ক্রীড়া ডেস্ক
টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার—দুজনের কাছেই আর্থার অ্যাশের মঞ্চটা ছিল ইতিহাস গড়ার। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন সিনার। ঐতিহাসিক এই শিরোপা ইতালিয়ান টেনিস তারকা উৎসর্গ করলেন তাঁর অসুস্থ খালাকে।
ইউএস ওপেনের ইতিহাসে প্রথম ইতালিয়ান হিসেবে এবারই চ্যাম্পিয়ন হলেন সিনার। তবে তাঁর মন যে বারবার কাঁদছিল অসুস্থ খালার জন্য। এ কারণে শিরোপা জিতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। আবেগপ্রবণ ইতালির এই টেনিস তারকা আর্থার অ্যাশে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি এটা অসুস্থ খালাকে উৎসর্গ করতে চাই। যিনি এই মুহূর্তে ভালো নেই। ‘আমি জানি না তাঁকে আর কতদিন পাব। তাঁর সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। তিনি আমার জীবনে এখনো অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমার চাওয়া। তবে ভাগ্যের কী পরিহাস। এখন আর সেটা সম্ভব না।’
ফ্রিটজের এবারের ফাইনালে ওঠা ছিল গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের কোনো টেনিস তারকার ইউএস ওপেন ফাইনালে খেলা। শিরোপা জয়ের হিসেব করলে সেটা আরও পুরোনো। মার্কিনদের মধ্যে সবশেষ ইউএস ওপেন ২০০৩ সালে জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই ২১ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে গত রাতে যখন নামেন ফ্রিটজ, তখন আর পাত্তাই পাননি। সরাসরি সেটে (৬-৩,৬-৪ ও ৭-৫ গেমে) ফ্রিটজকে হারিয়েছেন সিনার।
ক্যারিয়ারে এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্লাম জেতেন সিনার। দুটোই জিতেছেন ২০২৪ সালে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে পরীক্ষা দিতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। দুই সেট পিছিয়ে যাওয়ার পর সেখানে ঘুরে দাঁড়িয়েছিলেন সিনার। ইতালিয়ান টেনিস তারকা এবার তো ইতিহাস গড়লেন হেসেখেলে।
ইউএস ওপেনের শিরোপা জয় ছাপিয়ে অসুস্থ খালার কথা চিন্তা করেই অশ্রুসিক্ত হয়ে পড়েন সিনার।
টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার—দুজনের কাছেই আর্থার অ্যাশের মঞ্চটা ছিল ইতিহাস গড়ার। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন সিনার। ঐতিহাসিক এই শিরোপা ইতালিয়ান টেনিস তারকা উৎসর্গ করলেন তাঁর অসুস্থ খালাকে।
ইউএস ওপেনের ইতিহাসে প্রথম ইতালিয়ান হিসেবে এবারই চ্যাম্পিয়ন হলেন সিনার। তবে তাঁর মন যে বারবার কাঁদছিল অসুস্থ খালার জন্য। এ কারণে শিরোপা জিতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। আবেগপ্রবণ ইতালির এই টেনিস তারকা আর্থার অ্যাশে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি এটা অসুস্থ খালাকে উৎসর্গ করতে চাই। যিনি এই মুহূর্তে ভালো নেই। ‘আমি জানি না তাঁকে আর কতদিন পাব। তাঁর সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। তিনি আমার জীবনে এখনো অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমার চাওয়া। তবে ভাগ্যের কী পরিহাস। এখন আর সেটা সম্ভব না।’
ফ্রিটজের এবারের ফাইনালে ওঠা ছিল গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের কোনো টেনিস তারকার ইউএস ওপেন ফাইনালে খেলা। শিরোপা জয়ের হিসেব করলে সেটা আরও পুরোনো। মার্কিনদের মধ্যে সবশেষ ইউএস ওপেন ২০০৩ সালে জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই ২১ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে গত রাতে যখন নামেন ফ্রিটজ, তখন আর পাত্তাই পাননি। সরাসরি সেটে (৬-৩,৬-৪ ও ৭-৫ গেমে) ফ্রিটজকে হারিয়েছেন সিনার।
ক্যারিয়ারে এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্লাম জেতেন সিনার। দুটোই জিতেছেন ২০২৪ সালে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে পরীক্ষা দিতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। দুই সেট পিছিয়ে যাওয়ার পর সেখানে ঘুরে দাঁড়িয়েছিলেন সিনার। ইতালিয়ান টেনিস তারকা এবার তো ইতিহাস গড়লেন হেসেখেলে।
ইউএস ওপেনের শিরোপা জয় ছাপিয়ে অসুস্থ খালার কথা চিন্তা করেই অশ্রুসিক্ত হয়ে পড়েন সিনার।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১০ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১১ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১২ ঘণ্টা আগে