ক্রীড়া ডেস্ক
একটা টেনিস র্যাকেটের দাম সর্বোচ্চ কত হতে পারে! অর্থের অঙ্কটা যদি আপনি অনেকটা বাড়িয়েও বলেন, তবু সেটা হাজার ছাড়িয়ে লাখ টাকা হওয়ার কথা নয়। কিন্তু নিলামে নোভাক জোকোভিচের একটি র্যাকেট বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৭ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।
কী আছে ওই র্যাকেটে, যে এত চড়া দামে বিক্রি হলো সেটি! ওই র্যাকেট দিয়েই ২০১৬ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। ফাইনালে ৩-৬,৬-১, ৬-২,৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছিলেন।
তবে ইতিহাস গড়া সেই র্যাকেটটি নিজের কাছে রাখতে পারেননি জোকোভিচ। রাফায়েল নাদালের লাল দুর্গ জয়ের আনন্দের আতিশয্যে র্যাকেটটি ছুড়ে মেরেছিলেন দর্শকদের দিকে। আর ভাগ্যবান দর্শক হিসেবে সেটি পেয়েছেন অ্যাবি দোহার্টি। এত দিন ধরে সযত্নে রেখে দিলেও শেষমেশ সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হয়েছিল নিলামে এটি বিক্রি করে হাজার পঞ্চাশেক ডলার পাওয়া যেতে পারে। কিন্তু এই র্যাকেট বিক্রির জন্য এসসিপি অকশন সাইটে তোলার পর সেটি বিক্রি হয়েছে ১০,৭৫০০ ডলারে!
এটিই কী সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো টেনিস স্মারক? না এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে ববি রিগের বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে কিংবদন্তি বিলি জিন কিং যে র্যাকেট নিয়ে খেলেছিলেন সেটি। সেটি বিক্রি হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার ডলার।
একটা টেনিস র্যাকেটের দাম সর্বোচ্চ কত হতে পারে! অর্থের অঙ্কটা যদি আপনি অনেকটা বাড়িয়েও বলেন, তবু সেটা হাজার ছাড়িয়ে লাখ টাকা হওয়ার কথা নয়। কিন্তু নিলামে নোভাক জোকোভিচের একটি র্যাকেট বিক্রি হয়েছে ১ লাখ সাড়ে ৭ হাজার মার্কিন ডলারে! বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা।
কী আছে ওই র্যাকেটে, যে এত চড়া দামে বিক্রি হলো সেটি! ওই র্যাকেট দিয়েই ২০১৬ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন জোকোভিচ। ফাইনালে ৩-৬,৬-১, ৬-২,৬-৪ গেমে অ্যান্ডি মারেকে হারিয়ে ক্যারিয়ার স্লাম পূর্ণ করেছিলেন।
তবে ইতিহাস গড়া সেই র্যাকেটটি নিজের কাছে রাখতে পারেননি জোকোভিচ। রাফায়েল নাদালের লাল দুর্গ জয়ের আনন্দের আতিশয্যে র্যাকেটটি ছুড়ে মেরেছিলেন দর্শকদের দিকে। আর ভাগ্যবান দর্শক হিসেবে সেটি পেয়েছেন অ্যাবি দোহার্টি। এত দিন ধরে সযত্নে রেখে দিলেও শেষমেশ সেটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধারণা করা হয়েছিল নিলামে এটি বিক্রি করে হাজার পঞ্চাশেক ডলার পাওয়া যেতে পারে। কিন্তু এই র্যাকেট বিক্রির জন্য এসসিপি অকশন সাইটে তোলার পর সেটি বিক্রি হয়েছে ১০,৭৫০০ ডলারে!
এটিই কী সর্বোচ্চ দামে বিক্রি হওয়া কোনো টেনিস স্মারক? না এর চেয়েও বেশি দামে বিক্রি হয়েছিল ১৯৭৩ সালে ববি রিগের বিপক্ষে ‘ব্যাটল অব সেক্সেস’ ম্যাচে কিংবদন্তি বিলি জিন কিং যে র্যাকেট নিয়ে খেলেছিলেন সেটি। সেটি বিক্রি হয়েছিল ১ লক্ষ ২৫ হাজার ডলার।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২৮ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে