ক্রীড়া ডেস্ক
ঢাকা: ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে মাটির কোর্টে বড় ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে আলেক্সন্দার জেভরেভের কাছে হেরে গেছেন মাটির কোর্টের রাজাখ্যাত এই স্প্যানিয়ার্ড। মাটির কোর্টে এটি দ্বিতীয় বাছাই নাদালের বিপক্ষে জেভরেভের প্রথম জয়।
পঞ্চম বাছাই জেভরেভ প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েন ৪-২ গেমে। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেই সেটে নাদালকে পেছনে ফেলে ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও নাদালকে পাত্তা দেননি জেভরেভ। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটও জিতে নেন ৬-৪ গেমে।
নাদালের বিপক্ষে এটি জেভরেভের এটি টানা তৃতীয় জয়। সেমিতে জেভরেভের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম। আমেরিকার জন ইসনারকে থিয়েম ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান।
সেমির এই লড়াই জেভরেভের জন্য প্রতিশোধেরও সুযোগ। ইউএস ওপেনে থিয়েমের কাছে ফাইনালে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি।
জয়ের পর জেভরেভ বলেছেন, ‘এটি নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। বিশেষ করে মাটির কোর্টে নাদালকে হারানো বিশেষ কিছু।’
জেভরেভ আরও যোগ করেছেন, ‘তার ঘরের মাঠে হারানো অনেক কঠিন ব্যাপার। স্পেনে নাদালকে হারানো দারুণ ব্যাপার। অবিশ্বাস্য টুর্নামেন্ট, যা এখনো শেষ হয়নি।’
ঢাকা: ফ্রেঞ্চ ওপেন শুরুর আগে মাটির কোর্টে বড় ধাক্কা খেলেন রাফায়েল নাদাল। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাল রাতে আলেক্সন্দার জেভরেভের কাছে হেরে গেছেন মাটির কোর্টের রাজাখ্যাত এই স্প্যানিয়ার্ড। মাটির কোর্টে এটি দ্বিতীয় বাছাই নাদালের বিপক্ষে জেভরেভের প্রথম জয়।
পঞ্চম বাছাই জেভরেভ প্রথম সেটের শুরুতে পিছিয়ে পড়েন ৪-২ গেমে। কিন্তু এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। সেই সেটে নাদালকে পেছনে ফেলে ৬-৪ গেমে জিতে নেন তিনি। দ্বিতীয় সেটেও নাদালকে পাত্তা দেননি জেভরেভ। প্রথম সেটের মতো দ্বিতীয় সেটও জিতে নেন ৬-৪ গেমে।
নাদালের বিপক্ষে এটি জেভরেভের এটি টানা তৃতীয় জয়। সেমিতে জেভরেভের প্রতিপক্ষ তৃতীয় বাছাই ডমিনিক থিয়েম। আমেরিকার জন ইসনারকে থিয়েম ৩-৬, ৬-৩ ও ৬-৪ গেমে হারান।
সেমির এই লড়াই জেভরেভের জন্য প্রতিশোধেরও সুযোগ। ইউএস ওপেনে থিয়েমের কাছে ফাইনালে হেরে শিরোপা হারিয়েছিলেন তিনি।
জয়ের পর জেভরেভ বলেছেন, ‘এটি নিশ্চিতভাবে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়গুলোর একটি। বিশেষ করে মাটির কোর্টে নাদালকে হারানো বিশেষ কিছু।’
জেভরেভ আরও যোগ করেছেন, ‘তার ঘরের মাঠে হারানো অনেক কঠিন ব্যাপার। স্পেনে নাদালকে হারানো দারুণ ব্যাপার। অবিশ্বাস্য টুর্নামেন্ট, যা এখনো শেষ হয়নি।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪৩ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে