ক্রীড়া ডেস্ক, ঢাকা
উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে।
প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ।
দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’
ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’
উইম্বলডনের তৃতীয় রাউন্ডেই ছিটকে গেলেন অ্যান্ডি মারে। সেটাও আবার হারলেন তাকেই আদর্শ মানা ডেনিস শাপোভালভের কাছে। কানাডিয়ান উঠতি তারকার কাছে দুই উইম্বলডনজয়ী ব্রিটিশ তারকার হার ৪-৬, ২-৬, ২-৬ গেমে।
প্রথম সেট থেকেই দাপুটে খেলেছেন শাপোভালভ। শুরু থেকেই একপ্রকার অসহায়ই হয়েছিলেন মারে। প্রথম সেটে ১-৫ ব্যবধানে পিছিয়ে থাকার পর পরের তিন গেম জিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত অবশ্য দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। প্রথম সেটে হার ৪-৬ গেমে। পরের দুই সেটে মারেকে কোনো সুযোগই দেননি ২২ বয়সী শাপোভালভ।
দুইবারের উইম্বলডন জয়ী মারেকে হারিয়েও অবশ্য পা মাটিতে রাখছেন শাপোভালভ। রাখবেনই না বা কেন এই মারেই তো তাঁর কাছে টেনিসের নায়ক। ম্যাচ শেষে শাপোভালভ বলেছেন, ‘আমি এত ভালো খেলবে এটা কখনো চিন্তাও করিনি। মারের বিপক্ষে এই জয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।’
নিজের আদর্শের বিপক্ষে এমন জয় তো স্বপ্নের মতোই হবে। অ্যান্ডি মারেই যে শাপোভালভের টেনিসের নায়ক। কোর্টে নেমেই সে কথা মারেকে জানিয়েছিলেন। ম্যাচ শেষে সেই প্রসঙ্গ টেনে এনে বলেছেন, ‘নেটেই তাকে আমি বলেছি টেনিসে তুমি আমার আদর্শ।’
ম্যাচ জিতেও শাপোভালভ তাই মুগ্ধ মারের খেলায়। নিজের নায়ক নিয়ে শাপোভালভের মূল্যায়ন, ‘অর্জন একপাশে রেখে যদি একজন ভক্ত হিসেবে বলি, চোট কাটিয়ে তিনি যে খেলাটা খেলেছেন এ যেন পুরোনো সেই অ্যান্ডি। তাঁর খেলা দেখাও চোখের প্রশান্তি।’
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে