ক্রীড়া ডেস্ক
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামকে পাখির চোখ করে এগোচ্ছেন নোভাক জোকোভিচ। আজ তিনি সেই অভিযানে ২০তম বাছাই ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে গুঁড়িয়ে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল। মেলবোর্নের গতবারের চ্যাম্পিয়ন জিতেছেন ৬-০,৬-০, ৬-৩ গেমে। সময় নিয়েছেন ১ ঘণ্টার ৪৪ মিনিট।
প্রথম দুই সেটে মান্নারিনোকে কোনো পাত্তাই দেননি শীর্ষ বাছাই জোকোভিচ। জিতেছেন একটি পয়েন্টও না হারিয়ে। এমন জয়ের পর ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা বলেছেন, ‘প্রথম দুই সেট ছিল আমার এখন পর্যন্ত খেলা সেরা।’
রড লেভার অ্যারেনায় একটি রেকর্ড গড়ার দুর্দান্ত সুযোগ ছিল জোকোভিচের সামনে। তবে মান্নারিনো তৃতীয় সেটের দ্বিতীয় গেম জেতায় তার আর হয়নি। পরে অবশ্য আরও দুই গেম জিতেছেন ফ্রান্সের টেনিস তারকা। গ্র্যান্ড স্ল্যামে ১৯৯৩ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গেম ড্রপ না করেই তিন সেট জয়ের সুযোগ ছিল জোকোভিচের সমানে। শেষ আটে তিনি মুখোমুখি হবেন ১২তম বাছাই টেইলর ফ্রিটজের। ২৬ বছর বয়সী আমেরিকান ফ্রিটজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন গতবারের ফাইনালিস্ট স্তেফানোস সিৎসিফাসকে ৭-৬ (৭-৩),৫-৭, ৬-৩,৬-৩ গেমে হারিয়ে।
মেয়েদের সিঙ্গেলে ছুটছেন গত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ী আরিনা সাবেলেঙ্কাও। বেলারুশের মেয়ে আজ নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। মার্গারেট কোর্ট অ্যারেনায় মাত্র ৭০ মিনিট সময় নিয়ে তিনি ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন অবাছাই আমেরিকান আমান্ডা আনিসিমোভাকে।
রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যামকে পাখির চোখ করে এগোচ্ছেন নোভাক জোকোভিচ। আজ তিনি সেই অভিযানে ২০তম বাছাই ফ্রান্সের আদ্রিয়ান মান্নারিনোকে গুঁড়িয়ে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনাল। মেলবোর্নের গতবারের চ্যাম্পিয়ন জিতেছেন ৬-০,৬-০, ৬-৩ গেমে। সময় নিয়েছেন ১ ঘণ্টার ৪৪ মিনিট।
প্রথম দুই সেটে মান্নারিনোকে কোনো পাত্তাই দেননি শীর্ষ বাছাই জোকোভিচ। জিতেছেন একটি পয়েন্টও না হারিয়ে। এমন জয়ের পর ৩৬ বছর বয়সী সার্বিয়ান তারকা বলেছেন, ‘প্রথম দুই সেট ছিল আমার এখন পর্যন্ত খেলা সেরা।’
রড লেভার অ্যারেনায় একটি রেকর্ড গড়ার দুর্দান্ত সুযোগ ছিল জোকোভিচের সামনে। তবে মান্নারিনো তৃতীয় সেটের দ্বিতীয় গেম জেতায় তার আর হয়নি। পরে অবশ্য আরও দুই গেম জিতেছেন ফ্রান্সের টেনিস তারকা। গ্র্যান্ড স্ল্যামে ১৯৯৩ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে কোনো গেম ড্রপ না করেই তিন সেট জয়ের সুযোগ ছিল জোকোভিচের সমানে। শেষ আটে তিনি মুখোমুখি হবেন ১২তম বাছাই টেইলর ফ্রিটজের। ২৬ বছর বয়সী আমেরিকান ফ্রিটজ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন গতবারের ফাইনালিস্ট স্তেফানোস সিৎসিফাসকে ৭-৬ (৭-৩),৫-৭, ৬-৩,৬-৩ গেমে হারিয়ে।
মেয়েদের সিঙ্গেলে ছুটছেন গত অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাজয়ী আরিনা সাবেলেঙ্কাও। বেলারুশের মেয়ে আজ নিশ্চিত করেছেন কোয়ার্টার ফাইনাল। মার্গারেট কোর্ট অ্যারেনায় মাত্র ৭০ মিনিট সময় নিয়ে তিনি ৬-৩,৬-২ গেমে হারিয়েছেন অবাছাই আমেরিকান আমান্ডা আনিসিমোভাকে।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২৬ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে