ক্রীড়া ডেস্ক
লিটন দাস - ইয়াসির রাব্বির ষষ্ঠ উইকেট জুটিতে যখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ তখনই শাহীন আফ্রিদির বল রাব্বির হেলমেটে লাগে। এর এক ওভার পরেই স্বেচ্ছায় অবসরে যান রাব্বি। এর আগে এই দুজন যোগ করেছেন ৪৭ রান। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ব্যাটিং করছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের লিড ১৪৯ রান। হাতে আছে ৫ উইকেট।
৩০ তম ওভারে শাহীন আফ্রিদির বল ছেড়ে দিতে হেলমেটে লাগে রাব্বির। তাৎক্ষণিকভাবে আবার ব্যাটিং শুরু করলেও। এক ওভার পরেই স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নেন রাব্বি।
এর আগে হাসান আলীর করা দিনের প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন মুশফিক। এক বল পরেই অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হোন অভিজ্ঞ এই ব্যাটার। বলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রেখেছিলেন মুশফিক। তবে তাঁর প্রত্যাশার চেয়ে একটু বেশি সুইং করে অফ স্টাম্প ভেঙে দেয়। ৩৩ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান।
মুশফিক ফেরার পর জীবন পেয়েছেন লিটনও। দলীয় ৬৪ রানে নোমান আলীকে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন লিটন। উইকেটের পেছনে থাকা মোহাম্মদ রিজওয়ান গ্লাভসে বল জমাতে পারেননি। ৮ রানে জীবন পাওয়া লিটন এরপর অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই খেলছেন। আরেক প্রান্তে মেহেদী শুরুটা করেছেন দেখেশুনে।
লিটন দাস - ইয়াসির রাব্বির ষষ্ঠ উইকেট জুটিতে যখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ তখনই শাহীন আফ্রিদির বল রাব্বির হেলমেটে লাগে। এর এক ওভার পরেই স্বেচ্ছায় অবসরে যান রাব্বি। এর আগে এই দুজন যোগ করেছেন ৪৭ রান। মেহেদী হাসান মিরাজকে নিয়ে ব্যাটিং করছেন লিটন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের লিড ১৪৯ রান। হাতে আছে ৫ উইকেট।
৩০ তম ওভারে শাহীন আফ্রিদির বল ছেড়ে দিতে হেলমেটে লাগে রাব্বির। তাৎক্ষণিকভাবে আবার ব্যাটিং শুরু করলেও। এক ওভার পরেই স্বেচ্ছায় অবসরের সিদ্ধান্ত নেন রাব্বি।
এর আগে হাসান আলীর করা দিনের প্রথম বলেই চার মেরে শুরু করেছিলেন মুশফিক। এক বল পরেই অফ স্টাম্পের বাইরের বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হোন অভিজ্ঞ এই ব্যাটার। বলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখ রেখেছিলেন মুশফিক। তবে তাঁর প্রত্যাশার চেয়ে একটু বেশি সুইং করে অফ স্টাম্প ভেঙে দেয়। ৩৩ বলে ১৬ রান করে বিদায় নিয়েছেন এই ব্যাটসম্যান।
মুশফিক ফেরার পর জীবন পেয়েছেন লিটনও। দলীয় ৬৪ রানে নোমান আলীকে উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন লিটন। উইকেটের পেছনে থাকা মোহাম্মদ রিজওয়ান গ্লাভসে বল জমাতে পারেননি। ৮ রানে জীবন পাওয়া লিটন এরপর অবশ্য বেশ সতর্কতার সঙ্গেই খেলছেন। আরেক প্রান্তে মেহেদী শুরুটা করেছেন দেখেশুনে।
গোলের খেলা ফুটবলে গোলই যখন ধাঁধা হয়ে যায়, তখন কি আর ফুটবলের স্বাদ মেলে! বাংলাদেশ দলের অবস্থা অনেকটাই এমন। তারা দিনের পর দিন ফুটবল খেলছে ঠিকই, কিন্তু গোল কীভাবে করতে হয়, সেটাই যেন ভুলতে বসেছে! পরিসংখ্যানও সে কথা বলে, এ বছর এখন পর্যন্ত ৯টি ম্যাচে অংশ নিয়েছেন রাকিব-মোরসালিনরা। কিন্তু গোল করেছেন মাত্র ১
১২ মিনিট আগেপূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১৩ ঘণ্টা আগে