেসে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপন পরিষেবায় ব্যবহারকারীদের স্বয়ংক্রিয় প্রবেশাধিকার দেওয়ার মাধ্যমে একচেটিয়া ব্যবসা সংক্রান্ত আইন লঙ্ঘন করায় এই জরিমানা
৫ ঘণ্টা আগেদেশের বাজারে মিডরেঞ্জের সেরা পারফর্মিং স্মার্টফোন অনার এক্স৭সি নিয়ে এসেছে অনার বাংলাদেশ। সর্বাধুনিক ফিচারসমৃদ্ধ এই স্মার্টফোনের দাম মাত্র ২২ হাজার ৯৯৯ টাকা। গত ১২ নভেম্বর থেকে বিক্রি শুরু হয়েছে, যা ডিভাইসটি অনারের ব্র্যান্ড বা যেকোনো রিটেইল শপে কেনা যাচ্ছে।
১৯ ঘণ্টা আগে