ক্রীড়া ডেস্ক
চোটের সঙ্গে লড়ছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কোর্টে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন ফেদেরার নিজেই। কঠিন এই সময়ে ফেদেরার পাশে পেলেন কোর্টে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান মহাতারকা জোকোভিচ বলেছেন, কোর্টে এবং কোর্টের বাইরে টেনিসের জন্য ফেদেরারের থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ফেদেরারের ঠিক বিপরীত সময় পার করছেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন তিনি। এটিপি ফাইনালসেও দারুণভাবে ছুটছেন তিনি। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবেলভকে হারানোর পর তিনি কথা বলেছেন ফেদেরারকে নিয়েও। জোকোভিচ বলেন, ‘রজার (ফেদেরার) আমাদের খেলার আইকন। বিশ্বব্যাপী প্রচুর মানুষ তাঁকে ভালোবাসে। তার খেলা দেখতে তারা পছন্দ করে।’
শুধু মানুষের ভালোবাসার কারণেই নয়, টেনিসের স্বার্থেও ফেদেরারকে ফের কোর্টে দেখতে উন্মুখ জোকোভিচ, ‘টেনিসের স্বার্থে কোর্টের ভেতরে-বাইরে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই খেলার জন্য হলেও আমি ফেদেরারকে অন্তত আরেকবার খেলতে দেখতে চাই। আমি নিশ্চিত সে এভাবে তার ক্যারিয়ার শেষ করতে চাইবে না। অবশ্যই সে তার শেষ চেষ্টা করবে।’
কোর্টে বরাবরই ফেদেরারকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন জোকোভিচ। তবে কোর্টের বাইরে কিংবদন্তি ফেদেরারের অর্জন ও অবদানকে স্মরণ করতে একটুও কার্পণ্য করেননি এই সার্বিয়ান তারকা। টেনিসে ফেদেরারের অবদান স্মরণ করে জোকোভিচ আরও বলেন, ‘যা কিছু সে অর্জন করেছে এবং যা কিছু সে দিয়েছে, আবার কোর্টে ফেরাটা তার প্রাপ্য। পাশাপাশি এখান থেকে সুন্দর বিদায় পাওয়াটাও তার প্রাপ্য।’
চোটের সঙ্গে লড়ছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কোর্টে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন ফেদেরার নিজেই। কঠিন এই সময়ে ফেদেরার পাশে পেলেন কোর্টে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান মহাতারকা জোকোভিচ বলেছেন, কোর্টে এবং কোর্টের বাইরে টেনিসের জন্য ফেদেরারের থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ফেদেরারের ঠিক বিপরীত সময় পার করছেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন তিনি। এটিপি ফাইনালসেও দারুণভাবে ছুটছেন তিনি। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবেলভকে হারানোর পর তিনি কথা বলেছেন ফেদেরারকে নিয়েও। জোকোভিচ বলেন, ‘রজার (ফেদেরার) আমাদের খেলার আইকন। বিশ্বব্যাপী প্রচুর মানুষ তাঁকে ভালোবাসে। তার খেলা দেখতে তারা পছন্দ করে।’
শুধু মানুষের ভালোবাসার কারণেই নয়, টেনিসের স্বার্থেও ফেদেরারকে ফের কোর্টে দেখতে উন্মুখ জোকোভিচ, ‘টেনিসের স্বার্থে কোর্টের ভেতরে-বাইরে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই খেলার জন্য হলেও আমি ফেদেরারকে অন্তত আরেকবার খেলতে দেখতে চাই। আমি নিশ্চিত সে এভাবে তার ক্যারিয়ার শেষ করতে চাইবে না। অবশ্যই সে তার শেষ চেষ্টা করবে।’
কোর্টে বরাবরই ফেদেরারকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন জোকোভিচ। তবে কোর্টের বাইরে কিংবদন্তি ফেদেরারের অর্জন ও অবদানকে স্মরণ করতে একটুও কার্পণ্য করেননি এই সার্বিয়ান তারকা। টেনিসে ফেদেরারের অবদান স্মরণ করে জোকোভিচ আরও বলেন, ‘যা কিছু সে অর্জন করেছে এবং যা কিছু সে দিয়েছে, আবার কোর্টে ফেরাটা তার প্রাপ্য। পাশাপাশি এখান থেকে সুন্দর বিদায় পাওয়াটাও তার প্রাপ্য।’
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১৬ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে