ক্রীড়া ডেস্ক
নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইয়ানিক সিনার। শীর্ষ ১০ বাছাইয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে এখনও টিকে আছেন ইউএস ওপেনে। পরশু টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইতালিয়ান সিনার উঠেছেন সেমিফাইনালে। এর মাধ্যমে চারটি গ্র্যান্ড স্লামেরই সেমিফাইনালের ওঠার চক্র পূরণ করলেন ২৩ বছর বয়সী সিনার।
এই অর্জনটা কতবড় সেটি বোঝাতে এখানে এই তথ্য দেওয়া যায়—বর্তমানে টেনিস খেলছেন এমন তারকাদের মধ্যে সিনার ছাড়া মাত্র তিনজন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং মারিন চিলিচ সব গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন। বিশ্ব টেনিসের নতুন সেনশেসন কার্লোস আলকারাসেরও এই কীর্তি নেই। আর ১৯৯০ সালের পর জন্ম নেওয়া তারকাদের মধ্যে আলাদা চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলার কীর্তি সিনারেরই।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সিনার খেলবেন জ্যাক ড্রাপারের সঙ্গে। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার দশম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে। অন্য সেমিফাইনালে লড়বেন দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। ২০০৫ সালে আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রির পর এই প্রথম পুরুষ বিভাগে ‘অল আমেরিকান’ সেমিফাইনাল দেখবে ইউএস ওপেন।
এদিকে মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেককে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের অবাছাই ক্যারোলিন মুচোভা ২২ তম বাছাই ব্রাজিলের বিয়াত্রিস হাদ্দাদ মাইয়াকে ৬-১,৬-৪ গেমে ফাইনালে শেষ চার নিশ্চিত করেছেন। আগের দিন শেষ চার নিশ্চিত করা অন্য দুই প্রতিযোগী হলেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন ইয়ানিক সিনার। শীর্ষ ১০ বাছাইয়ের একমাত্র প্রতিনিধি হিসেবে এখনও টিকে আছেন ইউএস ওপেনে। পরশু টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-২, ১-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়ে ইতালিয়ান সিনার উঠেছেন সেমিফাইনালে। এর মাধ্যমে চারটি গ্র্যান্ড স্লামেরই সেমিফাইনালের ওঠার চক্র পূরণ করলেন ২৩ বছর বয়সী সিনার।
এই অর্জনটা কতবড় সেটি বোঝাতে এখানে এই তথ্য দেওয়া যায়—বর্তমানে টেনিস খেলছেন এমন তারকাদের মধ্যে সিনার ছাড়া মাত্র তিনজন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং মারিন চিলিচ সব গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলেছেন। বিশ্ব টেনিসের নতুন সেনশেসন কার্লোস আলকারাসেরও এই কীর্তি নেই। আর ১৯৯০ সালের পর জন্ম নেওয়া তারকাদের মধ্যে আলাদা চারটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলার কীর্তি সিনারেরই।
সেমিফাইনালে শীর্ষ বাছাই সিনার খেলবেন জ্যাক ড্রাপারের সঙ্গে। গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা সেমিফাইনালে উঠেছেন অস্ট্রেলিয়ার দশম বাছাই অ্যালেক্স ডি মিনাউরকে ৬-৩, ৭-৫, ৬-২ গেমে হারিয়ে। অন্য সেমিফাইনালে লড়বেন দুই আমেরিকান টেলর ফ্রিটজ ও ফ্রান্সেস তিয়াফো। ২০০৫ সালে আন্দ্রে আগাসি ও রবি জিনেপ্রির পর এই প্রথম পুরুষ বিভাগে ‘অল আমেরিকান’ সেমিফাইনাল দেখবে ইউএস ওপেন।
এদিকে মেয়েদের বিভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা শিয়াতেককে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে চমক দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা। আরেক কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের অবাছাই ক্যারোলিন মুচোভা ২২ তম বাছাই ব্রাজিলের বিয়াত্রিস হাদ্দাদ মাইয়াকে ৬-১,৬-৪ গেমে ফাইনালে শেষ চার নিশ্চিত করেছেন। আগের দিন শেষ চার নিশ্চিত করা অন্য দুই প্রতিযোগী হলেন আমেরিকার এমা নাভারো ও বেলারুশের আরিনা সাবালেঙ্কা।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে