ক্রীড়া ডেস্ক
ভগ্ন-শীর্ণ কক্ষ, ঘিঞ্জি পরিবেশ, ইঁদুরের উৎপাত—বরিস বেকারের কারাবন্দী দিনগুলো এমনই যন্ত্রণার।
বিলাসী জীবনে অভ্যস্ত বেকারের জীবনে নেমে এসেছে ঘোর আঁধার। অর্থ লুকিয়ে রেখে নিজেকে দেউলিয়া ঘোষণা করায় জার্মান টেনিস কিংবদন্তিকে শুক্রবার আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ লন্ডনের একটি আদালত। ব্রিটেনের আইন অনুযায়ী অবশ্য ১৩ মাস জেল খাটতে হবে বেকারকে।
আদালতের রায়ের পর বেকারকে ওয়ান্ডসওয়ার্থ জেলখানায় রাখা হয়েছে। ১৭১ বছর পুরোনো ওয়ান্ডসওয়ার্থ যুক্তরাজ্যবাসীর কাছে ‘জঘন্যতম’ কারাগার হিসেবে পরিচিত। দিনের ২২ ঘণ্টাই তালাবদ্ধ কক্ষে রাখা হয় কয়েদিদের। দুই ঘণ্টা কক্ষের বাইরে আসতে পারেন। এ সময় পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের সঙ্গেও দেখা করার সুযোগ।
আজ সেখানে বেকারকে দেখতে যান তাঁর মেয়ে আনা এরমাকোভা। ছয়টি গ্র্যান্ড স্লাম জয়ী বেকারের উইম্বলডনের বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে ওয়ান্ডসওয়ার্থ কারাগার।
বাবাকে দেখে বের হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন আনা। ২২ বছর বয়সী মডেলকন্যা বলেন, ‘দুঃসময়ে বাবার পাশেই আছি। আশা করি তিনিও মানসিকভাবে শক্তিশালী থাকবেন। আমি তাকে সমর্থন দিয়ে যাব ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। যখনই সুযোগ হবে দেখতে আসব।’
বেকারের শাস্তিটা বেশি হয়েছে বলে মনে করেন আনা, ‘তার শাস্তি ন্যায্য মনে হয়নি। আমি আদালতে চিঠিও দিয়েছিলাম। বাড়িতে আমার ছোট ভাই আছে। ওর বয়স সবে ১২ বছর। ওকে এই বয়সেই বাবার অভাব টের পেতে হচ্ছে।’
পৃথিবীটা বোধ হয় এমনই। যে আনাকে জন্মের পর মেয়ের স্বীকৃতি দিতে রাজি হননি বেকার, আজ তিনিই বাবার হয়ে সাফাই গাইছেন!
৫৪ বছর বয়সী বেকার বিয়ে করেছেন দুবার। তবে শয্যাসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অনেক নারীকে। তাঁদেরই একজন অ্যাঞ্জেলা এরমাকোভা। ১৯৯৯ সালে রাশিয়ার এই খাবার পরিবেশিকার গর্ভে আসেন আনা। সেই বছরই জন্ম হয় তাঁর।
শুরুতে আনাকে মেয়ের স্বীকৃতি দিতে না চাইলেও ডিএনএ পরীক্ষায় প্রমাণ মেলায় আদালতের রায় মেনে নিতে বাধ্য হন বেকার।
ভগ্ন-শীর্ণ কক্ষ, ঘিঞ্জি পরিবেশ, ইঁদুরের উৎপাত—বরিস বেকারের কারাবন্দী দিনগুলো এমনই যন্ত্রণার।
বিলাসী জীবনে অভ্যস্ত বেকারের জীবনে নেমে এসেছে ঘোর আঁধার। অর্থ লুকিয়ে রেখে নিজেকে দেউলিয়া ঘোষণা করায় জার্মান টেনিস কিংবদন্তিকে শুক্রবার আড়াই বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ লন্ডনের একটি আদালত। ব্রিটেনের আইন অনুযায়ী অবশ্য ১৩ মাস জেল খাটতে হবে বেকারকে।
আদালতের রায়ের পর বেকারকে ওয়ান্ডসওয়ার্থ জেলখানায় রাখা হয়েছে। ১৭১ বছর পুরোনো ওয়ান্ডসওয়ার্থ যুক্তরাজ্যবাসীর কাছে ‘জঘন্যতম’ কারাগার হিসেবে পরিচিত। দিনের ২২ ঘণ্টাই তালাবদ্ধ কক্ষে রাখা হয় কয়েদিদের। দুই ঘণ্টা কক্ষের বাইরে আসতে পারেন। এ সময় পরিবারের সদস্য বা নিকটাত্মীয়দের সঙ্গেও দেখা করার সুযোগ।
আজ সেখানে বেকারকে দেখতে যান তাঁর মেয়ে আনা এরমাকোভা। ছয়টি গ্র্যান্ড স্লাম জয়ী বেকারের উইম্বলডনের বাড়ি থেকে পায়ে হাঁটা দূরত্বে ওয়ান্ডসওয়ার্থ কারাগার।
বাবাকে দেখে বের হওয়ার পর আবেগাপ্লুত হয়ে পড়েন আনা। ২২ বছর বয়সী মডেলকন্যা বলেন, ‘দুঃসময়ে বাবার পাশেই আছি। আশা করি তিনিও মানসিকভাবে শক্তিশালী থাকবেন। আমি তাকে সমর্থন দিয়ে যাব ও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব। যখনই সুযোগ হবে দেখতে আসব।’
বেকারের শাস্তিটা বেশি হয়েছে বলে মনে করেন আনা, ‘তার শাস্তি ন্যায্য মনে হয়নি। আমি আদালতে চিঠিও দিয়েছিলাম। বাড়িতে আমার ছোট ভাই আছে। ওর বয়স সবে ১২ বছর। ওকে এই বয়সেই বাবার অভাব টের পেতে হচ্ছে।’
পৃথিবীটা বোধ হয় এমনই। যে আনাকে জন্মের পর মেয়ের স্বীকৃতি দিতে রাজি হননি বেকার, আজ তিনিই বাবার হয়ে সাফাই গাইছেন!
৫৪ বছর বয়সী বেকার বিয়ে করেছেন দুবার। তবে শয্যাসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন অনেক নারীকে। তাঁদেরই একজন অ্যাঞ্জেলা এরমাকোভা। ১৯৯৯ সালে রাশিয়ার এই খাবার পরিবেশিকার গর্ভে আসেন আনা। সেই বছরই জন্ম হয় তাঁর।
শুরুতে আনাকে মেয়ের স্বীকৃতি দিতে না চাইলেও ডিএনএ পরীক্ষায় প্রমাণ মেলায় আদালতের রায় মেনে নিতে বাধ্য হন বেকার।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪৪ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে