ক্রীড়া ডেস্ক
ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন—২০২৪-ই সম্ভবত তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ বছর। এবার শেষের চূড়ান্তও করে ফেলেছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপের ফাইনাল খেলেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এই স্প্যানিয়ার্ড।
অনেক দিন থেকেই চোটের সঙ্গে যুঝছিলেন। যা কারণে খেলার কথা থাকলেও সামনে এসে পড়া একের পর এক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সর্বশেষ নাম প্রত্যাহার করেছেন সেপ্টেম্বরে লেভার কাপ থেকে। আগে ধারণা করা হয়েছিল, এই টুর্নামেন্ট খেলেই অবসরে যাবে ২২টি গ্র্যান্ড স্লামের মালিক। কিন্তু ওই টুর্নামেন্টের আগে টেনিসের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার মতো অবস্থায় তিনি নেই জানিয়ে প্রত্যাহার করে নেন নিজেকে। পরে অবশ্য কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বেঁধে ডেভিস কাপে খেলার কথা বলেছিলেন। তখনই কেউ কেউ ধারণা করেছিলেন—হয়তো দলগত টেনিসের এই টুর্নামেন্ট খেলেই বিদায় বলে দেবেন নাদাল। শেষ পর্যন্ত সেটাই ঘটতে যাচ্ছে। নভেম্বরে ডেভিস কাপ খেলে টেনিস থেকে বিদায়ের কথা আজ জানিয়ে দিলেন আটত্রিশ বছর বয়সী নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বললেন, ‘পেশাদার টেনিস থেকে অবসর নিতে যাচ্ছি আমি।’
এরপর নাদাল আরও যোগ করেন, ‘বাস্তবতা হচ্ছে, কয়েকটি বছর খুব কঠিন কেটেছে। বিশেষ করে শেষ দুই বছর। নিঃসন্দেহে এটি কঠিন একটি সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত নিতে আমাকে সময় নিয়ে ভাবতে হয়েছে। তবে এই জীবনে সবকিছুই যার শুরু আছে, তার শেষও আছে।
রেকর্ড ১৪ ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল। ২২টি গ্র্যান্ড স্লাম। অন্যান্য সব মিলিয়ে ৯২টি শিরোপা জিতেছেন ২০০১ সালে পেশাদার টেনিসে পা রাখা রাফায়েল নাদাল।
ইঙ্গিতটা আগেই দিয়ে রেখেছিলেন—২০২৪-ই সম্ভবত তাঁর পেশাদার ক্যারিয়ারের শেষ বছর। এবার শেষের চূড়ান্তও করে ফেলেছেন রাফায়েল নাদাল। ডেভিস কাপের ফাইনাল খেলেই বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এই স্প্যানিয়ার্ড।
অনেক দিন থেকেই চোটের সঙ্গে যুঝছিলেন। যা কারণে খেলার কথা থাকলেও সামনে এসে পড়া একের পর এক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। সর্বশেষ নাম প্রত্যাহার করেছেন সেপ্টেম্বরে লেভার কাপ থেকে। আগে ধারণা করা হয়েছিল, এই টুর্নামেন্ট খেলেই অবসরে যাবে ২২টি গ্র্যান্ড স্লামের মালিক। কিন্তু ওই টুর্নামেন্টের আগে টেনিসের সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতার মতো অবস্থায় তিনি নেই জানিয়ে প্রত্যাহার করে নেন নিজেকে। পরে অবশ্য কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বেঁধে ডেভিস কাপে খেলার কথা বলেছিলেন। তখনই কেউ কেউ ধারণা করেছিলেন—হয়তো দলগত টেনিসের এই টুর্নামেন্ট খেলেই বিদায় বলে দেবেন নাদাল। শেষ পর্যন্ত সেটাই ঘটতে যাচ্ছে। নভেম্বরে ডেভিস কাপ খেলে টেনিস থেকে বিদায়ের কথা আজ জানিয়ে দিলেন আটত্রিশ বছর বয়সী নাদাল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বললেন, ‘পেশাদার টেনিস থেকে অবসর নিতে যাচ্ছি আমি।’
এরপর নাদাল আরও যোগ করেন, ‘বাস্তবতা হচ্ছে, কয়েকটি বছর খুব কঠিন কেটেছে। বিশেষ করে শেষ দুই বছর। নিঃসন্দেহে এটি কঠিন একটি সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত নিতে আমাকে সময় নিয়ে ভাবতে হয়েছে। তবে এই জীবনে সবকিছুই যার শুরু আছে, তার শেষও আছে।
রেকর্ড ১৪ ফ্রেঞ্চ ওপেন জিতেছেন নাদাল। ২২টি গ্র্যান্ড স্লাম। অন্যান্য সব মিলিয়ে ৯২টি শিরোপা জিতেছেন ২০০১ সালে পেশাদার টেনিসে পা রাখা রাফায়েল নাদাল।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১২ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে