ক্রীড়া ডেস্ক
ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।
ম্যাচটি শুরু হয়েছিল রোববার রাতে। শেষ হলো সোমবারে। দুই দিন খেলে পোল্যান্ডের হুবার্ট হারকাজকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকা জিতেছেন ৭-৬ (৮-৬),৭-৬ (৮-৬),৫-৭, ৬-৪ গেমে।
সময়সীমা পেরিয়ে যাওয়ায় প্রথম তিন সেটের পর অমীমাংসিত ফল নিয়ে গতকাল সেন্টার কোর্ট ছাড়েন জোকোভিচ। স্থানীয় সময় অনুযায়ী রাত ১১টার পর ম্যাচ চালানোর নিয়ম নেই। জোকো প্রথম দুই সেট জেতেন টাইব্রেকারে। পরের সেট জিতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেন হারকাজ। তবে আজ রাতে চতুর্থ সেটে কোনো লড়াই দেখাতে পারেননি তিনি। সেটটি ৬-৪ ব্যবধানে জিতে শেষ আট নিশ্চিত করেন ফ্রেঞ্চ ওপেন দিয়ে রেকর্ড ২৩ গ্র্যান্ড স্ল্যাম জেতা জোকোভিচ।
সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৬ বছর বয়সী তারকা আগামীকাল সেন্টার কোর্টে মুখোমুখি হবেন আন্দ্রে রুবলেভের। প্রথমবার উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন রুশ তারকা। চেক প্রতিপক্ষ জিরি লিচেকা সরে দাঁড়ানোয় বিনা বাধায় প্রথমবার শেষ আটের টিকিট পেয়েছেন তৃতীয় বাছাই আরেক রুশ দেনিল মেদভেদেভও। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ আমেরিকার অবাছাই ক্রিস্তোফার ইউবাঙ্কস। পঞ্চম বাছাই ‘গ্রীক বীর’ স্তেফানোস সিৎসিফাসকে হারিয়ে শেষ আটে জায়গা পেয়েছেন তিনি।
মেয়েদের এককে চমক দেখানো ১৬ বছর বয়সী রাশিয়ার মিরা আন্দ্রিভার দৌড় থেমেছে শেষ ষোলোয়। বিতর্কিতভাবে র্যাকেট ছোড়ার অভিযোগে তাঁর এক পয়েন্ট কেটে নেওয়া হয়। এই অবাছাইকে র্যাকেট ছোড়ার জন্য আগেই সতর্ক করা হয়েছিল। তবে এমন কাজটি আবার করায় দ্বিতীয় সেটে পেনাল্টি পয়েন্ট পান তিনি। আর সেটিই হয়ে দাঁড়ায় তাঁর প্রতিপক্ষ ম্যাডিসন কিসের ম্যাচ পয়েন্ট। এক সেট পর হাদ্দাদ মাইয়া ‘ওয়াকওভার’ করায় শেষ আট নিশ্চিত করেছেন এলেনা রাইবাকিনাও।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
২২ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে