ক্রীড়া ডেস্ক
সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন দুই প্রজন্মের দুই তারকা, ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও বিশ্ব টেনিসের নতুনের কেতন ওড়ানো ইতালির ইয়ানিক সিনার।
গতকাল সেমিফাইনালে সার্বিয়ান নোভাক জোকোভিচ ৬-৪, ৭-৭ (৮/৭) গেমে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাখাককে। আজই টুর্নামেন্টের ফাইনাল।
আজ জিতলে এটিপি শিরোপার ‘সেঞ্চুরি’ করবেন নোভাক জোকোভিচ। এখন তাঁর এটিপি শিরোপা ৯৯টি। তার চেয়ে বেশি শিরোপা আছে শুধু দুজনের—জিমি কনর্সের ১০৯টি ও রজার ফেদেরারের ১০৩টি। ছেলেদের টেনিসের আলোচিত এই একটি রেকর্ড, যেখানে এক কিংবা দুয়ে নেই জোকোভিচ। তবে টেনিসকে বিদায় বলার আগেই যে তিনি রেকর্ড বইয়ের এই পাতাতেও সবার ওপরে নাম লেখাবেন, সেটা আশা করাই যায়। সে পথেই অন্তত এগিয়ে যাচ্ছেন জোকোভিচ; অপেক্ষায় শিরোপার সেঞ্চুরি পূরণের। আর সিনার জিতলে এটা হবে তাঁর ১৮তম এটিপি শিরোপা। ফাইনালে উঠেই অবশ্য একটা সুখবর পেয়েছেন সিনার; র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা নিশ্চিত হয়েছে তাঁর।
পেশাদার সার্কিটে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ-সিনার। জয়ের পাল্লাটা হেলে জোকোভিচের দিকে, জিতেছেন ৪ বার। তবে সিনার এই ভেবে তৃপ্তি পেতে পারেন যে সবশেষ ৪ সাক্ষাতের ৩ বারই জিতেছেন তিনি।
সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন দুই প্রজন্মের দুই তারকা, ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও বিশ্ব টেনিসের নতুনের কেতন ওড়ানো ইতালির ইয়ানিক সিনার।
গতকাল সেমিফাইনালে সার্বিয়ান নোভাক জোকোভিচ ৬-৪, ৭-৭ (৮/৭) গেমে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাখাককে। আজই টুর্নামেন্টের ফাইনাল।
আজ জিতলে এটিপি শিরোপার ‘সেঞ্চুরি’ করবেন নোভাক জোকোভিচ। এখন তাঁর এটিপি শিরোপা ৯৯টি। তার চেয়ে বেশি শিরোপা আছে শুধু দুজনের—জিমি কনর্সের ১০৯টি ও রজার ফেদেরারের ১০৩টি। ছেলেদের টেনিসের আলোচিত এই একটি রেকর্ড, যেখানে এক কিংবা দুয়ে নেই জোকোভিচ। তবে টেনিসকে বিদায় বলার আগেই যে তিনি রেকর্ড বইয়ের এই পাতাতেও সবার ওপরে নাম লেখাবেন, সেটা আশা করাই যায়। সে পথেই অন্তত এগিয়ে যাচ্ছেন জোকোভিচ; অপেক্ষায় শিরোপার সেঞ্চুরি পূরণের। আর সিনার জিতলে এটা হবে তাঁর ১৮তম এটিপি শিরোপা। ফাইনালে উঠেই অবশ্য একটা সুখবর পেয়েছেন সিনার; র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা নিশ্চিত হয়েছে তাঁর।
পেশাদার সার্কিটে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ-সিনার। জয়ের পাল্লাটা হেলে জোকোভিচের দিকে, জিতেছেন ৪ বার। তবে সিনার এই ভেবে তৃপ্তি পেতে পারেন যে সবশেষ ৪ সাক্ষাতের ৩ বারই জিতেছেন তিনি।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে