ক্রীড়া ডেস্ক
ঢাকা: এ এক মধুর প্রতিশোধ! ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্তেফানোস সিতসিপাসের কাছে হেরেছিলেন রাফায়েল নাদাল। পরশু একই প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা শোকেসে তুলেছেন স্প্যানিশ টেনিস তারকা। এ নিয়ে ১২বার শিরোপাটা জিতেছেন নাদাল।
পরশু বার্সেলোনা ওপেনের ফাইনালের প্রথম সেটের একটা পর্যায়ে ৪-২ গেমে পিছিয়েছিলেন নাদাল। পরে দুবার সার্ভিস ব্রেক করে ৬-৪ গেমে সেটটা জেতেন নাদাল। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফেরেন সিতসিপাস । ৬-৭ গেমে জিতে সমতায় ফেরেন গ্রিক টেনিস তারকা। দুই সেটে সমতা হলে তৃতীয় সেটটি পরিণত হয় ফাইনালে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪, ৬-৭, ৭-৫ গেমে রেকর্ড ১২বার বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন নাদাল।
শিরোপা জিতে উচ্ছ্বসিত নাদাল বলেছেন, ‘আমার কাছে এই জয়ের গুরুত্ব অনেক। আমার পারফরম্যান্সে যে উন্নতি হচ্ছে তার প্রমাণ এই শিরোপা জয়’। নাদাল বার্সেলোনা ওপেনের সবশেষ ১১ ফাইনালের মধ্যে হেরেছিলেন একটিতে।
শিরোপা জিতেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি নাদাল। ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘এমন ফাইনাল আমি কখনো খেলিনি। তার (সিতসিপাস) মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আসলেই বিশেষ কিছু। মন্টে কার্লো শিরোপা জিতেছিলেনই, ফাইনালেও এসেছিলেন কোনো সেট না হেরেই।’
নাদাল এই নিয়ে ক্লে কোর্টে মোট ৬১টি শিরোপা জিতেছেন। এ নিয়ে দুটো টুর্নামেন্টে ১২ কিংবা তার বেশি শিরোপা শোকেসে তুলেছেন নাদাল। কেন সর্বোচ্চ ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড (১৩টি) নাদালের, সেটি কি আর বলতে!
ঢাকা: এ এক মধুর প্রতিশোধ! ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্তেফানোস সিতসিপাসের কাছে হেরেছিলেন রাফায়েল নাদাল। পরশু একই প্রতিপক্ষকে হারিয়ে বার্সেলোনা ওপেনের শিরোপা শোকেসে তুলেছেন স্প্যানিশ টেনিস তারকা। এ নিয়ে ১২বার শিরোপাটা জিতেছেন নাদাল।
পরশু বার্সেলোনা ওপেনের ফাইনালের প্রথম সেটের একটা পর্যায়ে ৪-২ গেমে পিছিয়েছিলেন নাদাল। পরে দুবার সার্ভিস ব্রেক করে ৬-৪ গেমে সেটটা জেতেন নাদাল। দ্বিতীয় সেটে দুর্দান্তভাবে ফেরেন সিতসিপাস । ৬-৭ গেমে জিতে সমতায় ফেরেন গ্রিক টেনিস তারকা। দুই সেটে সমতা হলে তৃতীয় সেটটি পরিণত হয় ফাইনালে। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ৬-৪, ৬-৭, ৭-৫ গেমে রেকর্ড ১২বার বার্সেলোনা ওপেনের শিরোপা জিতেছেন নাদাল।
শিরোপা জিতে উচ্ছ্বসিত নাদাল বলেছেন, ‘আমার কাছে এই জয়ের গুরুত্ব অনেক। আমার পারফরম্যান্সে যে উন্নতি হচ্ছে তার প্রমাণ এই শিরোপা জয়’। নাদাল বার্সেলোনা ওপেনের সবশেষ ১১ ফাইনালের মধ্যে হেরেছিলেন একটিতে।
শিরোপা জিতেও প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুলেননি নাদাল। ৩৪ বছর বয়সী এই টেনিস তারকা বলেছেন, ‘এমন ফাইনাল আমি কখনো খেলিনি। তার (সিতসিপাস) মতো খেলোয়াড়ের বিপক্ষে জয় আসলেই বিশেষ কিছু। মন্টে কার্লো শিরোপা জিতেছিলেনই, ফাইনালেও এসেছিলেন কোনো সেট না হেরেই।’
নাদাল এই নিয়ে ক্লে কোর্টে মোট ৬১টি শিরোপা জিতেছেন। এ নিয়ে দুটো টুর্নামেন্টে ১২ কিংবা তার বেশি শিরোপা শোকেসে তুলেছেন নাদাল। কেন সর্বোচ্চ ফ্রেঞ্চ ওপেন জয়ের রেকর্ড (১৩টি) নাদালের, সেটি কি আর বলতে!
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে