ক্রীড়া ডেস্ক
৭ম উইম্বলডন শিরোপা জয়ের সামনে এখন নোভাক জোকোভিচ। ফাইনালে আজ রাতে নিক কিরগিওসকে হারাতে পারলেই জোকোভিচ জিতবেন ২১ তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ফাইনালের এই দুই প্রতিদ্বন্দ্বীর একটি মিল রয়েছে। দুজনই টেনিস দুনিয়ায় ‘ভিলেন’ হিসেবে পরিচিত।
‘ব্যাড বয়’ কিরগিওস তো এবারের টুর্নামেন্টেই অনেক ‘বিতর্কিত’ কাণ্ড ঘটিয়েছেন। আর টিকা না নিয়ে কদিন আগেও সংবাদের শিরোনাম ছিলেন কিংবদন্তি জোকোভিচ। দুজনের ম্যাচ নিয়ে তাই বাড়তি উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। তবে ম্যাচের আগে মজা করে কথার লড়াইয়েও মেতেছেন দুজন। কিরগিওস বলেছেন, জোকোভিচকে নিজের খুব কাছের মনে করেন তিনি। আর জবাবে জোকোভিচ বলেছেন, যদি ফাইনালের পর কিরগিওস তাঁকে খাবারের দাওয়াত দেন তবে তিনি তা গ্রহণ করবেন। তবে বিল দিতে হবে যিনি চ্যাম্পিয়ন হবেন তাঁকেই।
এক ইনস্টাগ্রাম আলাপে জোকোভিচ বলেছেন, ‘আমার সম্পর্কে ভালো কিছু বলতে তোমার ৫ বছর লেগেছে।’ জবাবে কিরগিওস বলেছেন, ‘তবে প্রয়োজনের সময় আমি তোমার পাশে দাঁড়িয়েছি।’
কিরগিওসের এই দাবি স্বীকার করে জোকোভিচ বলেন, ‘হ্যাঁ, তুমি করেছ। সেটাকে আমি এটার প্রশংসা করি।’ এরপর কিরগিওস তাঁরা এখন বন্ধু কি না জানতে চাইলে জোকোভিচ বলেন, ‘তুমি যদি আমাকে ডিনারের দাওয়াত দাও তবে আমি তা গ্রহণ করব। তবে বিল দিতে হবে যে জিতবে তাকে।’ পরে জোকোভিচের এই কথায় সায় দেন কিরগিওসও।
৭ম উইম্বলডন শিরোপা জয়ের সামনে এখন নোভাক জোকোভিচ। ফাইনালে আজ রাতে নিক কিরগিওসকে হারাতে পারলেই জোকোভিচ জিতবেন ২১ তম গ্র্যান্ড স্লাম শিরোপা। ফাইনালের এই দুই প্রতিদ্বন্দ্বীর একটি মিল রয়েছে। দুজনই টেনিস দুনিয়ায় ‘ভিলেন’ হিসেবে পরিচিত।
‘ব্যাড বয়’ কিরগিওস তো এবারের টুর্নামেন্টেই অনেক ‘বিতর্কিত’ কাণ্ড ঘটিয়েছেন। আর টিকা না নিয়ে কদিন আগেও সংবাদের শিরোনাম ছিলেন কিংবদন্তি জোকোভিচ। দুজনের ম্যাচ নিয়ে তাই বাড়তি উত্তেজনা থাকাটাই স্বাভাবিক। তবে ম্যাচের আগে মজা করে কথার লড়াইয়েও মেতেছেন দুজন। কিরগিওস বলেছেন, জোকোভিচকে নিজের খুব কাছের মনে করেন তিনি। আর জবাবে জোকোভিচ বলেছেন, যদি ফাইনালের পর কিরগিওস তাঁকে খাবারের দাওয়াত দেন তবে তিনি তা গ্রহণ করবেন। তবে বিল দিতে হবে যিনি চ্যাম্পিয়ন হবেন তাঁকেই।
এক ইনস্টাগ্রাম আলাপে জোকোভিচ বলেছেন, ‘আমার সম্পর্কে ভালো কিছু বলতে তোমার ৫ বছর লেগেছে।’ জবাবে কিরগিওস বলেছেন, ‘তবে প্রয়োজনের সময় আমি তোমার পাশে দাঁড়িয়েছি।’
কিরগিওসের এই দাবি স্বীকার করে জোকোভিচ বলেন, ‘হ্যাঁ, তুমি করেছ। সেটাকে আমি এটার প্রশংসা করি।’ এরপর কিরগিওস তাঁরা এখন বন্ধু কি না জানতে চাইলে জোকোভিচ বলেন, ‘তুমি যদি আমাকে ডিনারের দাওয়াত দাও তবে আমি তা গ্রহণ করব। তবে বিল দিতে হবে যে জিতবে তাকে।’ পরে জোকোভিচের এই কথায় সায় দেন কিরগিওসও।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২৮ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে