অয়ন রায়
ঢাকা: বার্সেলোনা ওপেন, ইতালিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল এখন হুংকার ছেড়ে বলতেই পারেন—খেলা হবে! ৩০ মে থেকে খেলা হবে!
নাদালের বলাটা অস্বাভাবিকও নয়! বার্সেলোনা, রোমে নাদাল খেলে এসেছেন ক্লে (মাটির) কোর্টে। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ৩০ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন জিততে। আর মাটির কোর্ট মানেই নাদালের বিজয়ের হাসি—এই তো গত দুই দশকে নিয়মিত দেখে আসছে টেনিস বিশ্ব। রোলাঁ গাঁরোতে ধারাবাহিক বিজয় নিশান উড়িয়ে রাফা নিজেকে প্রতিষ্ঠা করেছেন মাটির কোর্টের রাজা হিসেবে। কেন তিনি মাটির কোর্টে সফল—এ নিয়ে গবেষণা কম হয়নি। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে প্রসঙ্গটা তাই আবার আসছে।
অভ্যস্ততা
স্পেনের অধিকাংশ টেনিস কোর্টই মাটির। পুরো স্পেনে এক লাখের ওপর লাল মাটির কোর্ট রয়েছে! রাফার জন্ম–বেড়ে ওঠা স্পেনে, তিনি শৈশব থেকেই ক্লে কোর্টে খেলে অভ্যস্ত। স্পেনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাটির কোর্টে নিয়মিত টেনিস আয়োজনেরও উপযোগী। এ ধরনের আবহাওয়ায় সারা বছরই টেনিস খেলা সম্ভব।
ফোরহ্যান্ড শটে অনন্য
রাফার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফোরহ্যান্ড শট। সঙ্গে দ্রুত নড়াচড়া করার সক্ষমতা তাঁকে মাটির কোর্টে সফল হতে সহায়তা করেছে। তিনি যেমন আগ্রাসী, তেমনি তাঁর ধৈর্যও প্রশংসনীয়। ফোরহ্যান্ড শট খেলে রাফা খুব সহজেই প্রতিপক্ষকে বোকা বানাতে পারেন। দ্রুত ফিরতি শট খেলা ঘাসের কোর্টের চেয়ে মাটির কোর্টে বলের গতি একটু কম থাকে। যেটা নাদালের বাড়তি একটা সুবিধা। যেহেতু তিনি ফোরহ্যান্ড শট ভালো খেলেন, ক্লে কোর্টে বাড়তি বাউন্স পাওয়া যায়, যেটা রাফাকে ফিরতি শট খুব দ্রুত খেলতে সহায়তা করে।
বাঁহাতি হওয়ার সুবিধা
নাদালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাঁহাতি। ব্যাকহ্যান্ড শট খেলতে বাড়তি সুবিধা পান তিনি। যেটা তাঁকে বল দ্রুত স্পিন করতে সাহায্য করে, যা খুব সহজেই প্রতিপক্ষকে ধোঁকা দিতে সহায়তা করে। ডান হাতি হলে রাফা হয়তো এই সুবিধা কম পেতেন।
ঢাকা: বার্সেলোনা ওপেন, ইতালিয়ান ওপেন জিতে রাফায়েল নাদাল এখন হুংকার ছেড়ে বলতেই পারেন—খেলা হবে! ৩০ মে থেকে খেলা হবে!
নাদালের বলাটা অস্বাভাবিকও নয়! বার্সেলোনা, রোমে নাদাল খেলে এসেছেন ক্লে (মাটির) কোর্টে। যা তাঁকে আত্মবিশ্বাস জোগাচ্ছে ৩০ মে শুরু হওয়া ফ্রেঞ্চ ওপেন জিততে। আর মাটির কোর্ট মানেই নাদালের বিজয়ের হাসি—এই তো গত দুই দশকে নিয়মিত দেখে আসছে টেনিস বিশ্ব। রোলাঁ গাঁরোতে ধারাবাহিক বিজয় নিশান উড়িয়ে রাফা নিজেকে প্রতিষ্ঠা করেছেন মাটির কোর্টের রাজা হিসেবে। কেন তিনি মাটির কোর্টে সফল—এ নিয়ে গবেষণা কম হয়নি। আরেকটি ফ্রেঞ্চ ওপেনের আগে প্রসঙ্গটা তাই আবার আসছে।
অভ্যস্ততা
স্পেনের অধিকাংশ টেনিস কোর্টই মাটির। পুরো স্পেনে এক লাখের ওপর লাল মাটির কোর্ট রয়েছে! রাফার জন্ম–বেড়ে ওঠা স্পেনে, তিনি শৈশব থেকেই ক্লে কোর্টে খেলে অভ্যস্ত। স্পেনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় মাটির কোর্টে নিয়মিত টেনিস আয়োজনেরও উপযোগী। এ ধরনের আবহাওয়ায় সারা বছরই টেনিস খেলা সম্ভব।
ফোরহ্যান্ড শটে অনন্য
রাফার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ফোরহ্যান্ড শট। সঙ্গে দ্রুত নড়াচড়া করার সক্ষমতা তাঁকে মাটির কোর্টে সফল হতে সহায়তা করেছে। তিনি যেমন আগ্রাসী, তেমনি তাঁর ধৈর্যও প্রশংসনীয়। ফোরহ্যান্ড শট খেলে রাফা খুব সহজেই প্রতিপক্ষকে বোকা বানাতে পারেন। দ্রুত ফিরতি শট খেলা ঘাসের কোর্টের চেয়ে মাটির কোর্টে বলের গতি একটু কম থাকে। যেটা নাদালের বাড়তি একটা সুবিধা। যেহেতু তিনি ফোরহ্যান্ড শট ভালো খেলেন, ক্লে কোর্টে বাড়তি বাউন্স পাওয়া যায়, যেটা রাফাকে ফিরতি শট খুব দ্রুত খেলতে সহায়তা করে।
বাঁহাতি হওয়ার সুবিধা
নাদালের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বাঁহাতি। ব্যাকহ্যান্ড শট খেলতে বাড়তি সুবিধা পান তিনি। যেটা তাঁকে বল দ্রুত স্পিন করতে সাহায্য করে, যা খুব সহজেই প্রতিপক্ষকে ধোঁকা দিতে সহায়তা করে। ডান হাতি হলে রাফা হয়তো এই সুবিধা কম পেতেন।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে