ক্রীড়া ডেস্ক
কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। ‘পাপ’ যদি ইয়ানিক সিনার করেই থাকেন শাস্তি পেতে হবে তাঁকেও। ডোপ কেলেঙ্কারি থেকে বেঁচে গত ইউএস ওপেন জিতলেও ইতালির এই টেনিস তারকার ডোপ কেলেঙ্কারি নতুন করে সামনে এনেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।
গত মার্চে দুই দফায় পজিটিভ হওয়ার পরও টেনিসের আন্তর্জাতিক ফেডারেশন সিনারের নির্দোষিতা বিশ্বাস করে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাঁকে। সেই অনুমতির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গতকাল আপিল করেছে ওয়াডা।
গত মার্চে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ঘোষিত ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তারপরও ইতালিয়ান টেনিস তারকাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক টেনিস ইন্টেগরিটি এজেন্সি। সংস্থার যুক্তি ছিল, সিনারের অজান্তেই ক্লোস্টেবল ঢুকেছিল সিনারের শরীরে। তাঁর ফিজিওথেরাপিস্টের ভুলেই এটা ঘটেছে ধরে নিয়েই খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সিনারকে।
এ নিয়ে অবশ্য কেউ কেউ সোচ্চার ছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার নিক কিরিওস এবং কানার ডেনিস শাপোভালভ সিনারকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এমন প্রতিকূল পরিস্থিতি মাড়িয়েই গত ইউএস ওপেনে শিরোপা জিতেছেন সিনার।
তবে যখন মনে করা হয়েছিল, ডোপ কেলেঙ্কারি অধ্যায় সিনারের জীবনে অতীত, ঠিক তখনই ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। গতকাল সংস্থাটি জানিয়েছে, ডোপ কেলেঙ্কারি থেকে সিনারের অব্যাহতি পাওয়ার বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিল হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
ওয়াডার এই পদক্ষেপের এক প্রতিক্রিয়ায় সিনার জানিয়েছেন, তিনি হতাশ এবং বিস্মিত।
কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। ‘পাপ’ যদি ইয়ানিক সিনার করেই থাকেন শাস্তি পেতে হবে তাঁকেও। ডোপ কেলেঙ্কারি থেকে বেঁচে গত ইউএস ওপেন জিতলেও ইতালির এই টেনিস তারকার ডোপ কেলেঙ্কারি নতুন করে সামনে এনেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।
গত মার্চে দুই দফায় পজিটিভ হওয়ার পরও টেনিসের আন্তর্জাতিক ফেডারেশন সিনারের নির্দোষিতা বিশ্বাস করে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাঁকে। সেই অনুমতির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গতকাল আপিল করেছে ওয়াডা।
গত মার্চে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ঘোষিত ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তারপরও ইতালিয়ান টেনিস তারকাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক টেনিস ইন্টেগরিটি এজেন্সি। সংস্থার যুক্তি ছিল, সিনারের অজান্তেই ক্লোস্টেবল ঢুকেছিল সিনারের শরীরে। তাঁর ফিজিওথেরাপিস্টের ভুলেই এটা ঘটেছে ধরে নিয়েই খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সিনারকে।
এ নিয়ে অবশ্য কেউ কেউ সোচ্চার ছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার নিক কিরিওস এবং কানার ডেনিস শাপোভালভ সিনারকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এমন প্রতিকূল পরিস্থিতি মাড়িয়েই গত ইউএস ওপেনে শিরোপা জিতেছেন সিনার।
তবে যখন মনে করা হয়েছিল, ডোপ কেলেঙ্কারি অধ্যায় সিনারের জীবনে অতীত, ঠিক তখনই ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। গতকাল সংস্থাটি জানিয়েছে, ডোপ কেলেঙ্কারি থেকে সিনারের অব্যাহতি পাওয়ার বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিল হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
ওয়াডার এই পদক্ষেপের এক প্রতিক্রিয়ায় সিনার জানিয়েছেন, তিনি হতাশ এবং বিস্মিত।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে